প্রধানমন্ত্রীর দপ্তর
শ্রী কর্ষণভাই সোলাঙ্কির প্রয়াণে প্রধানমন্ত্রী গভীর শোকপ্রকাশ করেছেন
Posted On:
04 FEB 2025 1:03PM by PIB Agartala
নয়াদিল্লি, ০৪ ফেব্রুয়ারি, ২০২৪ (পিআইবি): প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার গুজরাট বিধানসভার সদস্য শ্রী কর্ষণভাই সোলাঙ্কির প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন।
এক এক্স পোস্টে তিনি লিখেছেন: “গুজরাট বিধানসভার সদস্য শ্রী কর্ষণভাই সোলাঙ্কির প্রয়াণ সংক্রান্ত সংবাদ খুবই বেদনাদায়ক। তিনি তাঁর সহজ সরল জীবনযাপন এবং সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষের কল্যাণে যে সব দাতব্য কর্ম করেছেন তার জন্য চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন।
তাঁর বিদেহী আত্মার শান্তির জন্য প্রার্থনা করছি এবং শোকাহত পরিবারবর্গের প্রতি রইল সমবেদনা…!
ওম শান্তি…!”
***
SKC/SRC
(Release ID: 2099534)
Visitor Counter : 12