অর্থ মন্ত্রক
azadi ka amrit mahotsav

বাজেট ২০২৫-২৬ : নতুন কর কাঠামোয় ১২ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে শূন্য কর

Posted On: 01 FEB 2025 1:28PM by PIB Agartala

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি, ২০২৫: "প্রথমে বিশ্বাস করুন, পরে যাচাই দেখুন"-এর দর্শনেরর প্রতি সরকারের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করে কেন্দ্রীয় বাজেট মধ্যবিত্ত শ্রেণীর প্রতি আস্থা দেখিয়েছে এবং সাধারণ করদাতাদের করের বোঝা থেকে মুক্তি দেওয়ার প্রবণতা অব্যাহত রেখেছে। আজ সংসদে ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট প্রস্তাব পেশ করে কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন সকল স্তরের কর দাতাদের সুবিধা দিতে নতুন কর কাঠামো ও করের হারে পরিবর্তন এর প্রস্তাব করেছেন।


সীতারমন বলেন, নতুন কর কাঠামো মধ্যবিত্তদের কর-এর বোঝা লাঘব করবে। এর ফলে, তাঁরা আরও বেশি পরিমাণ অর্থ সঞ্চয় ও বিনিয়োগ করতে পারবেন।

নতুন কর কাঠামো অনুসারে, বার্ষিক আয় করের আওতায় এলে কর দিতে হবে নিম্নের স্ল্যাব অনুসারে -

i) বছরে ৪ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কোন কর দিতে হবে না।

ii) ৪ থেকে ৮ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের ক্ষেত্রে ধার্য কর-এর হার হবে ৫ শতাংশ।

iii) বছরে ৮ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে ১০ শতাংশ হারে কর ধার্য হবে।

iv) ১২ থেকে ১৬ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের ক্ষেত্রে কর-এর হার হবে ১৫ শতাংশ।

v) ১৬ থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় ও উপার্জনের ক্ষেত্রে ২০ শতাংশ হারে কর ধার্য হবে।

vi) ২০ থেকে ২৪ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের ক্ষেত্রে ধার্য কর-এর হার দাঁড়াবে ২৫ শতাংশ।

vii) ২৪ লক্ষ টাকার বেশি আয়ের ক্ষেত্রে এই হার হবে ৩০ শতাংশ।

Tax Analysis.PNG


অর্থমন্ত্রী বলেন, বেতনভোগী কর্মচারীদের বছরে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কোনরকম আয়কর দিতে হবে না। নতুন কর কাঠামোয় ৭৫ হাজার টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন সহ কর ছাড়ের পরিমাণ দাঁড়াবে ১২ লক্ষ ৭৫ হাজার টাকা। এর উপরন্তু বার্ষিক আয়ের ক্ষেত্রে নতুন কর কাঠামো অনুযায়ী কর প্রযোজ্য হবে।

অর্থমন্ত্রী  বলেন যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে কর কাঠামোর সংস্কার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। নতুন কর কাঠামো যাতে আয়করদাতাদের কাছে আরও সহজবোধ্য হয়ে ওঠে, সেই কারণে এই কর ব্যবস্থাকে আরও সরল করার প্রস্তাব করা হয়েছে।

***


SKC/KG/PS/KMD


(Release ID: 2098745) Visitor Counter : 13


Read this release in: English