তথ্য ও সম্প্রচার মন্ত্রক"
'ওয়েভস' ই-বাজার এবং সৃজনশীল প্রতিযোগিতার সূচনা: প্রভাবশালী কন্টেন্ট নির্মাতা, পডকাস্টার, অ্যানিমেশন নির্মাতা ও গেম ডেভেলপারদের জন্য বিশেষ পুরস্কারের ঘোষণা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক
প্রথমবারের মতো আয়োজিত ‘ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল এন্টারটেইনমেন্ট সামিট’-এর আগে এই ঘোষণা করা হল
সৃজনশীল কন্টেন্ট নির্মাতা ও সংস্থাগুলিকে একত্রিত কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও গজেন্দ্র সিং শেখাওয়াত 'ওয়েভস বাজার', ই-মার্কেটপ্লেস-এর উদ্বোধন করলেন
“‘ওয়েভস’ ভারতকে কন্টেন্ট নির্মাণের বৈশ্বিক রাজধানী হিসেবে তুলে ধরবে, এটি ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বমঞ্চে পরিচিত করবে, যা স্বামী বিবেকানন্দের ঐতিহ্যকে প্রতিধ্বনি করবে”::- শ্রী অশ্বিনী বৈষ্ণব
प्रविष्टि तिथि:
27 JAN 2025 7:22PM by PIB Agartala
নয়াদিল্লি, ২৭ জানুয়ারি ২০২৫: “ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল এন্টারটেইনমেন্ট সামিট” অর্থাৎ “ওয়েভস”-এর প্রাক্কালে আজ নয়াদিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগের সূচনা করল তথ্য ও সম্প্রচার মন্ত্রক। অনুষ্ঠানের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার, রেলওয়ে এবং ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব এবং সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব শ্রী সঞ্জয় জাজু, সংস্কৃতি মন্ত্রকের সচিব শ্রী অরুণিশ চাওলা, বিশিষ্ট ভারতীয় চলচ্চিত্র নির্মাতা শ্রী শেখর কাপুর এবং প্রসার ভারতীর সিইও শ্রী গৌরব দ্বিবেদী সহ অন্যরা।

ভারতকে সৃজনশীল অর্থনীতির বৈশ্বিক রাজধানীতে পরিণত করার লক্ষ্যে:
তথ্য ও সম্প্রচার মন্ত্রী উল্লেখ করেছেন যে, প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গিকে প্রতিধ্বনিত করে, যেভাবে ‘ওয়ার্ল্ড অডিও-ভিজ্যুয়াল ও এন্টারটেইনমেন্ট সামিটকে’ তিনি ‘দাভোস অর্থনৈতিক ফোরামের’ অনুরূপ একটি বৈশ্বিক খ্যাতিসম্পন্ন শিখর সম্মেলন হিসেবে প্রতিষ্ঠিত করতে চান, ঠিক সেভাবেই এই ক্ষেত্রের প্রয়াসটি চলছে। আর তা ভারতের সৃজনশীল অর্থনীতিকে উজ্জ্বল করার একটি বৃহত্তর কৌশলের অংশ। যা ঐতিহ্য, কাহিনির উপস্থাপনা এবং সাংস্কৃতিক গুরুত্বে পরিপূর্ণ—এরকম সমস্ত উপাদানগুলির সমন্বয়, যেগুলি বিশ্বব্যাপী 'অরেঞ্জ ইকোনমি' হিসেবে পরিচিত।
তিনি বলেন, "আমাদের সমৃদ্ধ সংস্কৃতি, যা একসময় শিকাগো সম্মেলনের মঞ্চে স্বামী বিবেকানন্দের মাধ্যমে বিশ্ববাসীর কাছে পৌঁছেছিল, তা আজ আমাদের প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে তুলে ধরছেন। তাঁর উদ্যোগ যেমন যোগ, সংস্কৃতি, সৃজনশীলতা, এবং আয়ুর্বেদ এই প্রচেষ্টাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে"। শ্রী অশ্বিনী বৈষ্ণব আরও উল্লেখ করেন যে, "ওয়েভস হচ্ছে এই প্রচেষ্টার একটি সম্প্রসারণ, যার লক্ষ্য ভারতকে সৃজনশীল অর্থনীতিতে বিশ্বের রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করা"।
অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রীরা ওয়েভস বাজার, ৩টি ক্রিয়েট ইন ইন্ডিয়া চ্যালেঞ্জ, ওয়েভস পুরস্কার এবং আরও একটি চ্যালেঞ্জের ঘোষণা করেছেন।
ওয়েভস বাজার: সৃজনশীল অর্থনীতির সম্ভাবনাকে কাজে লাগানো:
এই অনুষ্ঠানে ‘ওয়েভস বাজার-গ্লোবাল ই-মার্কেটপ্লেস’-এর সূচনা করা হয়েছে, যা মূলত একটি উদ্ভাবনী প্ল্যাটফর্ম। যাকে ভারতের বিশাল সৃজনশীল প্রতিভাকে আন্তর্জাতিক বাজারের সাথে সংযুক্ত করার জন্য পরিকল্পিত করা হয়েছে। এই মঞ্চটি ব্যবহারকারীদেরকে তাদের কন্টেন্ট প্রদর্শন, প্রকল্পের উপস্থাপনা এবং নতুন ও অর্থপূর্ণ সংযোগ তৈরি করতে সহায়তা করবে, যা ভৌগোলিক সীমাবদ্ধতাকে অতিক্রম করে এগিয়ে যাবে। এটি বিশ্বব্যাপী ব্যবসায়িক যোগাযোগ সহজ করে, উপযুক্ত সরঞ্জাম ও সহায়তা প্রদান করে, যাতে সৃজনশীলরা এবং ব্যবসার ক্ষেত্রগুলি তাদের পরিসর বাড়াতে পারে এবং নতুন সুযোগ খুঁজে পেতে পারে।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব বলেছেন, ওয়েভস বাজার একটি রূপান্তরকারী প্ল্যাটফর্ম, যা চলচ্চিত্র, টিভি, সংগীত, ই-স্পোর্টস, অ্যানিমেশন, ভিজ্যুয়াল এফেক্টস, গেমিং এবং কমিকসের মতো বিভিন্ন বিনোদন খাতের সৃজনশীলগণ, ক্রেতা এবং সহযোগীদের একত্রিত করবে। এটি ভৌগোলিক ব্যবধান দূর করবে, যাতে সৃজনশীলরা তাদের কাজ প্রদর্শন করতে এবং অর্থপূর্ণ ‘বিজনেস টু বিজনেস যোগাযোগ’ করতে পারে।
‘ওয়েভস বাজার’ ব্র্যান্ড সহযোগিতা, অর্থায়ন এবং বিতরণেও সহায়তা করবে, যাতে নির্মাতারা তাদের ধারণা বাস্তবায়ন করতে প্রয়োজনীয় সহায়তা পেতে পারেন। এই সমন্বিত ই-মার্কেটপ্লেস ভারতীয় সৃজনশীল অর্থনীতির সম্ভাবনাকে কাজে লাগাতে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠবে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে কন্টেন্ট নির্মাতারা তাদের পণ্য, ধারণা এবং দক্ষতা বিপণন করতে সক্ষম হবেন।
ওয়েভস পুরস্কার: সৃজনশীলতা এবং শ্রেষ্ঠত্বের উদযাপন:
ওয়েভস পুরস্কারের মনোনয়ন প্রক্রিয়া শুরু হবে ২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে। বিভিন্ন সৃজনশীল ক্ষেত্রের মধ্যে শ্রেষ্ঠত্ব উদযাপন করার লক্ষ্যে ওয়েভস পুরস্কারে বিভিন্ন ক্যাটাগরি থাকবে, যেমন "গেম অফ দ্য ইয়ার", "ফিল্ম অফ দ্য ইয়ার" এবং "অ্যাডভারটাইজিং ক্যাম্পেইন অফ দ্য ইয়ার"। এই ক্ষেত্রে “বিশেষ নির্বাচিত পুরস্কার”ও থাকবে, যা প্রযুক্তি ও সামাজিক প্রভাবের মতো ক্ষেত্রগুলিতে আজীবন সুকৃতি এবং গুরুত্বপূর্ণ অবদানকে সম্মানিত করবে।

ক্রিয়েট ইন ইন্ডিয়া চ্যালেঞ্জের নতুন তিনটি উদ্যোগ:
অনুষ্ঠানে উল্লেখযোগ্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল “ক্রিয়েট ইন ইন্ডিয়া” চ্যালেঞ্জের অধীনে তিনটি নতুন চ্যালেঞ্জের সূচনা। যেগুলো হচ্ছে, "রেজোনেট: দ্য ইডিএম চ্যালেঞ্জ", "মেক দ্য ওয়ার্ল্ড ওয়্যার খাদি" এবং "বাহ উস্তাদ"।
১) বাহ উস্তাদ:
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দৃষ্টিভঙ্গি থেকে এবং বিখ্যাত "দিল্লি ঘরানা", সংস্কৃতি মন্ত্রক এবং দূরদর্শনের সহযোগিতায় "বাহ উস্তাদ" নামে একটি প্ল্যাটফর্ম প্রদান করা হয়েছে, যেখানে তরুণ-তরুণীরা, শাস্ত্রীয় সংগীতে প্রশিক্ষিত গায়করা তাদের অসাধারণ দক্ষতা প্রদর্শন করতে পারবেন। এটি ১৮ বছর বা তার বেশি বয়সী অংশগ্রহণকারীদের জন্য উন্মুক্ত, যার মধ্যে আন্তর্জাতিক ক্ষেত্র থেকেও অংশগ্রহণের সুবিধা রয়েছে। এটি একটি দুই ধাপের প্রতিযোগিতা, যা “ওয়েভস-২০২৫”-এ একটি গ্র্যান্ড ন্যাশনাল ফিনালের মাধ্যমে সমাপ্ত হবে। এর রেজিস্ট্রেশনের পদ্ধতি প্রসার ভারতীর ওয়েবসাইটে শুরু হয়েছে:
https://prasarbharati.gov.in/wah-ustad/
২) 'মেক দ্য ওয়ার্ল্ড ওয়্যার খাদি':
বিজ্ঞাপনের পেশাজীবী এবং ফ্রিল্যান্সারদের আহ্বান জানাতে এই চ্যালেঞ্জ, যারা খাদিকে একটি বৈশ্বিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে উদ্ভাবনী প্রচারণা তৈরি করবেন। এটি আন্তর্জাতিক অংশগ্রহণের জন্যও উন্মুক্ত। এই চ্যালেঞ্জের লক্ষ্য হল খাদিকে ভারত এবং আন্তর্জাতিকভাবে প্রচার করা। অংশগ্রহণকারীদের বিভিন্ন ফরম্যাটে (যেমন, ডিজিটাল, প্রিন্ট, ভিডিও, এক্সপেরিয়েনশিয়াল) উদ্ভাবনী ডিজাইনের ধারণা অনুসন্ধান করতে হবে। "মেক দ্য ওয়ার্ল্ড ওয়্যার খাদি" সৃজনশীল চিন্তাভাবনা এবং কৌশলগত পদ্ধতির মাধ্যমে খাদির ব্র্যান্ড ইমেজ উন্নত করতে এবং ভোক্তাদের সংযুক্তি বৃদ্ধি করতে উৎসাহিত করবে।
৩) রেজোনেট: দ্য ই.ডি.এম. চ্যালেঞ্জ:
ইন্ডিয়ান মিউজিক অ্যাসোসিয়েশনের (আইএমএ) পক্ষ থেকে আয়োজিত "রেজোনেট" চ্যালেঞ্জটি বিশ্বজুড়ে শিল্পী, সঙ্গীতশিল্পী, সুরকার এবং পারফরমারদের আহ্বান জানাচ্ছে, যাতে তারা তাদের অতুলনীয় প্রতিভা ‘ইলেকট্রনিক ডান্স মিউজিক’ (ই.ডি.এম.) প্রোডাকশনে প্রদর্শন করতে পারেন। এই চ্যালেঞ্জটি সব দেশের নাগরিকদের জন্য উন্মুক্ত।
ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য এবং পর্যটন প্রচারের জন্য নতুন চ্যালেঞ্জ: তথ্য ও সম্প্রচার মন্ত্রী একটি নতুন চ্যালেঞ্জের ঘোষণা করেছেন, যা ভারতীয় চলচ্চিত্র নির্মাতাদেরকে সমৃদ্ধ পর্যটন এবং সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে চলচ্চিত্র তৈরি করার আহ্বান জানাচ্ছে। এই উদ্যোগটি দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক পটভূমি অনুসন্ধান করতে এবং তা জাতীয় এবং আন্তর্জাতিক দর্শকদের সামনে উপস্থাপন করতে চলচ্চিত্র নির্মাতাদের চ্যালেঞ্জ করে। এই চ্যালেঞ্জগুলি সৃজনশীলতা, উদ্ভাবন এবং বৈশ্বিক অংশগ্রহণকে উৎসাহিত করবে।
ওয়েভস: ভারতের সাংস্কৃতিক শক্তির বিশ্বব্যাপী প্রদর্শন:
অনুষ্ঠানে সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত ভারতকে কাহিনি নির্মাতা, সঙ্গীতজ্ঞ, কনটেন্ট ক্রিয়েটরদের প্রাণবন্ত সমাহার এবং ধর্মীয় বৈচিত্র্যের মিশ্রণ হিসেবে বর্ণনা করেছেন। শ্রী শেখাওয়াত বলেন, "আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য কেবল আমাদের অতীতের প্রতিফলন নয়, এটি আমাদের ভবিষ্যতের মেরুদণ্ড, যা বিশ্বমঞ্চে আমাদের অবস্থানকে সুদৃঢ় করবে।” এই সমৃদ্ধ সাংস্কৃতিক পটভূমি ব্যবহার করতে, তথ্য ও সম্প্রচার মন্ত্রক ‘ওয়েভস’ চালু করেছে।
শ্রী শেখাওয়াত বলেন, ভারত যখন অর্থনৈতিক, সামাজিক, এবং প্রযুক্তিগত সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করছে, তখন আমাদের সাংস্কৃতিক শক্তিই আমাদের সবচেয়ে বড় সম্পদ। তথ্য ও সম্প্রচার মন্ত্রককে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ওয়েভস-এর মাধ্যমে ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্য বিশ্বব্যাপী উপযুক্ত স্বীকৃতি পাবে। এর মাধ্যমে সাংস্কৃতিক সৃজনশীল অর্থনীতিকে বিশ্বের আনুষ্ঠানিক অর্থনীতির অঙ্গ হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। এই উদ্যোগটি ‘ওয়েভস’-এর গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে, যা ভারতের সাংস্কৃতিক শক্তিকে প্রদর্শন এবং উন্নীত করতে সাহায্য করবে, এবং আমাদের দেশের সৃজনশীলদের জন্য বিশ্বব্যাপী সম্মান ও স্বীকৃতি অর্জনের একটি ভিত্তি প্রদান করবে।
ক্রিয়েট ইন ইন্ডিয়া চ্যালেঞ্জ:
ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের একটি দিক-নির্দেশক উদ্যোগ “ওয়ার্ল্ড অডিও ভিস্যুয়াল এন্টারটেইনমেন্ট সামিট” (ওয়েভস)-এর মূল স্তম্ভ হিসেবে দাঁড়িয়ে আছে “ক্রিয়েট ইন ইন্ডিয়া” চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটি ভারতের এবং বিশ্বজুড়ে উদীয়মান এবং পেশাদার সৃজনশীলদের কাছ থেকে ইতোমধ্যেই ব্যাপক প্রতিক্রিয়া পেয়েছে। ৭০,০০০-এরও বেশি নিবন্ধন ইতোমধ্যেই হয়ে গেছে এবং এই রেজিস্ট্রেশন চলছে, ফলে সংখ্যা ক্রমেই বাড়ছে। এখন পর্যন্ত ৩১টি “ক্রিয়েট ইন ইন্ডিয়া” চ্যালেঞ্জ চালু করা হয়েছে, যার মধ্যে ২৫টি এখনও নিবন্ধনের জন্য খোলা রয়েছে। তাছাড়া ২২টি চ্যালেঞ্জে বৈশ্বিক অংশগ্রহণও দেখা যাচ্ছে।
ভারত: কাহিনি উপস্থাপনার দেশ:
প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা শেখর কাপুর তাঁর ভাষণে ভারতের অবস্থানকে বিশ্বের সবচেয়ে বড় কনটেন্ট সৃষ্টি এবং উপভোগকারী দেশ হিসেবে উল্লেখ করে বলেন, "ভারত শুধুমাত্র একটি কেন্দ্র নয়, বরং একটি শক্তিশালী সাংস্কৃতিক এবং ডিজিটাল কন্টেন্ট উৎপাদনের উৎস। আর এর বিস্তৃতি চলচ্চিত্র থেকে গেমিং পর্যন্ত ছড়িয়ে আছে। একেই আমরা আমাদের 'সফট পাওয়ার' বলি"। শ্রী কাপুর আগামী ওয়েভস সম্মেলন নিয়ে তার উচ্ছ্বাস প্রকাশ করেন। সম্মেলনে এই বিশাল সৃজনশীল শক্তি প্রদর্শিত হবে, এবং এই ইভেন্টকে তিনি বিশ্বব্যাপী সৃজনশীল অর্থনীতিতে ভারতের নেতৃত্ব প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে চিহ্নিত করেন।
এক দারুণ সুযোগ, যাকে হাতছাড়া করা উচিত নয়:
এই সম্মেলনটি এমন এক ধরনের প্রথম আয়োজন, যা অডিও, ভিডিও এবং বিনোদনকে একক প্ল্যাটফর্মে একত্রিত করছে, এবং এতে বিশ্বব্যাপী সৃজনশীলদের নেটওয়ার্কিং, সহযোগিতা, এবং তাদের সৃজনশীল প্রতিভা প্রদর্শনের জন্য একটি অনন্য সুযোগ প্রদান করছে। শ্রী বৈষ্ণব সমস্ত কন্টেন্ট নির্মাতাদের “ওয়েভস”-এ সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য আহ্বান জানান, এবং বলেন যে, এটি এমন একটি সুযোগ, যা কখনও হাতছাড়া করা উচিত নয়।
***
SKC/ADK/KMD
(रिलीज़ आईडी: 2097240)
आगंतुक पटल : 72
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English