সংস্কৃতি মন্ত্রক
মহাকুম্ভ ২০২৫: কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এলাহাবাদ সংগ্রহশালায় 'ভাগবত' প্রদর্শনীর উদ্বোধন করেছেন
Posted On:
23 JAN 2025 10:58AM by PIB Agartala
নয়াদিল্লি ২৩ জানুয়ারী ২০২৫: কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বুধবার এলাহাবাদ জাদুঘরে ক্ষুদ্র চিত্রকর্মের উপর ভিত্তি করে 'ভাগবত "প্রদর্শনীর উদ্বোধন করেছেন। এ উপলক্ষ্যে তিনি বলেন, প্রত্যেকেই মহাকুম্ভের পবিত্র অনুষ্ঠানকে আরও জাঁকজমকপূর্ণ ও অনন্য করে তোলার চেষ্টা করছেন। প্রয়াগরাজের এই ঐতিহাসিক জাদুঘর দ্বারা পরিচালিত 'ভাগবত "প্রদর্শনীটি এই বিশেষ অনুষ্ঠানকে অনন্য মাত্রায় নিয়ে যাবার একটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা। সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই ঐতিহাসিক মহাকুম্ভ সুমহান হয়ে উঠেছে বলে তিনি মন্তব্য করেন।
কেন্দ্রীয় মন্ত্রী এদিন সংগ্রহশালা চত্বরে শহীদ চন্দ্র শেখর আজাদের মূর্তির প্রতি শ্রদ্ধা জানান। পরে, 'ভাগবত "প্রদর্শনী পরিদর্শন ও পর্যালোচনা করেন তিনি। এই অসাধারণ ব্যবস্থাপনার জন্য সংগ্রহশালার দলকে অভিনন্দন জানান এবং বলেন যে এই ক্ষুদ্র চিত্রগুলি বিশ্ব, মরণোত্তর জীবন, সমাজ, শিল্প এবং সংস্কৃতিকে একত্রে উপস্থাপন করে।
শ্রী শেখাওয়াত আরও বলেন, প্রত্যেকেই মহাকুম্ভের মতো ঐতিহাসিক অনুষ্ঠানকে আরও উজ্জ্বল ও অনন্য করে তোলার চেষ্টা করছেন। প্রয়াগরাজের এই ঐতিহাসিক সংগ্রহশালা দ্বারা পরিচালিত 'ভাগবত প্রদর্শনীর মাধ্যমে এই ব্যতিক্রমী অনুষ্ঠান উপস্থাপনার প্রচেষ্টা অবশ্যই অর্থপূর্ণ। এই প্রদর্শনীর মাধ্যমে মহাকুম্ভ-এর আধ্যাত্মিক তাৎপর্য এবং ভগবান রাম সম্পর্কিত কাহিনী প্রদর্শিত হয়েছে| এই প্রদর্শনী আমাদের দেশে বর্তমান শিল্পের গভীরতাকে বোঝার সুযোগ করে দেয়।
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, কুম্ভ ভারতের বিশাল রূপের এক ঝলক। এটি সমস্ত ধর্মীয় বিশ্বাস, উপাসনা, বিশ্বাস এবং সাংস্কৃতিক মতাদর্শের মানুষকে এক জায়গায় মিলিত করেছে। যাঁরা স্বাধীনতা-পূর্বের বিভিন্ন শাসনের অধীনে ভারতকে বিভিন্ন অংশে বিভক্ত করার কথা বলেন, তাঁদের কাছে কুম্ভ ভারতের ঐক্যের চিরন্তন প্রমাণ। মন্ত্রী আরও উল্লেখ করেন যে, মহাকুম্ভ চলাকালীন কলা গ্রামে 'শাশ্বত কুম্ভ "শীর্ষক একটি প্রদর্শনীর আয়োজন করা হয় , সেখানেও তুলে ধরা হয়েছে কিভাবে কুম্ভ দেশকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করেছে। প্রদর্শনীর উদ্বোধনের পর কেন্দ্রীয় মন্ত্রী প্রদর্শনীর ক্যাটালগও প্রকাশ করেন।
এরপর তিনি আজাদ পথ, ভাস্কর্য আর্ট গ্যালারি এবং টেরাকোটা আর্ট গ্যালারি পরিদর্শন করেন। সংগ্রহশালার অধিকর্তা রাজেশ প্রসাদ এর সমৃদ্ধ ইতিহাস ও সংগ্রহের গুরুত্ব সম্পর্কে তথ্য তুলে ধরেন। কেন্দ্রীয় মন্ত্রী সংগ্রহশালার প্রকাশনা, ত্রৈমাসিক পত্রিকা 'বিবিধ "এবং সংগ্রহশালায় প্রবেশের জন্য একটি বিশেষ মহাকুম্ভ টিকিটও প্রকাশ করেন।
*****
SKC/KG/PS/KMD
(Release ID: 2095491)
Visitor Counter : 7