কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক
কেন্দ্রীয় মন্ত্রিসভা ২০২৫-২৬ মরশুমে কাঁচা পাটের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) অনুমোদন করেছে
Cabinet approves Minimum Support Price (MSP) for Raw Jute for 2025-26 Season
Posted On:
22 JAN 2025 3:10PM by PIB Agartala
নয়াদিল্লি, ২২ জানুয়ারী ২০২৫: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিইএ) ২০২৫-২৬ বিপণন মরশুমের জন্য কাঁচা পাটের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) অনুমোদন করেছে।
২০২৫-২৬ মরশুমে কাঁচা পাটের (টিডি-৩ গ্রেড) ন্যূনতম সহায়ক মূল্য প্রতি কুইন্টালে ৫ হাজার ৬৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর ফলে, সর্বভারতীয় গড়, উৎপাদন ব্যয়ের তুলনায় ৬৬.৮ শতাংশ রিটার্ন নিশ্চিত করবে। ২০২৫-২৬ এর বিপণন মরশুম এর জন্য জন্য কাঁচা পাটের অনুমোদিত এমএসপি ২০১৮-১৯ সালের বাজেটে সরকার ঘোষিত সর্বভারতীয় ওজনযুক্ত গড় উৎপাদন ব্যয়ের কমপক্ষে ১.৫ গুণ ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণের নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ।
২০২৫-২৬ বিপণন মরশুমের জন্য কাঁচা পাটের এমএসপি আগের বিপণন মরশুম ২০২৫-২৬ এর তুলনায় কুইন্টাল প্রতি ৩১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। ভারত সরকার ২০১৪-১৫ সালে কাঁচা পাটের ন্যূনতম সহায়ক মূল্য কুইন্টাল প্রতি ২ হাজার ৪০০ টাকা থেকে বাড়িয়ে ২০২৫-২৬ সালে কুইন্টাল প্রতি ৫ হাজার ৬৫০ টাকা করেছে। অর্থাৎ ২.৩৫ গুন বেড়ে কুইন্টাল প্রতি ৩ হাজার ২৫০ টাকা করা হয়েছে।
২০১৪-১৫ মরশুম থেকে ২০২৪-২৫ মরশুমের মধ্যে পাট চাষীদের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি)-র পরিমাণ ছিল ২৫ হাজার কোটি টাকা। ২০০৪-০৫ মরশুম থেকে ২০১৩-১৪ মরশুম এর মধ্যে ১৩০০ কোটি টাকা দেওয়া হয়েছে।
৪০ লক্ষ কৃষক পরিবারের জীবিকা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পাট শিল্পের উপর নির্ভরশীল। প্রায় চার লক্ষ শ্রমিক পাট কলগুলিতে এবং পাটের বাণিজ্যে সরাসরি কর্মসংস্থান পান। গত বছর ১ লক্ষ ৭০ হাজার কৃষকের কাছ থেকে পাট সংগ্রহ করা হয়েছিল। পাট চাষীদের ৮২ শতাংশ পশ্চিমবঙ্গের এবং বাকি অসম ও বিহারের যারা মোট পাট উৎপাদনের ৯% উৎপাদন করে।
কেন্দ্রীয় সরকারের অধীন জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া (জেসিআই) পাট চাষিদের জন্য মূল্য সহায়তা কার্যক্রম চালিয়ে যাবে এবং এই জাতীয় ক্রিয়াকলাপে যদি কোনও ক্ষতি হয় তবে তা কেন্দ্রীয় সরকার সম্পূর্ণরূপে পরিশোধ করবে।
***
SKC/KG/PS/KMD
(Release ID: 2095329)
Visitor Counter : 74