প্রধানমন্ত্রীর দপ্তর
নেতৃত্বে ও দেশ গঠনে যুবকদের নিয়োজিত করাই বিকশিত ভারত যুব নেতৃত্ব সংলাপ ২০২৫-এর লক্ষ্য: প্রধানমন্ত্রী
Posted On:
10 JAN 2025 12:53PM by PIB Agartala
নয়াদিল্লি, ১০ জানুয়ারী, ২০২৫: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, নেতৃত্বে ও দেশ গঠনে যুবকদের নিয়োজিত করাই বিকশিত ভারত যুব নেতৃত্ব সংলাপ ২০২৫-এর লক্ষ্য।
কেন্দ্রীয় মন্ত্রী শ্রী মনসুখ মান্ডাভিয়া লিখিত 'বিকশিত ভারত যুব নেতৃত্ব সংলাপ ২০২৫' সম্পর্কিত একটি নিবন্ধের প্রতি সাড়া দিয়ে শ্রী মোদী লিখেছেন;
“কেন্দ্রীয় মন্ত্রী, ডাঃ @mansukhmandviya ভারতের ‘জাতীয় যুব উৎসব’-কে পুনর্কল্পিত করেছেন ‘বিকশিত ভারত যুব নেতৃত্ব সংলাপ ২০২৫’ রূপে, নেতৃত্বে ও দেশ গঠনে যুবকদের নিয়োজিত করাই এর লক্ষ্য… লেখাটি পড়ুন!”
https://twitter.com/PMOIndia/status/1877612807887126785
SKC/SRC/KMD
(Release ID: 2091771)
Visitor Counter : 21