উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক
azadi ka amrit mahotsav

উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের (ডোনার) ২০২৪ সালে বিভিন্ন ক্ষেত্র, গৃহীত পদক্ষেপে প্রভূত সাফল্য অর্জন করেছে

Posted On: 24 DEC 2024 7:46PM by PIB Agartala

নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর ২০২৪: উত্তরপূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক বা ডোনার মন্ত্রক (ডেভেলপমেন্ট অফ নর্থ-ইস্টার্ন রিজিওন) ২০২৪ সালে অগ্রগতি ও উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে যার মধ্যে আছে:

১) উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির জন্য অনুমোদিত প্রকল্প:
২০২৪ সালে ১৫ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত মোট ৮৬টি প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যার মোট বরাদ্দ ১৯৭০.৫৪ কোটি টাকা। প্রকল্পগুলোর মধ্যে আছে উত্তর-পূর্ব বিশেষ পরিকাঠামো উন্নয়ন প্রকল্প-সড়ক পরিকাঠামো, উত্তর-পূর্ব বিশেষ পরিকাঠামো উন্নয়ন প্রকল্প-সড়ক, উত্তর-পূর্ব অঞ্চলের জন্য প্রধানমন্ত্রীর উন্নয়ন উদ্যোগ, এনইসি-র প্রকল্প এবং বিশেষ উন্নয়ন প্যাকেজ।

২) উত্তর-পূর্বাঞ্চলের জন্য মোট বাজেট সহায়তার ১০ শতাংশ:
সরকারের বর্তমান নীতি অনুযায়ী, সমস্ত কেন্দ্রীয় মন্ত্রক/বিভাগগুলি (বর্তমানে ৫৪টি) তাদের কেন্দ্রীয় খাতের মোট বাজেট সহায়তা (জিবিএস) এবং উত্তর-পূর্ব অঞ্চলের জন্য কেন্দ্রীয় পৃষ্ঠপোষকতা প্রকল্পগুলির কমপক্ষে ১০% ব্যয় করতে বাধ্য। এই ব্যয় নিশ্চিত করতে মাননীয় মন্ত্রী/সচিব, উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন পর্ষদের স্তরে নিয়মিত ত্রৈমাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। যে মন্ত্রক/বিভাগগুলি তাদের লক্ষ্য অনুযায়ী ব্যয় করতে সক্ষম নয়, তাদের সঙ্গে প্রকল্পগুলির বাস্তবায়ন এবং ব্যয় ত্বরান্বিত করার জন্য আলাদাভাবে বৈঠক করা হচ্ছে।

৩. উত্তর-পূর্বাঞ্চলের ওপর গুরুত্ব—উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে কেন্দ্রীয় মন্ত্রীদের পাক্ষিক সফর:
উত্তর-পূর্বাঞ্চলে উন্নয়নের গতি ত্বরান্বিত করতে এবং এই অঞ্চলে সরকার কর্তৃক বাস্তবায়িত প্রকল্পগুলির কার্যকারিতা সর্বাধিক করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, প্রতি ১৫ দিনে একজন করে কেন্দ্রীয় মন্ত্রী উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য পরিদর্শন করবেন। ডোনার মন্ত্রক ২০১৫ সাল থেকে প্রতি মাসে পর্যায়ক্রমে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলি পরিদর্শনের জন্য কেন্দ্রীয় মন্ত্রীদের মনোনীত করে এই সফরগুলি পরিচালনা ও সমন্বয় করে। ২০১৫-র জানুয়ারি থেকে ২০২৪-র ৩১শে নভেম্বর পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রীরা ৭২৩ বারেরও বেশি উত্তর-পূর্বাঞ্চল সফর করেছেন।

৪. বিভিন্ন টাস্ক ফোর্স গঠনঃ
আগর উড টাস্ক ফোর্স, পর্যটন টাস্ক ফোর্স-এর মত টাস্ক ফোর্স গঠন করা হয়েছে| আগর হল বিশ্বের সবচেয়ে মূল্যবান গাছগুলির মধ্যে একটি, যা ওষুধ এবং সুগন্ধের উদ্দেশ্যে ব্যবহৃত হয়। উত্তর-পূর্বাঞ্চলের আগর গাছ অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য উল্লেখযোগ্য প্রতিশ্রুতি বহন করে। অন্যদিকে বিশ্বব্যাপী পর্যটকদের আকৃষ্ট করতে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে একটি করে বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়ে তোলা এবং উত্তর-পূর্বাঞ্চলে ২০০টি অনন্য পণ্যের জন্য জিআই মর্যাদা প্রতিষ্ঠা করতে আন্তঃমন্ত্রক পর্যটন টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।

৫. বিভিন্ন মূল উদ্যোগঃ
২০২৪ সালের ৫ই ফেব্রুয়ারি নয়াদিল্লির আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রে উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক (ডোনার) উত্তর-পূর্ব সম্মেলনের আয়োজন করে। ২০২৪ এর ৮ ফেব্রুয়ারি ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনের অমৃত উদ্যানে ৪ দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান "বিবিধতা কা অমৃত মহোৎসব"-এর উদ্বোধন করেন। ২৫ ফেব্রুয়ারি, ডোনার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে একটি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) গোলটেবিল বৈঠকের আয়োজন করে। ২৯ সেপ্টেম্বর রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু, হায়দ্রাবাদের রাষ্ট্রপতি নিলয়মে "ভারতীয় কলা মহোৎসব"-এর উদ্বোধন করেন। ১৩ সেপ্টেম্বর উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের সচিবের সভাপতিত্বে "পূর্বোত্তর বিকাশ চিন্তা শিবির" অনুষ্ঠিত হয়। ১৯-২২ সেপ্টেম্বর ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হয়েছিল ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া’র মেগা ইভেন্ট। ৬-৮ ডিসেম্বর ২০২৪ নয়াদিল্লির ভারত মণ্ডপমে প্রথম অষ্টলক্ষ্মী মহোৎসবের আয়োজন করা হয়, যেখানে উত্তর-পূর্ব ভারতের বস্ত্র, পর্যটনের সুযোগ, ঐতিহ্যবাহী কারুশিল্প এবং স্বতন্ত্র ভৌগোলিক নির্দেশক (জিআই) ট্যাগ করা পণ্যগুলি প্রদর্শিত হয়।

৬) উত্তর-পূর্বাঞ্চলে বিনিয়োগের প্রচার:
এই অঞ্চলের বিনিয়োগ ও বাণিজ্য সম্ভাবনা প্রদর্শনের জন্য মন্ত্রক বিনিয়োগ প্রচার কর্মসূচির আয়োজন করছে। কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্র, হস্তশিল্প ও হস্তচালিত তাঁত, পর্যটন ও আতিথেয়তা, তথ্যপ্রযুক্তি ও আই. টি. ই. এস, ক্রীড়া ও বিনোদন, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন এবং স্বাস্থ্য পরিষেবা এই উদ্দেশ্যে চিহ্নিত করা হয়েছে। ইনভেস্টমেন্ট প্রোমোশন এজেন্সি (আইপিএ)-কে শক্তিশালী করার উদ্দেশ্যে এবং উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সরকারগুলিকে তাদের রাজ্যে বিনিয়োগ আকৃষ্ট করা, সহজতর করা এবং বাড়ানোর লক্ষ্য পূরণে সহায়তা করার উদ্দেশ্যে, ডোনার এবং ইনভেস্ট ইন্ডিয়ার মধ্যে একটি সমঝোতাপত্র স্বাক্ষর করেছে।

৭) উত্তর-পূর্বাঞ্চলীয় পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশন (এনইসি প্লেনারী):

২১ শে ডিসেম্বর ২০২৪, উত্তর-পূর্বাঞ্চলীয় কাউন্সিলের পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী এবং এনইসি-র চেয়ারম্যান শ্রী অমিত শাহের পৌরোহিত্যে এই বৈঠক হয়।

৮)আইটি ক্ষেত্র:
১২ জুলাই ২০২৪ উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী উত্তর-পূর্বাঞ্চল কৃষি-পণ্য ই-সংযোগ (এনইআরসিই) অ্যাপ চালু করেন।

৯) “বিচার” শীর্ষক বক্তৃতা:
 উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক ২০২৪ সালের জানুয়ারি থেকে উন্নয়নের উদীয়মান বিষয়গুলি নিয়ে মাসিক ভিত্তিতে “বিচার” শীর্ষক একাধিক বক্তৃতার আয়োজন করছে। বক্তৃতাগুলির লক্ষ্য হল উত্তর-পূর্বাঞ্চলে বিভিন্ন চ্যালেঞ্জ এবং সুযোগ সম্পর্কে উচ্চমানের পারস্পরিক মতের আদানপ্রদান এবং অন্তর্দৃষ্টি প্রদান করা।  

১০) উত্তর-পূর্বাঞ্চলীয় হস্তশিল্প ও হস্তচালিত তাঁত উন্নয়ন নিগম লিমিটেডের (এনইএইচএইচডিসি) সাফল্য:
এনইএইচএইচডিসি উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্যের ৬২৩ জন কারিগর ও তাঁতশিল্পীদের চিহ্নিত ও সংগঠিত করেছে এবং উত্তর-পূর্বাঞ্চলের সমৃদ্ধ কারুশিল্প প্রদর্শন করেছে এবং সম্প্রতি সম্পন্ন হওয়া আত্মনির্ভর ভারত উৎসব, বিবিধতা কা অমৃত মহোৎসব, সুরজকুণ্ড মেলায় তাদের বিপণনের মঞ্চ প্রদান করেছে।

 

ইরি সিল্ক সংস্কৃতির গুরুত্ব তুলে ধরার জন্য, ৭৮ তম স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসাবে, এনইএইচএইচডিসি গুয়াহাটির গারচুক অফিস ক্যাম্পাসে ইরি সিল্ক রিয়ারিং অ্যান্ড প্রোডাকশন এক্সপেরিয়েন্স সেন্টার (ইএসআরপিইসি) উদ্বোধন করেছে। স্বাধীনতা দিবসে এনইএইচএইচডিসি জার্মানি থেকে ইরি সিল্কের জন্য মর্যাদাপূর্ণ “ওয়েকো-টেক্স স্ট্যান্ডার্ড ১০০” শংসাপত্রও পেয়েছে।
গুয়াহাটির গারচুকে একটি এনএবিএল স্বীকৃত টেক্সটাইল টেস্টিং ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে এবং এখান থেকে এখন পর্যন্ত ফাইবার, সুতো এবং ফ্যাব্রিক পরীক্ষার বিষয়ে বেসরকারি ও সরকারি সংস্থাগুলিকে ১২,৯৭১ টি টেস্ট রিপোর্ট সরবরাহ করা হয়েছে।

*** 


 SKC/ ADK


(Release ID: 2087999) Visitor Counter : 7


Read this release in: English