প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

শ্রীলঙ্কার রাষ্ট্রপতির সাথে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

Posted On: 16 DEC 2024 6:15PM by PIB Agartala

নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর ২০২৪:

মহামান্য রাষ্ট্রপতি অনুরা কুমার দিসানায়েক,

উভয় দেশের প্রতিনিধিবৃন্দ,

গণমাধ্যমের বন্ধুগণ,

 শুভেচ্ছা!

আমি রাষ্ট্রপতি দিসানায়েকে-কে ভারতে উষ্ণ অভ্যর্থনা জানাই। আমার আনন্দ লাগছে যে, রাষ্ট্রপতি হিসাবে আপনার প্রথম বিদেশ সফরের জন্য আপনি ভারতকে বেছে নিয়েছেন। আজকের এই সফর আমাদের সম্পর্কের ক্ষেত্রে নতুন গতি ও শক্তি তৈরি করছে। আমরা আমাদের অংশীদারিত্বের জন্য একটি ভবিষ্যৎমুখী পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা আমাদের অর্থনৈতিক অংশীদারিত্বে বিনিয়োগ-ভিত্তিক প্রবৃদ্ধি এবং সংযোগের উপর জোর দিয়েছি। এবং, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, ভৌত, ডিজিটাল এবং শক্তি সংযোগ আমাদের অংশীদারিত্বের গুরুত্বপূর্ণ স্তম্ভ হবে। দুই দেশের মধ্যে বিদ্যুৎ গ্রিড সংযোগ এবং বহুজাতিক পেট্রোলিয়াম পাইপলাইন স্থাপনের কাজ করা হবে। সামপুর সৌর বিদ্যুৎ প্রকল্পকে ত্বরান্বিত করা হবে। এছাড়াও, শ্রীলঙ্কার বিদ্যুৎকেন্দ্রগুলির জন্য এলএনজি সরবরাহ করা হবে। দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রসারে উভয় পক্ষই "ইটিসিএ"র দ্রুত সম্পন্ন করার প্রচেষ্টা চালাবে।

বন্ধুগণ,

ভারত এখনও পর্যন্ত শ্রীলঙ্কাকে ৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের লাইন অফ ক্রেডিট ও অনুদান সহায়তা দিয়েছে। শ্রীলঙ্কার ২৫টি জেলার সবকটিতেই আমাদের সহযোগিতা রয়েছে। এবং আমাদের প্রকল্পগুলির নির্বাচন সবসময় অংশীদার দেশগুলির উন্নয়ন অগ্রাধিকারের উপর ভিত্তি করে হয়েছে । আমাদের উন্নয়নমূলক সহযোগিতাকে আরো এগিয়ে নিয়ে যাবার জন্য, আমরা মহো থেকে অনুরাধাপুরম রেল বিভাগের এবং কানকেসান্থুরাই বন্দর পর্যন্ত সিগন্যালিং ব্যবস্থা পুনরুজ্জীবনের জন্য অনুদান সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। শিক্ষা সহযোগিতার আওতায় আগামী বছর থেকে জাফনা ও পূর্বাঞ্চলীয় প্রদেশের বিশ্ববিদ্যালয়গুলির ২০০ জন শিক্ষার্থীকে মাসিক বৃত্তি দেওয়া হবে। আগামী পাঁচ বছরে শ্রীলঙ্কার ১৫০০ জন সরকারি কর্মচারীকে ভারতে প্রশিক্ষণ দেওয়া হবে। আবাসন, পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং পরিকাঠামোর পাশাপাশি ভারত শ্রীলঙ্কায় কৃষি, দুগ্ধ ও মৎস্যচাষের উন্নয়নেও সহায়তা করবে। শ্রীলঙ্কায় ইউনিক ডিজিটাল আইডেন্টিটি প্রকল্পের ক্ষেত্রেও ভারত অংশীদার হবে।

বন্ধুগণ,

রাষ্ট্রপতি দিসানায়েকে ও আমি এই বিষয়ে একমত যে, আমাদের নিরাপত্তা স্বার্থ পরস্পরের সঙ্গে যুক্ত। আমরা দ্রুত প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছি। হাইড্রোগ্রাফি ক্ষেত্রেও সহযোগিতা করার বিষয়ে একমত হয়েছে। আমরা বিশ্বাস করি যে কলম্বো নিরাপত্তা সম্মেলন আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। এর আওতায় সামুদ্রিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন, সাইবার নিরাপত্তা, পাচার ও সংগঠিত অপরাধের বিরুদ্ধে লড়াই, মানবিক সহায়তা এবং দুর্যোগকালীন ত্রাণের মতো বিষয়গুলিতে সহযোগিতা বাড়ানো হবে।

বন্ধুগণ,

ভারত ও শ্রীলঙ্কার উভয় জনগণের মধ্যে সম্পর্ক আমাদের সভ্যতার সঙ্গে যুক্ত। যখন পালি ভাষাকে ভারতে একটি "ধ্রুপদী ভাষার" মর্যাদায় উন্নীত করা হয়, তখন এটি শ্রীলঙ্কাতেও উদযাপিত হয়েছিল। ফেরি পরিষেবা এবং চেন্নাই-জাফনা বিমান যোগাযোগ পর্যটনকে উৎসাহ দিয়েছে এবং একই সঙ্গে আমাদের সাংস্কৃতিক সম্পর্ককেও শক্তিশালী করেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে নাগাপথিনম এবং কানকেসান্থুরাই ফেরি পরিষেবা সফলভাবে চালু হওয়ার পরে, এখন রামেশ্বরম এবং তালাইমন্নারের মধ্যে ফেরি পরিষেবা চালু করা হবে। 'বৌদ্ধ সার্কিট "এবং শ্রীলঙ্কার' রামায়ণ ট্রেইল"-এর মাধ্যমে পর্যটনের অপরিসীম সম্ভাবনা বাস্তবায়নের কাজও করা হবে।

বন্ধুগণ,

আমরা মৎস্যজীবীদের জীবিকা সম্পর্কিত বিষয়গুলি নিয়েও আলোচনা করেছি। আমরা একমত যে, এই বিষয়ে আমাদের মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাওয়া উচিত। আমরা শ্রীলঙ্কায় পুনর্গঠন ও পুনর্মিলনের বিষয়েও কথা বলেছি। রাষ্ট্রপতি দিসানায়েক তাঁর অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি সম্পর্কে আমাকে বলেছেন। আমরা আশা করি, শ্রীলঙ্কা সরকার তামিলদের আকাঙ্ক্ষা পূরণ করবে। এবং শ্রীলঙ্কার সংবিধানের পূর্ণ বাস্তবায়ন এবং প্রাদেশিক পরিষদ নির্বাচন করার প্রতিশ্রুতি তারা পূরণ করবে।

বন্ধুগণ,

আমি রাষ্ট্রপতি দিসানায়েককে আশ্বস্ত করেছি যে, শ্রীলঙ্কার উন্নয়নে তাঁর প্রচেষ্টায় ভারত বরাবর এক বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অংশীদার হিসাবে পাশে থাকবে। আরও একবার, আমি রাষ্ট্রপতি দিসানায়েক এবং তাঁর প্রতিনিধিদলকে ভারতে স্বাগত জানাই। আমি কামনা করি, তাঁর বোধগয়া সফর আধ্যাত্মিক শক্তি ও অনুপ্রেরণায় পূর্ণ হোক।

অনেক অনেক ধন্যবাদ।

 

SKC/ KG/PKS


(Release ID: 2085085) Visitor Counter : 8


Read this release in: English