প্রধানমন্ত্রীর দপ্তর
গীতা জয়ন্তীতে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
Prime Minister Shri Narendra Modi extends greetings on Gita Jayanti
Posted On:
11 DEC 2024 10:24AM by PIB Agartala
নয়াদিল্লি, ১১ ডিসেম্বর ২০২৪: আজ গীতা জয়ন্তী উপলক্ষ্যে দেশবাসীকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
পবিত্র এই ধর্মগ্রন্থের তাৎপর্যকে তুলে ধরার একটি সংক্ষিপ্ত ভিডিও ক্লিপও শ্রী মোদী শেয়ার করেছেন।
এক এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, "গীতা জয়ন্তী উপলক্ষে সমস্ত দেশবাসীকে জানাই আমার শুভেচ্ছা। এই পবিত্র উৎসব, যা ভারতীয় সংস্কৃতি, আধ্যাত্মিকতা এবং ঐতিহ্যের পথপ্রদর্শক, ধর্মগ্রন্থের সূতিকাগার হিসাবে উদযাপিত হয়, তা প্রত্যেকের কর্মযোগের পথ হওয়া উচিত। জয় শ্রীকৃষ্ণ!"
***
SKC/DM/KMD
(Release ID: 2083560)
Visitor Counter : 6