প্রধানমন্ত্রীর দপ্তর
উত্তর-পূর্বের স্পন্দনশীল বস্ত্রশিল্প ক্ষেত্র, পর্যটনের সুযোগ এবং পরম্পরাগত কারুশিল্পের উদযাপনে দিল্লির অষ্টলক্ষ্মী মহোৎসব: প্রধানমন্ত্রী
Posted On:
08 DEC 2024 1:33PM by PIB Agartala
নয়াদিল্লি, ৮ ডিসেম্বর ২০২৪ঃ কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার লেখা একটি নিবন্ধ শেয়ার করে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মন্তব্য করেছেন যে, উত্তর-পূর্বের প্রাণবন্ত বস্ত্রশিল্প ক্ষেত্র, পর্যটনের সুযোগ এবং ঐতিহ্যবাহী কারুশিল্পের উদযাপনে দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে অষ্টলক্ষ্মী মহোৎসব।
সামাজিক মাধ্যম এক্স-এ প্রধানমন্ত্রীর কার্যালয় একটি পোস্টে লিখেছেঃ
“কেন্দ্রীয় মন্ত্রী @JM_Scindia বিস্তারিতভাবে লিখেছেন যে, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগের মাধ্যমে উত্তর-পূর্ব ভারত উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করছে। উত্তর-পূর্বের প্রাণবন্ত বস্ত্রশিল্প ক্ষেত্র, পর্যটনের সুযোগ এবং পরম্পরাগত কারুশিল্পের উদযাপন হচ্ছে দিল্লির অষ্টলক্ষ্মী মহোৎসবে।”
***
SKC/KG/PS/KMD
(Release ID: 2082231)
Visitor Counter : 18