মন্ত্রীসভার অর্থনীতি বিষয়ক সংক্রান্ত কমিটি (সিসিইএ)
কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশের বিভিন্ন জায়গায় সিভিল/ডিফেন্স সেক্টরের আওতায় ৮৫টি নতুন কেন্দ্রীয় বিদ্যালয় (কেভি) খোলার অনুমোদন দিয়েছ এবং কর্ণাটকের শিবমোগার কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রতিটি ক্লাসে ২টি করে অতিরিক্ত শাখা সম্প্রসারণেরও সিদ্ধান্ত নিয়েছে এরমধ্যে ত্রিপুরার জন্য রয়েছে দুটি নতুন কেন্দ্রীয় বিদ্যালয়
Posted On:
06 DEC 2024 8:01PM by PIB Agartala
নয়াদিল্লি, ৬ ডিসেম্বর ২০২৪: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটির (সিসিইএ) বৈঠকে সারা দেশে সিভিল/ডিফেন্স সেক্টরের অধীনে ৮৫টি নতুন কেন্দ্রীয় বিদ্যালয় (কেভি) খোলার এবং কর্ণাটকের শিবমোগার বর্তমান কেন্দ্রীয় বিদ্যালয়ের সম্প্রসারণের অনুমোদনের সিদ্ধান্ত হয়েছে। এরমধ্যে ত্রিপুরার জন্য রয়েছে দুটি নতুন কেন্দ্রীয় বিদ্যালয়। এদুটি গড়ে উঠবে গোমতী জেলার উদয়পুর ও উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে। শিবমোগায় কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সংখ্যা বৃদ্ধির সুবিধার্থে কেন্দ্রীয় বিদ্যালয়ের সমস্ত ক্লাসে দুটি করে অতিরিক্ত শাখা যোগ করা হবে। এই প্রকল্পটি কেন্দ্রীয় বিদ্যালয় প্রকল্প (সেন্ট্রাল সেক্টর স্কিম)-এর আওতায় বাস্তবায়িত হবে।
এই ৮৫টি নতুন কেভি এবং ১টি বিদ্যমান কেভির সম্প্রসারণের জন্য মোট আনুমানিক প্রয়োজনীয় অর্থের পরিমাণ ৫৮৭২.০৮ কোটি টাকা (প্রায়), যা ২০২৫-২৬ থেকে আট বছরের মধ্যে ব্যয় হবে। এর মধ্যে মূলধনী ব্যয় হবে ২৮৬২.৭১ কোটি টাকা (প্রায়) এবং অপারেশনাল ব্যয় ৩০০৯.৩৭ কোটি টাকা (প্রায়)।
বর্তমানে, ১২৫৬টি কার্যকরী কেভি রয়েছে, যার মধ্যে তিনটি বিদেশে রয়েছে — মস্কো, কাঠমান্ডু এবং তেহরানে এবং এই কেভিগুলিতে মোট আনুমানিক ১৩.৫৬ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছে।
এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রশাসনিক কাঠামো তৈরি করতে হবে, যা একটি পূর্ণাঙ্গ কেভি চালানোর জন্য সংগঠনের দ্বারা নির্ধারিত মানদণ্ড অনুযায়ী পদ সৃষ্টির প্রয়োজনীয়তা নিয়ে আসবে, প্রতিটি কেভি’র ধারণক্ষমতা প্রায় ৯৬০ জন শিক্ষার্থী। সেই হিসেবে, ৯৬০ X ৮৬ = ৮২,৫৬০ জন শিক্ষার্থী এই সুবিধা পাবে। বর্তমানে প্রচলিত মানদণ্ড অনুযায়ী, একটি পূর্ণাঙ্গ কেন্দ্রীয় বিদ্যালয়ে ৬৩ জনের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। সুতরাং, ৮৫টি নতুন কেভি এবং একটি বিদ্যমান কেভির সম্প্রসারণের অনুমোদনের ফলে, সম্প্রসারণে ৩৩টি নতুন পদ যুক্ত হলে, মোট ৫,৩৮৮টি স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি হবে। কেভিগুলিতে বিভিন্ন সুবিধা বাড়ানোর জন্য গৃহীত নির্মাণকার্য এবং সংশ্লিষ্ট কর্মসূচিগুলিতে অনেক দক্ষ এবং অদক্ষ শ্রমিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।
ভারত সরকার ১৯৬২ সালের নভেম্বর মাসে কেন্দ্রীয় সরকারের/ডিফেন্স কর্মচারীদের স্থানান্তরযোগ্য সন্তানদের জন্য সারা দেশে একটি সামঞ্জস্যপূর্ণ মানের শিক্ষা সুবিধা প্রদানের জন্য কেন্দ্রীয় বিদ্যালয় স্কিমটি অনুমোদন করে। এর পরিপ্রেক্ষিতে, “সেন্ট্রাল স্কুলস অর্গানাইজেশন” শুরু হয়, যা ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি ইউনিট হিসেবে কাজ করে। প্রথমে, ১৯৬৩-৬৪ শিক্ষাবর্ষে ২০টি রেজিমেন্টাল স্কুলকে কেন্দ্রীয় স্কুল হিসেবে গ্রহণ করা হয়।
কেন্দ্রীয় বিদ্যালয়গুলি প্রধানত কেন্দ্রীয় সরকারের বদলিযোগ্য ও বদলিযোগ্য নয়, এমন কর্মচারীদের সন্তানদের, প্রতিরক্ষা এবং প্যারামিলিটারী বাহিনীর সদস্যদের সন্তানদের, পাশাপাশি দেশের প্রত্যন্ত এবং অনুন্নত এলাকার মানুষদের সন্তানদের শিক্ষার প্রয়োজনীয়তা পূরণের জন্য প্রতিষ্ঠিত হয়।
জাতীয় শিক্ষা নীতি ২০২০ অনুযায়ী, প্রায় সকল কেন্দ্রীয় বিদ্যালয়কে পিএম শ্রী স্কুল হিসেবে মনোনীত করা হয়েছে, যা এনইপি-২০২০ বাস্তবায়নের প্রতিফলন এবং এই স্কুলগুলো অন্য স্কুলের সামনে এক উদাহরণস্বরূপ হিসেবে কাজ করছে। কেন্দ্রীয় বিদ্যালয়গুলি তাদের মানসম্মত শিক্ষা, উদ্ভাবনী পদ্ধতি এবং আধুনিক পরিকাঠামোর জন্য সবচেয়ে জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম। প্রতি বছর কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে ভর্তির জন্য আবেদনকারীর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সিবিএসই কর্তৃক পরিচালিত বোর্ড পরীক্ষাগুলিতে বরাবরই সর্বোচ্চ ফলাফল অর্জন করছে।
৮৬টি (৮৫টি নতুন এবং ১টি বিদ্যমান) কেন্দ্রীয় বিদ্যালয়ের তালিকা::
রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল
(ইউটি)
|
ক্রম
|
প্রস্তাবিত নাম
|
অন্ধ্রপ্রদেশ
|
১
|
অনাকাপল্লে, জেলা অনাকাপল্লে
|
অন্ধ্রপ্রদেশ
|
২
|
ভলাসাপল্লে গ্রাম, মাদানাপল্লে মণ্ডল, জেলা চিত্তূর
|
অন্ধ্রপ্রদেশ
|
৩
|
পালাসমুদ্রম গ্রাম, গোরন্তলা মণ্ডল, জেলা শ্রী সত্ত্য সাই
|
অন্ধ্রপ্রদেশ
|
৪
|
তাল্লাপল্লি গ্রাম, মাচেরলা মণ্ডল, জেলা গুন্টুর
|
অন্ধ্রপ্রদেশ
|
৫
|
নন্দিগামা, জেলা কৃষ্ণ
|
অন্ধ্রপ্রদেশ
|
৬
|
রোমপিচেরলা গ্রাম, নারাসরাপেট ডিভিশন, জেলা গুন্টুর
|
অন্ধ্রপ্রদেশ
|
৭
|
নুজভিড, জেলা কৃষ্ণ (এখন এলুরু জেলা)
|
অন্ধ্রপ্রদেশ
|
৮
|
ধোনে, জেলা নন্দ্যাল
|
আরুণাচল প্রদেশ
|
৯
|
পিটাপুল, লোয়ার সুভানসিরি
|
অসম
|
১০
|
জগিরোড, জেলা মোরিগাঁও
|
ছত্তিশগড়
|
১১
|
মুঙ্গেলি, জেলা-মুঙ্গেলি
|
ছত্তিশগড়
|
১২
|
সুরজপুর, জেলা সুরজপুর
|
ছত্তিশগড়
|
১৩
|
বেমেতারা জেলা, ছত্তিশগড়
|
ছত্তিশগড়
|
১৪
|
হাসৌদ, জেলা জানজগিরচাম্পা
|
গুজরাট
|
১৫
|
চক্কারগড়, জেলা অমরেলি
|
গুজরাট
|
১৬
|
অগ্নজ, জেলা আহমেদাবাদ
|
গুজরাট
|
১৭
|
ভেরাবল, জেলা গির-সোমনাথ
|
হিমাচল প্রদেশ
|
১৮
|
রিরি কুথেরা, জেলা কঙ্গড়া
|
হিমাচল প্রদেশ
|
১৯
|
গোকুলনগর, উপারভঞ্জাল, জেলা- উনা
|
হিমাচল প্রদেশ
|
২০
|
নন্দপুর, জেলা উনা
|
হিমাচল প্রদেশ
|
২১
|
থুনাগ, জেলা মাণ্ডি
|
জম্মু ও কাশ্মীর(ইউটি)
|
২২
|
গুল, জেলা রামবান
|
জম্মু ও কাশ্মী (ইউটি)
|
২৩
|
রামবান, জেলা রামবান
|
জম্মু ও কাশ্মী (ইউটি)
|
২৪
|
বানী, জেলা কাঠুয়া
|
জম্মু ও কাশ্মী (ইউটি)
|
২৫
|
রামকোট, জেলা কাঠুয়া
|
জম্মু ও কাশ্মী (ইউটি)
|
২৬
|
রেয়সি, জেলা রেয়সি
|
জম্মু ও কাশ্মী (ইউটি)
|
২৭
|
কাটরা (কাকরিয়াল), জেলা রেয়সি
|
জম্মু ও কাশ্মী (ইউটি)
|
২৮
|
রতনিপোরা, জেলা পুলওয়ামা
|
জম্মু ও কাশ্মী (ইউটি)
|
২৯
|
গালান্দার (চন্দরা), জেলা পুলওয়ামা
|
জম্মু ও কাশ্মী (ইউটি)
|
৩০
|
মুঘল মাইদান, জেলা কিষ্ঠওয়ার
|
জম্মু ও কাশ্মী (ইউটি)
|
৩১
|
গুলপুর, জেলা পুঞ্চ
|
জম্মু ও কাশ্মী (ইউটি)
|
৩২
|
ড্রাগমুল্লা, জেলা কুপওয়ারা
|
জম্মু ও কাশ্মী (ইউটি)
|
৩৩
|
বিজয়পুর, জেলা সাম্বা
|
জম্মু ও কাশ্মী (ইউটি)
|
৩৪
|
পঞ্চরি, জেলা উদমপুর
|
ঝাড়খণ্ড
|
৩৫
|
বারওয়াদিহ, জেলা লাথেহার (রেলওয়ে)
|
ঝাড়খণ্ড
|
৩৬
|
ধানওয়ার ব্লক, জেলা গিরিডি
|
কর্ণাটক
|
৩৭
|
মুদনাল গ্রাম, ইয়াদগিরি জেলা
|
কর্ণাটক
|
৩৮
|
কুঞ্চিগানাল গ্রাম, জেলা চিত্রদুর্গ
|
কর্ণাটক
|
৩৯
|
এলারগি (ডি) গ্রাম, সিন্দানুর তালুক, জেলা রাইচুর
|
কেরালা
|
৪০
|
থোডুপুঝা, জেলা ইদ্দুকি
|
মধ্যপ্রদেশ
|
৪১
|
আশোক নগর, জেলা- আশোক নগর
|
মধ্যপ্রদেশ
|
৪২
|
নাগদা, জেলা উজ্জৈন
|
মধ্যপ্রদেশ
|
৪৩
|
মাইহার, জেলা সাতনা
|
মধ্যপ্রদেশ
|
৪৪
|
তিরোদি, জেলা বালাঘাট
|
মধ্যপ্রদেশ
|
৪৫
|
বারঘাট, জেলা সিওনি
|
মধ্যপ্রদেশ
|
৪৬
|
নিয়াবরি, জেলা নিয়াবরি
|
মধ্যপ্রদেশ
|
৪৭
|
খাজুরাহো, জেলা ছত্রপুর
|
মধ্যপ্রদেশ
|
৪৮
|
ঝিঞ্জহরি, জেলা কাটনি
|
মধ্যপ্রদেশ
|
৪৯
|
সাবলগড়, জেলা মোরেনা
|
মধ্যপ্রদেশ
|
৫০
|
নরসিংহগড়, জেলা রাজগড়
|
মধ্যপ্রদেশ
|
৫১
|
সিএপিটি (সেন্ট্রাল অ্যাকাডেমি পুলিশ ট্রেনিং) ভোপাল, কানহাসইয়া
|
মহারাষ্ট্র
|
৫২
|
আকোলা, জেলা আকেোলা
|
মহারাষ্ট্র
|
৫৩
|
এনডিআরএফ ক্যাম্পাস, সুদুম্বরে, পুনে
|
মহারাষ্ট্র
|
৫৪
|
নাচানে, জেলা রতনগিরি
|
এনসিটি দিল্লি (ইউটি)
|
৫৫
|
খাজুরি খাস জেলা- উত্তর পূর্ব দিল্লি
|
ওড়িশা
|
৫৬
|
রেলওয়ে তিতলগড়, জেলা বলাঙ্গির
|
ওড়িশা
|
৫৭
|
পটনগড়, জেলা বলাঙ্গির
|
ওড়িশা
|
৫৮
|
আইটিবিপি খুরদা, জেলা খুরদা
|
ওড়িশা
|
৫৯
|
অত্রমালিক, জেলা আংগুল
|
ওড়িশা
|
৬০
|
কুচিন্দা, জেলা সাম্বলপুর
|
ওড়িশা
|
৬১
|
ডেঙ্কানাল (কামাখ্যানগর)
|
ওড়িশা
|
৬২
|
জয়পুর, কোরাপুট জেলা
|
ওড়িশা
|
৬৩
|
তলচের, জেলা আংগুল
|
রাজস্থান
|
৬৪
|
এএফএস ফালোদি, জেলা যোধপুর
|
রাজস্থান
|
৬৫
|
বিএসএফ সতরণা, জেলা শ্রীগঙ্গানগর
|
রাজস্থান
|
৬৬
|
বিএসএফ শ্রীকরণপুর, জেলা শ্রীগঙ্গানগর
|
রাজস্থান
|
৬৭
|
হিন্দাউন সিটি, জেলা কারৌলি
|
রাজস্থান
|
৬৮
|
মেরটা সিটি, জেলা নগৌর
|
রাজস্থান
|
৬৯
|
রাজসমন্দ জেলা রাজসমন্দ
|
রাজস্থান
|
৭০
|
রাজগড়, জেলা আলওয়ার
|
রাজস্থান
|
৭১
|
ভীম, জেলা রাজসমন্দ
|
রাজস্থান
|
৭২
|
মহওয়া, জেলা দৌসা
|
তামিলনাড়ু
|
৭৩
|
থেনি, জেলা থেনি
|
তামিলনাড়ু
|
৭৪
|
পিল্লাইয়ারপট্টি, জেলা থানজাবুর
|
ত্রিপুরা
|
৭৫
|
উদয়পুর, গোমতী জেলা
|
ত্রিপুরা
|
৭৬
|
ধর্মনগর, উত্তর ত্রিপুরা জেলা
|
উত্তরপ্রদেশ
|
৭৭
|
পয়াগপুর, জৌনপুর জেলা
|
উত্তরপ্রদেশ
|
৭৮
|
মহারাজগঞ্জ, জেলা মহারাজগঞ্জ
|
উত্তরপ্রদেশ
|
৭৯
|
বিজনোর, জেলা বিজনোর
|
উত্তরপ্রদেশ
|
৮০
|
চান্দপুর, জেলা আযোধ্যা
|
উত্তরপ্রদেশ
|
৮১
|
কনৌজ, জেলা কানৌজ
|
উত্তরাখন্ড
|
৮২
|
নরেন্দ্র নগর, জেলা তেহরি গড়ওয়াল
|
উত্তরাখন্ড
|
৮৩
|
দ্বারাহাট, জেলা আলমোড়া
|
উত্তরাখন্ড
|
৮৪
|
কোটদ্বার, জেলা পৌরী গড়ওয়াল
|
উত্তরাখন্ড
|
৮৫
|
মদন নেগি, জেলা তেহরি গড়ওয়াল
|
শিবমোগার বর্তমান কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রতি ক্লাসে ২টি করে অতিরিক্ত শাখা সম্প্রসারণ
|
কর্ণাটক
|
৮৬
|
কেভি শিবমোগ্গা, জেলা শিবমোগ্গা
|
***
SKC/ADK/KMD
(Release ID: 2081800)
|