সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক
azadi ka amrit mahotsav

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২৪-এ, ভারত জুড়ে দিব্যাঙ্গজনদের ক্ষমতায়নের জন্য ১৬টি যুগান্তকারী উদ্যোগের সূচনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ বীরেন্দ্র কুমার

On the International Day of Persons with Disabilities 2024, Union Minister Dr. Virendra Kumar launches 16 groundbreaking initiatives to empower Divyangjans across India

Posted On: 03 DEC 2024 3:48PM by PIB Agartala

নয়াদিল্লি, ০৩ ডিসেম্বর ২০২৪, পিআইবি।। ভারত জুড়ে দিব্যাঙ্গজনদের ক্ষমতায়নের জন্য ১৬টি যুগান্তকারী উদ্যোগের সূচনা করে আন্তর্জাতিক প্রতিবন্ধী ক্ষমতায়ন দিবস ২০২৪ উদযাপন করেছে সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের (এমওএসজেই) অধীনস্থ দিব্যাঙ্গজন ক্ষমতায়ন বিভাগ (ডিইপিডাব্লুডি)। আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ডঃ বীরেন্দ্র কুমার এই প্রকল্পগুলির উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তা, অংশীদার এবং  দিব্যঙ্গ ক্ষেত্রে কর্মরত সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দিব্যাঙ্গজন শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শন করেন।

এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ডঃ বীরেন্দ্র কুমার বলেন, "এই স্মরণীয় অনুষ্ঠানটি একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে আমাদের অবিচল উৎসর্গীকৃত থাকার প্রতিফলন। এইসব উদ্যোগের মধ্য দিয়ে প্রত্যেক দিব্যাঙ্গজনের জন্য সমান সুযোগ-সুবিধা প্রদান এবং ক্ষমতায়ন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। এই বিভাগটি দিব্যাঙ্গজনদের অধিকার ও মর্যাদা বজায় রাখার লক্ষ্যে অবিচল রয়েছে এবং ভারতকে সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক এবং অ্যাক্সেসযোগ্য সমাজ  গঠনের কাছাকাছি স্তরে নিয়ে যাচ্ছে।

দিব্যাঙ্গজনদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ও ক্ষমতায়িত সমাজ গঠনে সরকারের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে সচিব (ডিইপিডব্লিউডি) শ্রী রাজেশ আগরওয়াল বলেন, " দিব্যঙ্গ ব্যক্তিদের কাছে সর্ব ক্ষেত্র পৌঁছানোর প্রক্রিয়ায় অগ্রগতি থেকে শুরু করে কর্মসংস্থানের যোগ্যতা বাড়ানোর প্রতিটি পদক্ষেপের সামনে আসা বাধাগুলি দূর করতে এবং সুযোগের নতুন পথ খোলার জন্য আমাদের সংকল্পের প্রতিফলন এইসব উদ্যোগ। এই উদ্যোগগুলি সরকারের সমতাভিত্তিক ভারতের দৃষ্টিভঙ্গিকে মূর্ত করে, যেখানে প্রত্যেক ব্যক্তি, ক্ষমতা নির্বিশেষে, মর্যাদা ও স্বনির্ভরতার জীবনযাপন করতে পারে।

উদ্যোগগুলির প্রধান বিষয়গুলির মধ্যে রয়েছে:

সুগম্য ভারত অভিযান:  অডিটরদের তালিকাভুক্তির জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করা হয়েছে, যা অন্তর্ভুক্তিমূলক পরিকাঠামো তৈরি করতে সরকারের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করেছে। দিব্যাঙ্গজনদের সমিতির সাথে অংশীদারিত্বে উদ্যোগ, যেখানে দিব্যাঙ্গজনরা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বা এআই-সক্ষম "ইয়েস টু অ্যাক্সেস" অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে পাবলিক স্পেসগুলির অ্যাক্সেসযোগ্যতা মূল্যায়ন করবে।

সুবিধা গ্রহণের পথ–পর্ব ৩ সংকলন: সিরিজের তৃতীয় কিস্তিতে দিব্যাঙ্গজনদের জন্য কর্মসংস্থান, আর্থিক পরিষেবা এবং স্বাস্থ্যসেবা সম্পর্কিত মূল সরকারী দলিলগুলি তুলে ধরা হয়েছে, তাদের জ্ঞান এবং সংস্থানগুলিতে সুবিধা প্রদানের মাধ্যমে ক্ষমতায়ন করা হয়েছে।

উচ্চ-শক্তির চশমা: সিএসআইআর-সিএসআইও কর্তৃক তৈরি করা এই চশমাগুলি কম দৃষ্টিশক্তিযুক্ত ব্যক্তিদের চাহিদাকে পূরণ করে, উচ্চতর অপটিক্যাল স্বচ্ছতা প্রদান করে এবং জীবনের মান উন্নত করে।

দিব্যশা ই-কফি টেবিল বুক: আলিমকোর ৫০ বছরের যাত্রা স্মরণে চালু হওয়া ই-বুকটি দিব্যাঙ্গজনদের সহায়ক ডিভাইস সরবরাহে অনুপ্রেরণামূলক গল্প এবং কৃতিত্বকে তুলে ধরছে।

কদম হাঁটু জয়েন্ট: আইআইটি মাদ্রাজ এবং এসবিএমটি কর্তৃক উন্নত একটি দেশীয় উদ্ভাবন, বর্ধিত গতিশীলতা এবং স্থায়িত্বকে সরবরাহ করেছে, সহায়ক প্রযুক্তির একটি বড় সাফল্য হিসাবে চালু করা হয়েছে।

অন্যান্য উদ্যোগের মধ্যে রয়েছে সচেতনতা সৃষ্টি এবং প্রচার পোর্টাল উদ্বোধন; অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রচারের জন্য ব্রেইল, অডিও এবং বড় মুদ্রণ বিন্যাসে ২১ টি অ্যাক্সেসযোগ্য বই চালু করা হয়েছে; স্ট্যান্ডার্ড ভারতী ব্রেইল কোড: ১৩ টি ভারতীয় ভাষায় প্রমিত ব্রেইল লিপির জন্য একটি খসড়া চালু করা হয়েছে; তেমনি ব্রেইল বই পোর্টাল- অন্তর্ভুক্তিমূলক শিক্ষাকে উৎসাহিত করতে ব্রেইল বই তৈরির জন্য একটি অনলাইন সাবমিশন পোর্টাল উন্মোচন করা হয়েছে।

এছাড়াও, এমপ্লয়াবিলিটি স্কিলস বুক ১১ টি ভারতীয় ভাষায় প্রকাশিত হয়েছে, এই বইটি দিব্যাঙ্গজনদের জন্য শিক্ষা এবং কর্মসংস্থানের মধ্যেকার দূরত্বের মধ্যে সেতুবন্ধন করছে।

ইনফোসিস স্প্রিংবোর্ড দক্ষতা প্রোগ্রাম ভারত জুড়ে বধির শিক্ষার্থীদের সহায়তা করার জন্য উন্মোচন করা হয়েছে। ইনফোসিস স্প্রিংবোর্ডে ইউনিকি চ্যানেলের মাধ্যমে দেওয়া কোর্সগুলি লক্ষ লক্ষ তরুণ বধির শিক্ষার্থীদের বিভিন্ন ক্ষেত্র জুড়ে দক্ষতা বিকাশ এবং বিপণনযোগ্য দক্ষতা অর্জনে সক্ষম করেছে।

শ্রবণ দিব্যাঙ্গজনদের জন্য গুগল এক্সটেনশন: সাইনআপ মিডিয়া এবং ইউনিকি ভারতে বধির সম্প্রদায়ের জন্য বিনোদন, তথ্য এবং শিক্ষামূলক মিডিয়াতে সাইন ল্যাঙ্গুয়েজ যোগাযোগের সবচেয়ে শক্তিশালী, নির্ভরযোগ্য, অ্যাক্সেসযোগ্য উৎস সরবরাহ করতে অংশীদারিত্ব করছে।

ই-সানিধ্যা পোর্টাল: টাটা পাওয়ার কমিউনিটি ডেভেলপমেন্ট ট্রাস্ট এবং এনআইইপিআইডি, সেকেন্দ্রাবাদ দ্বারা প্রবর্তিত, টাটা ই-সানিধ্যা নিউরো-ডাইভারসিটি প্ল্যাটফর্ম একটি বিশেষ অনলাইন এবং অফলাইন (ডিজিটাল) পরিষেবা যা নিউরো-বৈচিত্র্য অবস্থার সাথে বিশেষত অটিজমে আক্রান্তদের সহায়তা করার জন্য ডিজাইন করা হয়েছে।  

 

***

SKC/DM/KMD


(Release ID: 2080482) Visitor Counter : 16


Read this release in: English