তথ্য ও সম্প্রচার মন্ত্রক"
‘সফরনামা’র আবরণ উন্মোচনের মধ্য দিয়ে ইফ্ফিয়েস্তা ‘সফরে’র সূচনা
‘আমরা যখন স্বাধীন ছিলাম না, তখন থেকেই চলচ্চিত্র নির্মাণ শুরু করে দিয়েছিলাম
এটাই আমাদের সমৃদ্ধ ঐতিহ্যের কথা জানান দেয়। আর এখানে আমরা সেটাই বিশেষ করে পড়ুয়াদের জন্য তুলে ধরছি’ বললেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব শ্রী সঞ্জয় জাজু
চলচ্চিত্রে ভাষা কোন ব্যবধানের বিষয় নয়। দক্ষিণ ভারতে আমরা এরকমটাই ভাবি , বললেন শ্রী আক্কিনেনি নাগার্জুনা রাও
Posted On:
21 NOV 2024 1:09PM by PIB Agartala
#IFFIWood, গোয়া, নয়াদিল্লি, ২১ নভেম্বর,২০২৪: ভারতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআই)-র পঞ্চান্নতম পর্বে বিনোদনের কেন্দ্রবিন্দুতে সঙ্গীত, শিল্পকলা এবং সংস্কৃতিকে নিয়ে আসার প্রতিশ্রুতিকে মনে করিয়ে ২১ নভেম্বর,২০২৪-এ শুরু হলো ‘সফরনামা:ভারতীয় চলচ্চিত্রের বিবর্তন’শীর্ষক প্রদর্শনী। উদ্বোধকের তালিকায় ছিলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব শ্রী সঞ্জয় জাজু এবং বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক শ্রী আক্কিনেনি নাগার্জুনা রাও। গোয়ায় পানাজির কলা আকাদেমিতে চলছে এই প্রদর্শনী। এই বহুমাধ্যম প্রদর্শনীর আয়োজক কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন। ভারতের সমৃদ্ধ চলচ্চিত্র ঐতিহ্য এবং ইতিহাস সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এই প্রদর্শনীর আয়োজন।
উদ্বোধকের বক্তব্যে শ্রী জাজু ঔপনিবেশিক শাসনে ভারতে তৈরি প্রথম ছবি ‘রাজা হরিশ্চন্দ্র’ নির্মাণের কথা তুলে ধরে সেই ঐতিহ্য আজও অব্যাহত আছে বলে জানান। আইএফএফআইতে এই আয়োজনের মাধ্যমে একদিকে যেমন সেই সমৃদ্ধ ঐতিহ্যকে কুর্ণিশ জানানোর প্রয়াস নেওয়া হয়েছে, অপরদিকে নবীন পড়ুয়াদের চলচ্চিত্র শিল্পের সমৃদ্ধি এবং মূল্যবোধের উত্তরাধিকার সম্পর্কে আগ্রহী করে তোলাও এক অন্যতম উদ্দেশ্য।
বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী শ্রী নাগার্জুনা সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপচারিতায় সানন্দে জানান যে, ভারতীয় ছবি মানে কোন ভাষার ব্যবধান সেখানে তুচ্ছ। তিনি এই ভাবনার উত্তরাধিকার তাঁর বাবা চলচ্চিত্র কিংবদন্তি আক্কিনেনি নাগেশ্বরা রাও, শতবর্ষ পেরোনো অন্য কিংবদন্তি প্রয়াত রাজ কাপুর, প্রয়াত মহম্মদ রফি, প্রয়াত তপন সিংহদের কাছ থেকে অর্জন করেছেন।
সফরনামা প্রদর্শনীতে এই চারজন চলচ্চিত্র কিংবদন্তির নামে চারটে গ্যালারি সাজানো রয়েছে। ২৮ নভেম্বর,২০২৪ পর্যন্ত সেখানে উপস্থিত দর্শক, বিশেষ করে নবীন প্রজন্মের প্রতিনিধিরা এই প্রদর্শনীতে চারজন কিংবদন্তির অনন্য উৎকর্ষের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি চলচ্চিত্র শিক্ষার অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।
এই প্রদর্শনীর সঙ্গে কেটিবি-ভারত হ্যায় হাম,অ্যানিমেশন সিরিজ দ্বিতীয় মরশুমেরও সূচনা হয় এই উৎসবে। এতে দূরদর্শন, আকাশবাণীসহ বিভিন্ন মাধ্যমে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে এই অ্যানিমেশন সিরিজ আগামী পয়লা ডিসেম্বর থেকে প্রচারিত হবে। এই সিরিজ বারোটি ভারতীয় ভাষা এবং সাতটি আন্তর্জাতিক ভাষায় বিশ্বের ১৫০টি দেশে দেখতে ও শুনতে পাওয়া যাবে।
এই উদ্বোধনী পর্বে দূরদর্শনের ঐতিহ্য এবং প্রসার ভারতীর নতুন ওটিটি উদ্যোগের ভবিষ্যৎ ঘিরে সিগনেচার সঙ বা পরিচয় জ্ঞাপক সঙ্গীতেরও সূচনা হয়। অনুষ্ঠানে প্রসার ভারতীর সিইও শ্রীগৌরব দ্বিবেদী, সিবিসির মহানির্দেশক শ্রী যোগেশ বাওয়েজা, প্রদর্শনীর নির্মাতা গ্রাফিত্তি স্টুডিওর শ্রী মুঞ্জাল শ্রফ এবং শ্রীতিলক শেট্টি, নেটফ্লিক্স ইণ্ডিয়ার জননীতি সংক্রান্ত অধিকর্ত্রী শ্রীমতী মহিমা কৌল এবং প্রাইম ভিডিওর পক্ষে শ্রীমতীশিলাঙ্গী মুখার্জী প্রমুখ উপস্থিত ছিলেন।
For further reading:
***
SKC/ SB/PKS/KMD
(Release ID: 2075899)
Visitor Counter : 4