তথ্য ও সম্প্রচার মন্ত্রক"
প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভস পরিচ্ছন্ন পারিবারিক বিনোদন প্রদান করবেঃ শ্রী নবনীত কুমার সেহগাল, চেয়ারম্যান, প্রসার ভারতী
ওয়েভস সকলের জন্য বিষয়বস্তু সরবরাহ করে; ভারতীয় এবং যারা তাদের ভারতীয় শিকড়ের সাথে সংযুক্ত থাকতে চায় তাদের জন্যঃ গৌরব দ্বিবেদী, সিইও, প্রসার ভারতী
Posted On:
21 NOV 2024 12:58PM by PIB Agartala
নয়াদিল্লি, ২১ নভেম্বর ২০২৪: গোয়ায় আইএফএফআই-এর ৫৫তম সংস্করণে 'ওয়েভস ওটিটি "শীর্ষক এক সংবাদ সম্মেলনে প্রসার ভারতীর চেয়ারম্যান নবনীত কুমার সেহগাল বলেন," জাতীয় সম্প্রচারক হিসেবে আমাদের কর্তব্য যে একটি পরিচ্ছন্ন পারিবারিক বিনোদন সমাজের সকল স্তরের কাছে পৌঁছে দেওয়া। প্রসার ভারতীর একটি ওটিটি প্ল্যাটফর্ম থাকার স্পষ্ট প্রয়োজন অনুভূত হয়েছিল যার ফলে ওয়েভস চালু হয়েছিল। তিনি আরও বলেন, সংবাদ, খেলাধুলার পাশাপাশি নাগরিকদের জন্য সমসাময়িক বিষয়ের কর্মসূচিও নিশ্চিত করতে হবে। শ্রী সেহগাল আরও বলেন, এই মঞ্চে ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও ইতিহাস তুলে ধরা হবে। তিনি জানান, কয়েকটি প্রধান বিষয়বস্তু ছাড়া ওয়েভস ওটিটি ডাউনলোড এবং এর বিষয়বস্তু দেখার জন্য কোনও মূল্য প্রদান করতে হবে না।
প্রসার ভারতীর সিইও গৌরব দ্বিবেদী বলেন, "পাবলিক ব্রডকাস্টারকে সমস্ত প্ল্যাটফর্মে উপস্থিত থাকার প্রয়োজন রয়েছে কারণ আমাদের বিশাল দেশ জুড়ে দর্শকদের জন্য তথ্য এবং বিষয়বস্তু উপলব্ধ করতে হবে"। তিনি আরও বলেন, সমস্ত ভারতীয়দের জন্য এই মাধ্যমটি সেই সমস্ত মানুষের জন্য অত্যন্ত কার্যকর হবে, যাঁরা তাঁদের মূল ভিত্তি থেকে দূরে সরে গিয়েছেন অথচ তারা তাঁদের নিজস্ব সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকতে চান।
WAVES OTT পাওয়া যাবে 'ফৌজি ২.০'
'ফৌজি ২.০, ১৯৮০-এর দশকের শাহরুখ খানের আইকনিক শো 'ফৌজি'-র একটি আধুনিক রূপান্তর। এই ছবির প্রযোজক সন্দীপ সিং, প্রধান অভিনেতা গওহর খান, ভিকি জৈন এবং অভিনেতা ও কলাকুশলীরাও সংবাদ সম্মেলনে অংশ নেন। এই নতুন প্রকল্প সম্পর্কে কথা বলতে গিয়ে অভিনেতা গওহর খান বলেন, "ফৌজি ২.০ এমন সব মানুষের জীবনশৈলী প্রদর্শিত করে যারা ভারতের প্রতিনিধিত্ব করে মানুষকে রক্ষা করে।" দূরদর্শন সম্পর্কে কথা বলতে গিয়ে অভিনেতা ভিকি জৈন বলেন ডিডি-র সমস্ত অনুষ্ঠানই নিজেদের জন্য ব্র্যান্ড। তিনি আরও বলেন, আমরা অনেকেই মহামারীর সময় পরিবারের সঙ্গে রামায়ণ ও মহাভারত দেখেছি। তিনি বলেন, ডিডি সেই দর্শকদের কাছে পৌছায় করে যাদের কেবল টিভি এখন অব্দি পৌছায়নিই 'মেরি কম ",' আলিগড়" এবং 'সরবজিত "-এর মতো চলচ্চিত্র নির্মাণের জন্য সুপরিচিত সন্দীপ সিং বলেন, ডিডি-র প্ল্যাটফর্মে নিজের যে কোন অনুষ্ঠান প্রদর্শিত হওয়া সম্মানের বিষয়।
ডিডি ন্যাশনাল-এ শুরু হওয়া নতুন অরিজিনাল শো 'কাকভুশুন্দি রামায়ণ "ও ওয়েভস ওটিটিতে পাওয়া যাবে
প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক রামানন্দ সাগরের নাতি শিব সাগরও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। তিনি বলেন এই মহাকাব্যিক সিরিজটি কীভাবে তরুণ দর্শকদের মুগ্ধ করবে সে সম্পর্কে তাঁর মতামত ব্যক্ত করেন। কীভাবে সারা বিশ্ব থেকে রামায়ণের ৩৫০টিরও বেশি সংস্করণ নিয়ে গবেষণা করে 'কাকভূষণ্ডি রামায়ণ' তৈরি করা হয়েছিল সেই বিষয়টিও তিনি উল্লেখ করেছেন। তিনি আরও বলেন, " এই সংস্করনে সেরা গল্পগুলি নেওয়া হয়েছে এবং নতুন পদ্ধতিতে চিত্রিত করা হয়েছে।" ওয়েভস ওটিটি সম্পর্কে শ্রী শিব সাগর বলেন, এই চলচ্চিত্র ভারতের সমৃদ্ধ ইতিহাস তুলে ধরে একটি উপযুক্ত মঞ্চ খুঁজে পাবে।
ওয়েভস ওটিটি প্ল্যাটফর্ম
গতকাল, গোয়ার মুখ্যমন্ত্রী ডঃ প্রমোদ সাওয়ান্ত গোয়ায় অনুষ্ঠিত ৫৫তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পাবলিক ব্রডকাস্টার, প্রসার ভারতীর 'ওয়েভস' ওভার-দ্য-টপ (ওটিটি) প্ল্যাটফর্ম চালু করেছিলেন। প্ল্যাটফর্মটি চালু হওয়ার সাথে সাথে, ভারতের আইকনিক পাবলিক ব্রডকাস্টার দূরদর্শন ডিজিটাল স্ট্রিমিং পরিষেবাগুলির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে প্ল্যাটফর্ম স্পেসে প্রবেশ করেছে। ক্লাসিক বিষয়বস্তু এবং সমসাময়িক প্রোগ্রামিংয়ের সমৃদ্ধ মিশ্রণ সরবরাহ করে আধুনিক ডিজিটাল প্রবণতাগুলি গ্রহণ করার সময় এই প্ল্যাটফর্মটির লক্ষ্য হল পুরনো স্মৃতিগুলিকে পুনরুজ্জীবিত করা।
হিন্দি, ইংরেজি, বাংলা, মারাঠি, কন্নড়, মালয়ালম, তেলেগু, তামিল, গুজরাটি, পাঞ্জাবি, অসমীয়া-এই ১২টিরও বেশি ভাষায় 'ওয়েভস' একটি বড় সমষ্টি হিসাবে ওটিটি-তে প্রবেশ করছে। যা ভারতের কৃষ্টি সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দিতে দারুন ভাবে সহায়তা করবে। এটি ভিডিও অন ডিমান্ড, ফ্রি-টু-প্লে গেমিং, রেডিও স্ট্রিমিং, লাইভ টিভি স্ট্রিমিং, ৬৫ টি লাইভ চ্যানেল, ভিডিও এবং গেমিং সামগ্রীর জন্য অ্যাপ্লিকেশন সংহতকরণের বেশ কয়েকটি অ্যাপ এবং ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স (ওএনডিসি) সমর্থিত ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনেও কেনাকাটা করা যাবে।
WAVES সম্পর্কে আরও তথ্য জানার জন্য, এই ওয়েবসাইটে যোগাযোগ করুন https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2075273
***
SKC/ KG/ PKS/KMD
(Release ID: 2075890)
Visitor Counter : 7