তথ্য ও সম্প্রচার মন্ত্রক"
গোয়ায় ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হল ‘অষ্টাদশ ফিল্ম বাজার’
"ফিল্ম বাজার হচ্ছে ভবিষ্যতের চলচ্চিত্র নির্মাতাদের গড়ে তোলার একটি মঞ্চ":-সঞ্জয় জাজু, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব
"আমি এখানে থাকতে চাই এবং উদীয়মান চলচ্চিত্র নির্মাতাদের সৃজনশীল উৎসাহ অনুভব করতে চাই":- শেখর কাপুর, উৎসব পরিচালক।
Posted On:
20 NOV 2024 10:00PM by PIB Agartala
৫৫তম ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (আইএফএফআই) আজ দক্ষিণ এশিয়ার প্রধান চলচ্চিত্র বাজার ‘ফিল্ম বাজারে’র ১৮তম সংস্করণের উদ্বোধন হল। আইএফএফআই-এর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এই ফিল্ম বাজার একটি গতিশীল মঞ্চ হিসেবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে উদীয়মান চলচ্চিত্র নির্মাতা এবং এই শিল্পের প্রতিষ্ঠিত পেশাজীবীরা একত্রিত হয়ে একে অপরের সঙ্গে সহযোগিতা করতে পারেন এবং সিনেমার ভবিষ্যতকে এগিয়ে নিয়ে যেতে পারেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব সঞ্জয় জাজু আইএফএফআই-এ ফিল্ম বাজারের উদ্বোধনে বলেছেন, এবার এই ফিল্ম বাজারে ১৫০০-এরও বেশি রেকর্ড সংখ্যক নিবন্ধন হয়েছে এবং এতে ১০টিরও বেশি সুনির্দিষ্ট দেশ-ভিত্তিক প্যাভিলিয়ন রয়েছে। ফিল্ম বাজারকে ভবিষ্যত চলচ্চিত্র নির্মাতাদের গড়ে তোলার জন্য একটি ব্যতিক্রমী প্ল্যাটফর্ম বলে উল্লেখ করে তিনি বলেন, ধারণার উপস্থাপনা থেকে শুরু করে চুক্তি স্বাক্ষর করা পর্যন্ত এই শিল্পের সব স্তরে ফিল্ম বাজার উত্পাদনশীল যোগাযোগের জন্য সহায়ক।
সচিব সঞ্জয় জাজু তরুণ প্রতিভা বিকাশের ক্ষেত্রে আইএফএফআই-এর প্রতিশ্রুতি বিশদভাবে তুলে ধরেন। তিনি বলেন “এই বছরের ‘ক্রিয়েটিভ মাইন্ডস অফ টুমোরো’ (সিএমওটি) কর্মসূচি, যা ভারতের সবচেয়ে উজ্জ্বল তরুণ চলচ্চিত্র নির্মাতাদের খুঁজে বের করার এবং গড়ে তোলার ক্ষেত্রে এক আলোকবর্তিকা, সেই কর্মসূচি আরও বিস্তৃত হয়েছে এবং এতে ১০০ জন প্রতিশ্রুতিমান তরুণ চলচ্চিত্র নির্মাতাকে স্বাগত জানানো হয়েছে|”
অনুষ্ঠানে চলচ্চিত্র উত্সবের পরিচালক শেখর কাপুর ‘ফিল্ম বাজার’কে একটি আকর্ষণীয় মঞ্চ হিসেবে বর্ণনা করেন, যেখানে তরুণ চলচ্চিত্র নির্মাতারা তাদের ধারণা এবং সৃষ্টিকে উত্সাহ এবং ভালোবাসার সঙ্গে উপস্থাপনার সুযোগ পান। খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা শেখর কাপুর বলেন, “তরুণ চলচ্চিত্র নির্মাতাদের কাজের প্রতি যে প্রবল উত্সাহ, তাতে স্পন্দিত হয় ‘ফিল্ম বাজার’, যেখানে তারা উৎসাহের সঙ্গে তাদের কাজের উপস্থাপনা করেন। আমি সত্যিই এখানে থাকতে চাই এবং সেই উত্সাহ অনুভব করতে চাই|”
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের যুগ্ম সচিব এবং এনএফডিসি’র এম.ডি. পৃথুল কুমার ‘অনলাইন ফিল্ম বাজার’ উদ্যোগের সূচনার ঘোষণা করেন। তিনি বলেন, এই উদ্ভাবনী প্ল্যাটফর্মটি বৈশ্বিক ক্রেতা ও বিক্রেতাদের জন্য একটি ভার্চুয়াল কেন্দ্র হিসেবে কাজ করবে, যেখানে তারা নিজেদের ধারণা বিনিময় করতে পারবেন এবং সিনেমার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের চলচ্চিত্র বিভাগের যুগ্ম সচিব বৃন্দা মনোহর দেশাই কো-প্রোডাকশন মার্কেটের বিস্তারিত তথ্য প্রকাশ করেন, যেখানে সাতটি দেশের ২১টি পূর্ণাঙ্গ চলচ্চিত্র এবং ৮টি ওয়েব সিরিজ প্রদর্শিত হবে। তিনি ভিউইং রুমের গুরুত্ব তুলে ধরেন, যা চলচ্চিত্র নির্মাতাদের জন্য বিতরণ এবং তহবিল সংগ্রহের একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে কাজ করবে। তিনি জানান, এ বছর পূর্ণাঙ্গ, মাঝারি-দৈর্ঘ্যের এবং স্বল্প-দৈর্ঘ্যের মোট ২০৮টি চলচ্চিত্র দেখা যাবে।
এই অনুষ্ঠানে ফিল্ম বাজারের উপদেষ্টা জেরোম পেইলার্ড এবং ভারতে নিযুক্ত অস্ট্রেলিয়ার ডেপুটি হাই কমিশনার নিকোলাস ম্যাককাফ্রে সহ বহু বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
ফিল্ম বাজার সম্পর্কে:
ফিল্ম বাজার প্রতি বছর মর্যাদাপূর্ণ ‘ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ (আইএফএফআই)-এর সাথে সংগঠিত হয়। এ বছর ফিল্ম বাজারটি ২০ থেকে ২৪ নভেম্বর ২০২৪, গোয়ার মারিয়ট রিসোর্টে অনুষ্ঠিত হবে।
২০০৭ সালে প্রতিষ্ঠার সময় থেকে ফিল্ম বাজার দক্ষিণ এশিয়ার চলচ্চিত্র এবং চলচ্চিত্র নির্মাণ, প্রযোজনা ও বিতরণের প্রতিভা আবিষ্কার করার পাশাপাশি, সহায়তা এবং প্রদর্শনের জন্য নিবেদিত। ফিল্ম বাজার দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে বিশ্ব চলচ্চিত্রের বিক্রির বিষয়েও সহায়তা করে| তাছাড়া দক্ষিণ এশিয়ার ও আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক, বিক্রয় এজেন্ট এবং উৎসব প্রোগ্রামারদের জন্য একটি সৃজনশীল এবং আর্থিক সহযোগিতার কেন্দ্র হিসেবে কাজ করে। পাঁচদিন ধরে ফিল্ম বাজার দক্ষিণ এশিয়ার কনটেন্ট এবং প্রতিভার প্রচারের উপর গুরুত্বারোপ করবে। কো-প্রোডাকশন মার্কেটের লক্ষ্য হলো বৈশ্বিক নানা ধরনের কাহিনীর প্রতি মনোযোগ আকর্ষণ করা।
SKC/ADK
(Release ID: 2075493)
Visitor Counter : 7