তথ্য ও সম্প্রচার মন্ত্রক"
অস্ট্রেলিয়ান ছবি "বেটার ম্যান"-এর মাধ্যমে শুরু হল ভারতের ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
বলিউড সিনেমা আমার কাজের উপর গভীর প্রভাব ফেলেছেঃ অস্ট্রেলীয় পরিচালক মাইকেল গ্রেসি
Posted On:
20 NOV 2024 10:00PM by PIB Agartala
চলচ্চিত্র অনেকটা সঙ্গীতের মতো। যেকোন সীমানা কিংবা প্রাচীর অতিক্রম করার ক্ষমতা রয়েছে। আবেগ, অনুভুতির মাধ্যমে ভাষার ভেদাভেদ ভুলিয়ে দিয়ে আত্মাকে সংযুক্ত করার অতুলনীয় ক্ষমতা রয়েছে চলচিত্রের। ৫৫তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআই) আজ গোয়ায় শুরু হয়েছে। মাইকেল গ্রেসি পরিচালিত 'বেটার ম্যান' দিয়ে শুরু হয়েছে ৫৫তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্রটি ব্রিটিশ পপ কিংবদন্তি রাবি উইলিয়ামসের খ্যাতি এবং অসাধারণ জীবনশৈলীর এক অভুতপূর্ব শ্রদ্ধাঞ্জলি। চলচ্চিত্র প্রদর্শনের আগে চলচ্চিত্রটির অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীরা আইএফএফআই-এর লাল গালিচায় পদচারণা করেছেন।
এর ট্রেলার এখানে দেখুন…..
আইএফএফআই-এর গ্র্যান্ড ওপেনিং
চলচ্চিত্রটি প্রদর্শনের আগে চলচ্চিত্রটির অভিনয়শিল্পী ও কলাকুশলীরা লাল গালিচায় পদচারণা করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব সঞ্জয় জাজু, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের যুগ্ম সচিব বৃন্দা দেশাই, আইএফএফআই উৎসবের পরিচালক শেখর কাপুর এবং এন্টারটেইনমেন্ট সোসাইটি অফ গোয়ার (ইএসজি) ভাইস চেয়ারম্যান ডেলিলাহ এম লোবো চলচ্চিত্রটির প্রযোজক পল কারি এবং অভিনেত্রী রেচেল বানোনকে সংবর্ধনা দেন।
চলচ্চিত্র প্রদর্শনের আগে ভাষণে মিঃ পল কারি বলেন, " রাবিকে বিশ্ব কীভাবে উপলব্ধি করে সে সম্পর্কে নয়, বরং রাবি নিজেকে কীভাবে উপলব্ধি করেন সে সম্পর্কে নির্মিত হয়েছে এই ছবি ।" তিনি এই সম্মানিত মঞ্চে চলচ্চিত্রটি উপস্থাপনের জন্য তাঁর উৎসাহও প্রকাশ করেন। মিস রেচেল ব্যানো বলেন, "আইএফএফআই আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি আপনাদের সকলের কাছে এই চলচ্চিত্রটি উপস্থাপন করতে পেরে রোমাঞ্চিত।" চলচ্চিত্রটির পরিচালক মিঃ মাইকেল গ্রেসি ভিডিও কলের মাধ্যমে যোগ দিয়ে বলেন, " আমার কাজের উপর গভীর প্রভাব রয়েছে বলিউড সিনেমার।"
একটি সঙ্গীত জীবনী
চলচ্চিত্র নির্মাতা মাইকেল গ্রেসি পরিচালিত 'বেটার ম্যান "একটি মিউজিক্যাল বায়োপিক। চলচ্চিত্রটি রাবি উইলিয়ামসের দৃষ্টিকোণ থেকে অনন্যভাবে বলা যায়, উইলিয়ামস নিজেই একটি মন্ত্রমুগ্ধকর অভিনয় করেছেন যা তার অদম্য চেতনার বহিপ্রকাশ ঘটায়।
'বেটার ম্যান' রাবি উইলিয়ামসের জীবনের ব্যক্তিত্ব এবং ব্যক্তিগত সংগ্রামের দ্বৈততা অন্বেষণ করে দেখেছে। শ্রোতারা যখন তাঁর সুপারস্টারডমের উত্থানের কাহিনী অনুসরণ করে, তখন তাদের তাঁর অন্তর্দৃষ্টিমূলক জগতে আমন্ত্রণ জানানো হয়-সঙ্গীতে সান্ত্বনা খুঁজে পাওয়ার যাত্রা এবং সত্যিকারের জীবনযাপনের অর্থ কী তা নতুন করে সংজ্ঞায়িত করা। মাইকেল গ্রেসি, যিনি দ্য গ্রেটেস্ট শোম্যান (২০১৭)-এর জন্য বহু বিখ্যাত, তিনি এই চলচ্চিত্র নির্মাণ করেছেন যা দৃশ্যায়নের দিক থেকেও অত্যাশ্চর্য। রবি উইলিয়ামসের নেতৃত্ব, বর্ণনার সত্যতা এবং প্রাণশক্তি অতুলনীয়, যা দর্শকদের কিংবদন্তির আত্মার এক ঝলক দেয় যা আগে কখনও হয়নি। এটি শৈশব থেকে রাবির অভিযাত্রা অনুসরণ করে, চার্ট-টপিং বয়ব্যান্ড টেক দ্যাটের সর্বকনিষ্ঠ সদস্য হওয়া পর্যন্ত, রেকর্ড-ব্রেকিং একক শিল্পী হিসাবে তাঁর অতুলনীয় কৃতিত্বের মধ্য দিয়ে-স্ট্র্যাটোস্ফেরিক খ্যাতি এবং সাফল্যআনয়ন এর টুকরো টুকরো আলেখ্যকে তুলে ধরেছে।
ছবিটি মনোমুগ্ধকর অভিনয়, শ্বাসরুদ্ধকর ভিজ্যুয়াল এবং রাবির সেরা হিটগুলির বৈশিষ্ট্যযুক্ত একটি অবিস্মরণীয় সাউন্ডট্র্যাকের সংমিশ্রণ। প্রতিটি দৃশ্যই প্রাণশক্তির সঙ্গে স্পন্দিত, যা দর্শকদের একটি অসাধারণ জীবনের গল্পের উত্থান-পতনের দিকে টেনে নিয়ে যায়।
এই বছর আই. এফ. এফ. আই-এর অন্যতম স্মরণীয় প্রদর্শনী হিসেবে 'বেটার ম্যান "-এর প্রিমিয়ারটি বিপুল প্রশংসা পেয়েছে। উপস্থিত অতিথিরা ছবিটির চিত্রায়ন এবং এর আত্ম-আবিষ্কারের উদযাপনের জন্য চলচ্চিত্রটির ভূয়সী প্রশংসা করেছেন।
*****
SKC/KGPK
(Release ID: 2075463)
Visitor Counter : 5