তথ্য ও সম্প্রচার মন্ত্রক"
২০ নভেম্বর থেকে ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব: সানন্দ প্রদর্শনী এবং লাল কার্পেটে স্বাগত জানাতে প্রস্তুত চলচ্চিত্রের মহোৎসব
Posted On:
18 NOV 2024 8:00PM by PIB Agartala
অপেক্ষার আর এক-দুদিন। ২০ নভেম্বর - ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আই এফ এফ আই) এর ৫৫ তম পর্বের বহু প্রতীক্ষিত সানন্দ উজ্জ্বল উদ্বোধন এবং লাল কার্পেটে দর্শকদের মোহিত করার যাবতীয় আয়োজনের প্রস্তুতি সম্পন্ন। এক চোখ ধাঁধানো চলচ্চিত্রায়িত শিল্পকলা, বিশ্ব প্রতিভার মেলবন্ধন এবং অনন্য সাধারণ গল্প বলার টানা উদযাপনের এই আয়োজন, যা তৃতীয়বারের মত চমকপ্রদভাবে সাজানো অংশে উপস্থিত চলচ্চিত্রপ্রেমী দর্শকদের সঙ্গে বিশ্ব চলচ্চিত্রের সেতু বন্ধন রচনার জন্য চিরস্মরণীয় অভিজ্ঞতার প্রয়াসে উজ্জ্বল হয়ে প্রকাশ পাবে।
আন্তর্জাতিক এবং আঞ্চলিক ছবির এক মহা প্রদর্শনীর অবকাশ: এই বছরের সানন্দ সূচনা প্রদর্শনীর তালিকায় মহা চলচ্চিত্রায়িত পর্বের পাশাপাশি চিত্তাকর্ষক ছবি, ওয়েবসিরিজ এবং তথ্যচিত্রের বিপুল প্রদর্শনীর সম্ভার রয়েছে।
২০২৪ এর সানন্দ সূচনা প্রদর্শনী বিভিন্ন শৈলী,ভাষা এবং সংস্কৃতির উপস্থাপনায় সমৃদ্ধ। এতে নয়টি বিশ্বপর্যায়ের, চারটি এশীয় পর্যায়ের, একটি ভারতীয় পর্যায়ের সূচনা প্রদর্শনী এবং একটি স্বতন্ত্র প্রদর্শনীতে সাজিয়ে তোলা হয়েছে। প্রত্যেক চলচ্চিত্র প্রেমীর মনোরঞ্জনের কথা ভেবে এবছর আকর্ষণের তালিকায় রোমহর্ষক ক্রাইম থ্রিলার থেকে পারিবারিক নাটক, সমৃদ্ধ ভাবনাযা আবৃত সামাজিক বার্তার ছবি যথারীতি তালিকাকে সমৃদ্ধ করতে চলেছে।
আইএফ এফ আই ২০২৪ এর ভিত্তিকে সত্যিকারের আন্তর্জাতিক এবং আঞ্চলিক চলচ্চিত্র অন্তর্ভুক্তির আদর্শ আয়োজন করে তুলতে এর বিশেষ চলচ্চিত্র শিল্প কর্মসমূহ হিন্দি, ইংরেজি, মারাঠি, মালায়ালাম এবং তেলেগু সহ ভাষার সমৃদ্ধ বৈচিত্র্যে উপস্থাপিত হতে চলেছে। এর মধ্যে উল্লেখযোগ্য ছবির তালিকায় থাকা দ্য পিয়ানো লেসন, জিরো সে রিস্টার্ট, সালি মোহব্বত, স্নো ফ্লাওয়ার, পুনে হাইওয়ে, হাজ্জারওয়ালা শোলে পেহ্লিলা মানুস, দ্য মেহতা বয়েজ, যব খুলি কিতাব, হিসাব বরাবর, মিসেস, ফার্মা, ভিক্কটাকভি, হেডহান্টিংটু বীটবক্সিং, মোয়ানা টু এবং রানা দাগ্গুবতি শো-র মত ছবিগুলি মনের সীমানাকে নিশ্চিত নাড়া দেবে তো বটেই, সে সঙ্গে এগুলির অনন্য গল্প বলার আঙ্গিক ও ঢং সমৃদ্ধ অভিজ্ঞতার আচ্ছাদনে মুড়ে দিয়ে চলচ্চিত্রের একসূত্রে গাঁথা এবং অনুপ্রানিত করার সক্ষমতার দিকে আলোকপাত করবে এই আয়োজন।
তারকা এবং অনবদ্য আকর্ষনীয় অতিথিদের লাল কার্পেটে স্বাগত জানানোর আয়োজন:
আইএফ এফ আই ২০২৪ তারকা সমৃদ্ধ লাল কার্পেট পর্বে উজ্জ্বলতার দ্যুতি ছড়াবে। সেখানে উপস্থিত থাকবেন বিশ্ব চলচ্চিত্রের নির্মাতা থেকে অভিনেতা,অভিনেত্রী এবং অন্য বিশিষ্টরা। এতে চলচ্চিত্রের খ্যাতনামা তারকা এবং উদীয়মান তারকাদের উদযাপন করার সময় উজ্জ্বল দ্যুতি, আকর্ষণের চুড়ান্তি এবং অবিস্মরণীয় বিভিন্ন মুহূর্তে সমৃদ্ধ অনেকগুলি সন্ধ্যা অপেক্ষা করছে। এঁদের মধ্যে রানা দাগ্গুবতী, বিধুবিনোদ চোপড়া, সানিয়া মালহোত্রা, বিক্রান্ত ম্যাসি, আর. মাধবন, এ. আর. রহমান এবং সৌরভ শুক্লার মত ব্যক্তিত্বদের সঙ্গে চলচ্চিত্রের যাদুকরি মহিমা উদযাপনের জন্য লাল কার্পেটে পদচারনায় যোগ দেবেন এই শিল্পের অন্দরমহলের মানুষজনের পাশাপাশি সংবাদ মাধ্যমের বিশিষ্টরাও। আই এফ এফ আই তে ব্যাপক প্রত্যাশা জাগানো বিষয় হিসেবে লাল কার্পেট পর্বটি চলচ্চিত্র অনুরাগীদের নিজেদের প্রিয় তারকা এবং চলচ্চিত্র নির্মাতাদের খুব কাছাকাছি আসতে পারার সুযোগ করে দেবে।
এটা শুধু যে উচ্চমানের ফ্যাশনের প্রদর্শনী হবে তা-ই নয়, একইসঙ্গে প্রতিভা, সৃজনশীলতা এবং চলচ্চিত্রের সাংস্কৃতিক তাৎপর্যের বিষয়ও প্রাধান্য পাবে।
উৎকর্ষ এবং অনন্য আকর্ষণীয়তার ঐতিহ্য: বিগত বছরগুলিতে আইএফ এফ আই এর সানন্দ প্রদর্শনী সূচনা ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে। শৈল্পিকতা এবং প্রতিভা উদযাপনের আয়োজনে চলচ্চিত্রের দুনিয়াকে সংজ্ঞায়িত করে চলা সেরা চলচ্চিত্রায়িত শিল্পকর্মের প্রদর্শনীও এর উল্লেখযোগ্য দিক। এর আগের বছরগুলির উৎসবে, সানন্দ প্রদর্শন সূচনার পর্বটি একটি প্রথম সারির বিশ্ব চলচ্চিত্র উৎসব হিসেবে আইএফএফআই-র মর্যাদা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
বিগত গালা প্রিমিয়ারে দৃশ্যম টু, ভেড়িয়া, কড়ক সিং, গান্ধী টকস, এবং আন্তর্জাতিক ধারাবাহিক ফাউদা (সিজন ফোর) এর মতো সমালোচকদের দ্বারা প্রশংসিত চলচ্চিত্র দেখানো হয়েছে। রেড কার্পেটে স্বাগত জানানোর পর্বগুলি সালমান খান, অজয় দেবগন, নওয়াজউদ্দিন সিদ্দিকী, বরুণ ধাওয়ান, বিজয় সেতুপতি, অদিতি রাওহায়দারি এবং আরও অনেক বিখ্যাত অভিনেতাদের আকর্ষণে সমৃদ্ধ হয়েছে।
এক অবিস্মরণীয় উৎসব অভিজ্ঞতা: বিশ্বমানের চলচ্চিত্র, তারকা খচিত লাল কার্পেটে স্বাগত জানানোর পর্ব এবং দর্শকদের জন্য চলচ্চিত্র জাদুতে যুক্ত হওয়ার এক অনন্য সুযোগের শ্বাসরুদ্ধকর মেলবন্ধনে পঞ্চান্নতম আইএফএফআই-র আয়োজন গল্প বলার পাশাপাশি, আকর্ষণীয় চরিত্রের উপস্থিতি এবং সাংস্কৃতিক উদযাপনের একটি অভিভূত হওয়ার অভিযাত্রায় ডুবসাঁতারের জন্য চলচ্চিত্রামোদিদের খোলা আমন্ত্রণ। অন্য উৎসবগুলির মতই আইএফএফআই ২০২৪-র লক্ষ্য আন্তর্জাতিক এবং আঞ্চলিক চলচ্চিত্র প্রতিভাকে এক জায়গায় নিয়ে এসে এক অতুলনীয় অভিজ্ঞতা প্রদান।
এক্ষেত্রে ২১ নভেম্বর,২০২৪ থেকে ২৭ নভেম্বর,২০২৪ পর্যন্ত নির্ধারিত প্রদর্শন সূচি এবং লাল কার্পেটে স্বাগত জানানোর পর্বে বিশিষ্টদের উপস্থিতির তালিকাও তুলে ধরা হয়েছে।
Date
|
Show Time
|
Film/project
|
Red Carpet Guests
|
November 21, 2024
|
12:30 pm
|
The Piano Lesson
|
|
November 21, 2024
|
4:30 pm
|
The Rana Daggubati Show
|
Ranu Daggubati
|
November 21, 2024
|
5:45 pm
|
Zero Se Restart
|
Vidhu Vinod Chopra,
Vikrant Masssey, Medha Shankr, Anant Vijay
Joshi, Anshuman Pushkar, Shantanu Moitra,
Swanand Kirkire, Jaskunwar Kohli
|
November 22, 2024
|
12 noon
|
Snow Flower
|
Chhaya Kadam, Vaibhav
Mangle, Sarfaraz Alam Safu, Gajendra Vithal
Ahire, Deepak Kumar, Rekha Bhagat
|
November 22, 2024
|
5:00 pm<
|
Saali Mohabbat
|
Divvyendu Sharma, Tisca
Chopra, Manish Malhotra, Jyoti Deshpande, Dinesh Malhotra
|
November 22, 2024
|
5:45 pm
|
Mrs
|
Sanya Malhotra, Arati
Kadav, Harman Baweja
|
November 23, 2024
|
4:30 pm
|
Vikatakavi
|
Naresh Agastya, Megha
Akash, Ram Talluri, Pradeep Maddali
|
November 23, 2024
|
5:30 pm
|
Pune Highway
|
Amit Sadh, Manjari Fadnis, Ketaki Narayan, Anubhav Pal,
Shishir Sharma, Swapnil Ajgaonkar, Sudeep
Modak, Rahul D’Cunha, Bugs Bhargava Krishna,
Seema Mohapatra, Jahanara Bhargava
|
November 24, 2024
|
12 Noon
|
Sholay Trailer +
Hazar Vela Sholay Pehlila Manus
|
Ramesh Sippy +
Sonali Kulkarni, Siddharth
Jhadav, Dilip Prabhawalkar, Hrishikesh Gupte, Shehzaad Sippy
|
November 25, 2024
|
4:30 pm
|
Kannappa (Showcase)
|
Vishnu Manchu,
Prabhudheva, Kajal Aggarwal, R SarathKumar, Mohan Babu, Mukesh Kumar Singh
|
November 25, 2024
|
5:15 pm
|
The Mehta Boys
|
Boman Irani, Avinash Tiwary, Shreya Chowdhary, Danesh Irani
|
November 26, 2024
|
5:00 pm
|
Jab Khuli Kitaab
|
Dimple Kapadia, Pankaj
Kapur, Aparshakti Khurana, Manasi Parekh,
Samir Soni, Supriya Pathak, Saurabh Shukla, Sameer Nair, Naren Kumar
|
November 26, 2024
|
5:45 pm
|
Hisaab Barabar
|
R Madhavan, Kirti Kulhari,Neil Nitin Mukesh, Ashwani Dhir
|
November 27, 2024
|
5:15 pm
|
Pharma (Series)
|
Nivin Pauly, Rajit Kapur, Aalekh Kapoor, Narain, Shruthi Ramachandran, Veena Nandakumar
|
November 27, 2024
|
5:45 pm
|
Headhunting To Beatboxing
|
AR Rahman, Rohit Gupta,Amit Malik, Manil Gupta
|
*****
SKC/PKS/BS
(Release ID: 2075165)
Visitor Counter : 7