তথ্য ও সম্প্রচার মন্ত্রক"
azadi ka amrit mahotsav

ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (ইফি ২০২৪-IFFI 2024) ‘ভবিষ্যতের সৃজনশীল মনন’ উদ্যোগ অধিক সংখ্যক প্রতিভাকে জড়ো করে উজ্জ্বল প্রকাশের জন্য প্রস্তুত

এবারকার চলচ্চিত্র উৎসবের মূল ভাবনা: ‘তরুণ চলচ্চিত্র নির্মাতারা’ – ভবিষ্যৎ এখনই।

‘ভবিষ্যতের সৃজনশীল মনন’ মঞ্চ আগের বছরের ৭৫ জনের সংখ্যা থেকে বেড়ে এবার ১০০ জন তরুণ প্রতিভাকে নিয়ে এগুচ্ছে

Posted On: 16 NOV 2024 10:00PM by PIB Agartala

২০ থেকে ২৮ নভেম্বর ২০২৪ পর্যন্ত অনুষ্ঠেয় ‘৫৫তম ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে’র (আইএফএফআই) মুখ্য বিষয় হয়ে উঠেছে ভারতীয় সিনেমার ভবিষ্যত সেখানে থাকছে রূপান্তরকারী ‘ভবিষ্যতের সৃজনশীল মনন’ (CMOT) উদ্যোগ। যা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উদ্‌যাপনের অধীনে চালু করা হয়। এই সিএমওটি উদ্যোগ তরুণ চলচ্চিত্র নির্মাতাদের অন্বেষণ করা ও তাঁদেরকে পৃষ্ঠপোষকতা করার একটি আলোকবর্তিকা হয়ে উঠেছে।

ভারতের উজ্জ্বল তরুণ প্রতিভাদের জন্য এ এক সর্ববৃহৎ প্ল্যাটফর্ম, যা নতুন নির্মাতা ও এই শিল্পের প্রবীণ ব্যক্তিত্বদের মধ্যে মত বিনময় ও শিক্ষার সুযোগ করে দিচ্ছে। এই বছর সিএমও কর্মসূচি আরও বেশি সম্প্রসারিত হয়েছে। গত বছর যেখানে ৭৫ জন প্রতিভা ১০টি চলচ্চিত্র নির্মাণ শিল্পে অংশ নিয়েছিলেন, এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০ এবং এবার ১৩টি ক্ষেত্রে তাঁরা অংশ নেবেন।

▪️The Creative Minds of Tomorrow has been scaled up and this time it is going to have 100 budding filmmakers showcasing their skills

▪️A new award, the 'Best Indian Debut Director Award' introduced to encourage fresh voices and talent across the country

▪️This year IFFI has… pic.twitter.com/PO81mDRu8m

— PIB India (@PIB_India) November 11, 2024

শিল্পের প্রভাব:

সিএমওটি উদ্যোগ থেকে সৃষ্টিশীলতার অভিযাত্রা শুরু করা প্রতিভাবানরা নিজেদের নাম বিশ্বমঞ্চে প্রতিষ্ঠা করেছেন। ‘দুন’, ‘নিমোনা’, ‘মেগ-২’-এর মতো হলিউড ব্লকবাস্টার ছবিতে অবদান রাখা থেকে শুরু করে কানস, টরন্টো, বার্লিনে এবং আন্তর্জাতিক এমি পুরস্কারের সম্মান পাওয়া, সমস্ত ক্ষেত্রে তাদের সাফল্যের গল্প বিশ্বজুড়ে অনুরণিত হয়েছে।

এই বছর ‘ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পাঁচজন ‘সিএমওটি চ্যাম্পিয়ন’কে সম্মান জানানো হবে, যাদের এই অভিযাত্রা সৃজনশীলতা ও দক্ষতার উদাহরণ হয়ে উঠেছে। এরা হচ্ছেন: চিদানন্দ এস. নায়েক – কানস উৎসবে পুরস্কৃত।; সুবর্ণা দাস – টি.আই.এফ.এফ., এস.এক্স.এস.ডব্লিউ., এবং বার্লিনালে প্রজেক্টে প্রদর্শিত। অক্ষিতা ভোহরা – পুরস্কারপ্রাপ্ত ও নির্মাণ ও সৃষ্টির জন্য প্রসংশিত। অখিল দামোদর লোটলিকার – বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত। কৃষ্ণা দুশানে – আন্তর্জাতিক বিভিন্ন সাফল্যের অংশ।

গোয়ায় ‘ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে’ (আইএফএফআই) এই পাঁচজন পথিকৃৎ স্বল্প-দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণ চ্যালেঞ্জে পাঁচটি সিএমওটি দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন এবং তাদের প্রেরণাদায়ক অভিজ্ঞতাকে সকলের সামনে তুলে ধরবেন ।

উদীয়মান সৃষ্টিশীলদের জন্য একটি প্ল্যাটফর্ম:

‘ভবিষ্যতের সৃজনশীল মনন’ (সিএমওটি) উদ্যোগটি শুরু হওয়ার পর থেকেই এটি ভারতের প্রতিটি প্রান্ত, এমনকি উত্তর-পূর্বাঞ্চল এবং জম্মু ও কাশ্মীর থেকেও ২২৫ জন তরুণ প্রতিভাকে আকৃষ্ট করেছে। এটি বিশ্বের সর্ববৃহৎ সম্পূর্ণ সহায়তামূলক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠেছে, যা ভারতের তরুণ চলচ্চিত্র স্রষ্টাদের বিকাশের জন্য নিবেদিত। এই উদ্যোগ বস্তুতপক্ষে ভারতের চচলচ্চিত্র জগতে ভবিষ্যৎ গল্পকারদের লালন করার অঙ্গীকারের এক সাক্ষ্য।

১০০ জন সৃষ্টিশীল প্রতিভাকে নির্বাচনের প্রক্রিয়া:

এই বছর সিএমওটি’র জন্য চলচ্চিত্র নির্মাণের ১৩টি বিভিন্ন ক্ষেত্রে প্রায় ১,০৭০টি আবেদন জমা পড়ে। ওড়িশা, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, ঝাড়খণ্ড, মেঘালয়, মিজোরাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল যেমন পুদুচেরি, লক্ষদ্বীপ ও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকেও বিপুল সংখ্যক আবেদন এসেছে। এর মধ্যে নির্দেশনা বিভাগে সর্বাধিক আবেদন জমা পড়েছে, এরপরেই ছিল হেয়ার ও মেক-আপ এবং সিনেমাটোগ্রাফি বিভাগ।

প্রতিভা নির্বাচনের ক্ষেত্রে মূল্যায়ন প্রক্রিয়া দুটি ধাপে নেওয়া হয়েছে :

১. নির্বাচন জুরি: পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রশিল্পীরা জমা দেওয়া সমস্ত আবেদন—যার মধ্যে ছিল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, শো রিল, পোর্টফোলিও এবং সংগীত ফাইল—পর্যালোচনা করে প্রতিটি বিভাগের জন্য ৩০০-এর কিছু বেশি সেরা আবেদন বাছাই করেন।

২. গ্র্যান্ড জুরি: চলচ্চিত্র জগতের অভিজ্ঞ এবং প্রখ্যাত ব্যক্তিদের নিয়ে গঠিত গ্র্যান্ড জুরি এই বাছাই করা আবেদনগুলোকে মূল্যায়ন করে চূড়ান্ত ১০০ জন প্রতিভাকে নির্বাচিত করেন। এই প্রক্রিয়ার মাধ্যমে প্রতিটি চলচ্চিত্র নির্মাণ ক্ষেত্রে সেরা প্রতিভাদের খুঁজে বের করা হয়েছে।

চলচ্চিত্র নির্মাণ বাণিজ্যের সম্প্রসার:

সিএমওটি উদ্যোগ আগের চেয়ে সম্প্রসারিত হয়ে নতুন দিগন্তের উন্মোচন করেছে এতে এবার নতুন করে যোগ হয়েছে ভয়েস ওভার/ডাবিং বিভাগ এবং স্বতন্ত্র হেয়ার ও মেকআপ বিভাগ। এ বছর তাই এই কর্মসূচিতে চলচ্চিত্র নির্মাণ ক্ষেত্রের মোট ১৩টি বিষয় রয়েছে। এগুলো হল:

পরিচালনা বা নির্দেশনা, অভিনয়, সিনেমাটোগ্রাফি, সম্পাদনা ও সাবটাইটলিং, চিত্রনাট্য, প্লেব্যাক গান, সংগীতে সুর করা, পোশাক ডিজাইন, শিল্প নির্দেশনা, অ্যানিমেশন, ভিস্যুয়াল ইফেক্ট (ভিএফএক্স), অগমেন্টেড রিয়ালিটি (এ.আর.—সম্প্রসারিত বাস্তবতার প্রযুক্তি), এবং ভার্চুয়াল বাস্তবতা(ভিআর—ভার্চুয়াল রিয়েলিটি), হেয়ার ও মেকআপ, সাউন্ড রেকর্ডিং ও ভয়েস ওভার/ডাবিং

অংশগ্রহণকারীদের জন্য কর্মসূচি ও সুযোগ:

সিএমওটি-২০২৪ এবার অংশগ্রহণকারীদের জন্য এক সমৃদ্ধশালী অভিজ্ঞতা নিয়ে আসবে, এটা নির্দ্বিধায় বলা যায়। আগামী ২০ থেকে ২৮ নভেম্বর ২০২৪ গোয়ায় অনুষ্ঠেয় এই উদ্যোগে ১০০ জন অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচিতেও অংশগ্রহণ করবেন।

প্রখ্যাত ব্যক্তিত্বদের পরিচালনায় মাস্টার ক্লাস:

চলচ্চিত্র জগতের নামজাদা ব্যক্তিত্ব ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত মাস্টারক্লাসগুলোর মাধ্যমে অংশগ্রহণকারীরা চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন ক্ষেত্রে গভীর জ্ঞান অর্জন করবেন।

এই অধিবেশনেথাকবে:

• অভিনয় শিল্পে দক্ষতা অর্জন: অভিনয়ে প্রকৃত পারফরম্যান্স গড়ার কৌশল শেখাবেন ভারতের শীর্ষস্থানীয় কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা।

• পিচিং-এর শিল্প: প্রযোজক, ডিস্ট্রিবিউটর ও বিনিয়োগকারীদেরকে নিখুঁত পিচ তৈরির কলা শেখাবেন সিদ্ধার্থ জৈন, যিনি ‘দ্য স্টোরি ইংক’-এর প্রতিষ্ঠাতা।

• সিনেমাটিক হারমোনি: ফিল্মের বিভিন্ন ক্ষেত্রে ডিআই (DI) ও রঙ বিন্যাসের কৌশল শেখাবেন প্রখ্যাত রঙ বিশেষজ্ঞ পৃথ্বী বুদ্ধবরাপু (অনলাইনে)

• লেখন প্রক্রিয়া: গবেষণা থেকে ভিজ্যুয়াল রচনার দক্ষতা শেখাবেন খ্যাতনামা চিত্রনাট্যকার চারুদত্ত আচার্য।

• বৈশ্বিক স্বীকৃতি লাভের অভিযাত্রায়: আন্তর্জাতিক বাজার ও ল্যাবে স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের জন্য দিকনির্দেশনা দেবেন ‘এ লিটিল এনার্কি ফিল্মস’-এর প্রতিষ্ঠাতা কোভাল ভাটিয়া।

• বাস্তব থেকে পর্দায়: ডকুমেন্টারি চলচ্চিত্র নির্মাণের কলা ও এর বিস্তার-এর সুযোগ ও দক্ষতা শেখাবেন ওয়াই.আর.এফ. স্টুডিও’র চলচ্চিত্র নির্মাতা সইফ আখতার

৪৮-ঘণ্টার চলচ্চিত্র নির্মাণ চ্যালেঞ্জ: “প্রযুক্তির যুগে সম্পর্ক” এই থিমে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করবেন প্রতিযোগীরা। ২০ সদস্যের পাঁচটি দলে বিভক্ত হয়ে তারা ২১ থেকে ২৩ নভেম্বর ২০২৪ পর্যন্ত গোয়ার পানজিমের ৪ কিলোমিটারের মধ্যে ১২টি জায়গায় কাজ করবেন।

চ্যালেঞ্জের সেরা চলচ্চিত্রগুলো উৎসব প্রাঙ্গণে প্রদর্শিত হবে এবং গ্রেট গ্র্যান্ড জুরি এগুলোর বিচার করবেন। বিভিন্ন বিভাগে পুরস্কার প্রদান করা হবে।

এই উদ্যোগটি আমেরিকা-ভিত্তিক নেটওয়ার্ক শর্টস ইন্টারন্যাশনাল-এর সহযোগিতায় আয়োজিত হয়েছে। এটি অংশগ্রহণকারীদের সৃজনশীলতা, দলগত কাজের দক্ষতা এবং কাহিনি নির্মাণের সক্ষমতা পরীক্ষা করার এক অনন্য সুযোগ।

ট্যালেন্ট ক্যাম্প: ট্যালেন্ট ক্যাম্প হলো অংশগ্রহণকারীদের জন্য একটি বিশেষ সুযোগ, যেখানে তারা নিজেদের দক্ষতা উপস্থাপন করতে পারবেন এবং ১১টিরও বেশি শীর্ষস্থানীয় মিডিয়া ও বিনোদন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবেন। যাদের মধ্যে আছেন—রায় কাপুর ফিল্মস, ব্রিজ পোস্টওয়ার্কস, উই আর যুবা, মুকেশ ছাবরা কাস্টিং কোং, দ্য স্টোরি ইঙ্ক এবং আরও অনেকে। পথপ্রদর্শক এই উদ্যোগটি অংশগ্রহণকারীদের জন্য অর্থবহ আলাপচারিতা ও সহযোগিতার সুযোগ সৃষ্টি করবে, যা শিল্পজগতে তাদের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করে তুলবে। বিশেষ করে, ১০০ জন সৃজনশীল প্রতিভার পাশাপাশি, এই উদ্যোগে ২২৫ জন প্রাক্তন অংশগ্রহণকারী শিল্পী ও চলচ্চিত্র নির্মাতাও তাদের দক্ষতা প্রদর্শন এবং শিল্পের শীর্ষস্থানীয় অংশীদারদের সঙ্গে নেটওয়ার্কিং করার সুযোগ পাবেন।

আইএফএফআই এবং ফিল্ম বাজারের সফর: ৫৫তম ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (আইএফএফআই) উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি প্রতিযোগীরা ভারতের শীর্ষস্থানীয় চলচ্চিত্র বাজার— ফিল্ম বাজারে অংশ নেবেন। ফিল্ম বাজারের গাইডেড ট্যুরে প্রতিযোগীদেরকে সিনেমার ব্যবসার দিকটি আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। এই ট্যুরের পাশাপাশি উৎসব জুড়ে বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণের সুযোগও থাকবে।

উপসংহার:

আইএফএফআই-এ ‘সৃজনশীল মনের আগামী প্রজন্ম’ অর্থাৎ ‘ভবিষ্যতের সৃজনশীল মনন’ (Creative Minds of Tomorrow - CMOT) উদ্যোগটির চতুর্থ সংস্করণে সিএমওটি একমাত্র এবং বিশেষ প্ল্যাটফর্ম হিসেবে আরও পরিচিত হচ্ছে এই উদ্যোগ তরুণ শিল্পী, চলচ্চিত্র নির্মাতা এবং স্রষ্টাদের প্রতিভা ও উচ্চাকাঙ্ক্ষাকে সম্মান জানায় এই উদ্যোগটি ভারতীয় এবং আন্তর্জাতিক চলচ্চিত্রের শীর্ষস্থানীয় কিংবদন্তিদের কাছ থেকে শেখার এবং এর পাশাপাশি যোগাযোগের সুযোগ দিয়ে, অংশগ্রহণকারীদেরকে তাদের দক্ষতা উন্নত করতে, দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে এবং বিশ্ব চলচ্চিত্র শিল্পে দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ার ক্ষমতা প্রদান করে। এই উদ্যোগ শুধু তাদের সম্ভাবনাকেই চিহ্নিত করবে তা নয়, , বরং তাদের স্বপ্নকে বাস্তবোচিত ভাবে অর্জন করার জন্য প্রয়োজনীয় উপকরণ এবং পরামর্শ দিয়ে তাদেরকে প্রস্তুত করতে সাহায্য করবে। এই পদক্ষেপ আন্তর্জাতিক আঙিনায় কাহিনিচিত্র বলার ভবিষ্যতকে উত্তমভাবে গড়ে তুলবে, যা সৃজনশীল মনের আগামী প্রজন্ম নির্মাণের এক শক্তিশালী উদ্যোগ হিসেবে পরিগণিত হবে।

*****

SKC/ADK/AG


(Release ID: 2075159) Visitor Counter : 6


Read this release in: English