৫৫তম ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআই) শুরু হবার হাতে আর মাত্র কটা দিন। দুনিয়ার অন্যতম সেরা চলচ্চিত্র উৎসব, ইফি (আইএফএফআই) আগামী ২০ নভেম্বরে গোয়ায় সূচনা হবে। ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবও বিনোদন শিল্পের ক্রমোন্নতির গতিশীলতাকে আলিঙ্গন করে চলচ্চিত্রায়নের শ্রেষ্ঠত্ব উদযাপনের ঐতিহ্যকে অব্যাহত রাখতে চলেছে। ডিজিটাল কনটেন্টের মাধ্যমে সৃজনশীলতার নব উন্মেষকে স্বীকৃতি দেবার জন্য, গতবার ইফি-র ৫৪তম সংস্করণে প্রথমবারের মতো দেওয়া হয়েছিল সেরা ওয়েব সিরিজ (ওটিটি) অ্যাওয়ার্ড, যা ওটিটি প্ল্যাটফর্মগুলিতে অসামান্য গল্প বলার স্বীকৃতি ও সম্মান দেবার জন্য ছিল একটি রূপান্তরমূলক মাইলফলক।
এই বছর ওয়েব সিরিজ পুরষ্কার আরো গতিময়তা অর্জন করছে। কেননা, ১০ টি প্রধান ওটিটি প্ল্যাটফর্ম থেকে পুরস্কারের জন্য আবেদন জমা দেওয়ার সংখ্যার হার গতবারের চেয়ে ৪০% এরও বেশি। অর্থাৎ আরও জনপ্রিয় হয়ে উঠছে এই ওয়েব সিরিজ পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা। এটি স্পষ্টতই ভারতের বিনোদন বাস্তুতন্ত্রে ওয়েব-ভিত্তিক বিষয়বস্তুর ক্রমবর্ধমান প্রাধান্যকে তুলে ধরচে। শৈল্পিক ধার ও সৌকর্য, কাহিনীর মধ্যে সূক্ষ্মতা, প্রযুক্তিগত উৎকর্ষ এবং সাংস্কৃতিক প্রভাবের জন্য এই বছর পাঁচটি ওয়েব সিরিজ প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে:
এই ওয়েব সিরিজগুলোর মধ্যে যেগুলো আছে:
কোটা ফ্যাক্টরি: একটি স্লাইস-অফ-লাইফ ড্রামা যা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভারতের কোচিং হাব রাজস্থানের কোটায় একাডেমিক পরিবেশ কি ভীষণ চাপের মধ্য দিয়ে ছাত্রই-ছাত্রীদেরকে পেরুতে হয় এ নিয়ে এক অন্বেষণ হলো ও মূল গল্প। এই সিরিজটিতে অল্প বয়সী শিক্ষার্থীদের নিত্যদিনের লড়াই, আশা-আকাঙ্ক্ষা এবং টিকে থাকার চ্যালেঞ্জগুলিকে মর্মস্পর্শীভাবে চিত্রিত করেছে। এটি তৈরি করেছেন: সৌরব খান্না; ওটিটি প্ল্যাটফর্ম: নেটফ্লিক্স |
কালা পানি: সুন্দর আন্দামান দ্বীপপুঞ্জে বেঁচে থাকার এক আকর্ষণীয় নাটক। এই সিরিজে পরিবার, ইতিহাস এবং ব্যক্তিগত আবিষ্কারের থিমগুলিকে অন্তর্ভুক্ত করে, সংবেদনশীল গভীরতার সাথে তা তৈরী করা হয়েছে। এটি তৈরি করেছেন: সমীর সাক্সেনা এবং অমিত গোলানি; ওটিটি প্ল্যাটফর্ম: নেটফ্লিক্স।
ল্যাম্পান: একটি অল্প বয়সী ছেলের সংবেদনশীলতা এবং তাঁর সামনে আসা ভারতের গ্রামীণ সামাজিক চ্যালেঞ্জসমূহের উপর দৃষ্টি নিবদ্ধ করে এই কাহিনীটি সম্প্রদায়, পরিচিতি তৈরী করার শর্ত এবং স্ব-ক্ষমতায়নের বৈশিষ্ট্যগুলোকে তুলে ধরেছে। এটি নির্মাণ করেছেন: নিপুন ধর্মধীকারি; ওটিটি প্ল্যাটফর্ম: সনি লিভ।
আয়ালি: রক্ষণশীল সমাজের মহিলাদের জীবন কেন্দ্রিক গবেষণা করে তৈরী করা হয়েছে সামাজিক সচেতনতার এই নাটক। একটি শক্তিশালী আখ্যানের মাধ্যমে, সামাজিক ঐতিহ্য, সামাজিক প্রত্যাশা এবং ব্যক্তিগত স্বাধীনতার অনুসন্ধানের তাগিদ ও কাহিনী অনুসন্ধান করেচে এই সিরিজটি। এটি তৈরি করেছেন: মুথুকুমার; এর ওটিটি প্ল্যাটফর্ম: জি ৫।
জুবিলি: এটি একটি পিরিয়ড নাটক যা ভারতীয় সিনেমার স্বর্ণযুগের প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্যে নির্মিত বলে ধারণা হয়। স্বাধীনতা পরবর্তী যুগে নির্মিত ছবি, চলচ্চিত্র নির্মাতা এবং তারকাদের আকাঙ্ক্ষা, সংগ্রাম এবং স্বপ্নকে ধরার চেষ্টা করেছে এর গল্প, তেমনি অদ্ভুত এক নস্টালজিয়াকে আকর্ষণীয়ভাবে গল্পের সাথে জুড়ে দিয়েছে এই সিরিজটি। এটি তৈরি করেছেন: বিক্রমাদিত্য মোটওয়ান
এর ওটিটি প্ল্যাটফর্ম: অ্যামাজন প্রাইম ভিডিও
পুরস্কার অনুষ্ঠানে সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফর্মের পাশাপাশি বিজয়ী সিরিজের পরিচালক, ক্রিয়েটর এবং প্রযোজকদের সম্মান জানানো হবে। বিজয়ীদের তাদের অসামান্য অবদানকে স্বীকৃতি দিতে ১০ লক্ষ টাকা নগদ পুরস্কার এবং শংসাপত্র দেওয়া হবে।
ভারতের ওটিটি বিপ্লবের অনুঘটক :
বিনোদন আঙিনায় সৃজনশীলতা এবং উদ্ভাবনি প্রতিভাকে উৎসাহিত, ও পৃষ্টপোষকতা করার লক্ষ্যে আইএফআইএফআইয়ের অঙ্গীকারকে প্রতিফলিত করে এই পুরস্কার। ভারতীয় ভাষায় উচ্চমানের বিষয়বস্তু তৈরিতে উত্সাহ দেওয়ার মাধ্যমে এবং বিশ্বব্যাপী নির্মাতা এবং প্ল্যাটফর্মগুলির মধ্যে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে ভারতকে ডিজিটাল কাহিনী বলা ও উপস্থানের এক আন্তর্জাতিক কেন্দ্রভূমি হিসেবে গড়ে তোলাও আইএফএফআইয়ের লক্ষ্য।
ঐতিহ্যবাহী চলচ্চিত্র শিল্প দুনিয়া থেকে উচ্চ স্পন্দনশীল ও গতিশীলতার ক্ষেত্র ওটিটি দুনিয়া পর্যন্ত সমস্ত চলচিত্রায়নের প্রকাশের চ্যাম্পিয়ন হিসাবে এই উৎসবের ভূমিকাকে শক্তিশালী করাও যার লক্ষ্য, সেই ৫৫ তম আইএফএফআই-এর উৎসবের দিনগুলিতে এই ক্ষেত্রের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
*****
SKC