প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী আয়ুর্বেদিক দিবস উপলক্ষে সমগ্র জাতিকে শুভেচ্ছা জানিয়েছেন

Prime Ministers greets the nation on occasion of Ayurveda Day

Posted On: 29 OCT 2024 8:54PM by PIB Agartala

নয়াদিল্লি, ২৯ অক্টোবর, ২০২৪: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার আয়ুর্বেদিক দিবস উপলক্ষে সমগ্র জাতিকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি মন্তব্য করেন, আমাদের মহান সংস্কৃতিতে ভগবান ধনতেরাসের জন্ম জয়ন্তীর এই পবিত্র পার্বণটির উপলক্ষের সঙ্গে আয়ুর্বেদের উপযোগিতা ও অবদান বিজড়িত হয়ে আছে। শ্রী মোদী গভীর আস্থা প্রকাশ করে বলেন, সমগ্র মানবতার স্বাস্থ্যবান জীবনের জন্য ঔষধের এক সুপ্রাচীন ব্যবস্থা আয়ুর্বেদ কার্যকর ও ব্যবহার্য রূপে বহমান থাকবে।

শ্রী মোদী এক্স-এ একটি পোস্টে লিখেছেন:

“সমগ্র জাতিকে আয়ুর্বেদিক দিবসের অনেক অনেক শুভকামনা। আমাদের মহান সংস্কৃতিতে ভগবান ধনতেরাসের জন্ম জয়ন্তীর এই পবিত্র পার্বণটির উপলক্ষের সঙ্গে আয়ুর্বেদের উপযোগিতা ও অবদান বিজড়িত হয়ে আছে, যার মহত্ব আজ সমস্ত জগৎ মেনে নিচ্ছে। আমি বিশ্বাস করি, সমগ্র মানবতার আরোগ্যময় জীবনের জন্য ঔষধের এই সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদ কার্যকর ও ব্যবহার্য রূপে নিরন্তর বহমান থাকবে।

***

SKC/SRC/KMD




(Release ID: 2069424) Visitor Counter : 7


Read this release in: English