বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রক
azadi ka amrit mahotsav

রিক্সা ও ঠেলাগাড়ি চালকদের সঙ্গে সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল

Posted On: 08 OCT 2024 1:50PM by PIB Agartala

নয়াদিল্লি, ৮ অক্টোবর ২০২৪: কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ ডিব্রুগড়ে শ্রমিক ভাইদের সাথে, বিশেষত রিকশা ও ঠেলাচালকদের সঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছেন। ডিব্রুগড় এলএসসির সাংসদ এখানে শ্রমিক ভাইদের সাথে পুরি সবজির স্বাদ নেওয়ার সময় তাদের সাথে মত-বিনিময়ও করেছেন।

এই উপলক্ষে শ্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, "নরেন্দ্র মোদী সরকারের লক্ষ্য হ'ল অন্তদয় দর্শনের অর্থাৎ সমাজের সকলের জন্য সমান বিকাশ ও স সমতার লক্ষ্যে কাজ করার দর্শনের মাধ্যমে  সমাজের প্রতিটি ব্যক্তিকে ক্ষমতায়ন করা, সক্ষম করা যা প্রত্যেকের জন্য সম্মানের সাথে সমান উন্নয়ন নিশ্চিত করে। শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের কঠোর পরিশ্রম সর্বদা স্থানীয় অর্থনীতিকে সুষ্ঠুভাবে চলতে সহায়তা করেছে। শারদীয় দুর্গাপূজার এই সুন্দর শরৎ ঋতুতে আজ আপনাদের সকলের সঙ্গে মিলিত হওয়ার সৌভাগ্য হয়েছে। আমি আমাদের শ্রমিক ভাইদের সাথে পুরি সবজি খাওয়ার সুযোগ পেয়ে আনন্দিত কারণ এটি আমার শৈশবের স্মৃতি পুনরায় জাগরিত করেছে।”

***

SKC/DM


(Release ID: 2063316) Visitor Counter : 29


Read this release in: English