প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

বায়ু সেনা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

Prime Minister greets on occasion of Air Force Day

Posted On: 08 OCT 2024 9:09AM by PIB Agartala

নতুন দিল্লি, ৮ অক্টোবর ২০২৪।। বায়ু সেনা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেশের বীর বায়ুসেনা যোদ্ধাদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী এই মর্মে এক্স-এ একটি পোস্ট করে বলেছেন:

'বায়ু সেনা দিবসে আমাদের বীর জওয়ানদের শুভেচ্ছা। আমাদের বিমান বাহিনী তাদের সাহস ও পেশাদারিত্বের জন্য প্রশংসিত। দেশ রক্ষায় তাদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।'

*** 

SKC/DM/KMD


(Release ID: 2063125) Visitor Counter : 33


Read this release in: English