সংস্কৃতি মন্ত্রক
কেন্দ্রীয় মন্ত্রিসভা মারাঠি, পালি, প্রাকৃত, অসমীয়া এবং বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার অনুমোদন
Posted On:
03 OCT 2024 8:31PM by PIB Agartala
নয়াদিল্লি, ৩রা অক্টোবর, ২০২৪: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে মারাঠি, পালি, প্রাকৃত, অসমীয়া এবং বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। ধ্রুপদী ভাষাসমূহ ভারতের গভীর এবং প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যের রক্ষক হিসাবে ভূমিকা পালন করে আসছে ও প্রতিটি সম্প্রদায়ের ঐতিহাসিক ও সাংস্কৃতিক মাইলফলকের সার্বত্তাকে মূর্ত করে।
বিশদ এবং পটভূমি:
ভারত সরকার ২০০৪ সালের ১২ই অক্টোবর তামিলকে ধ্রুপদী ভাষা হিসাবে ঘোষণা করে এবং ধ্রুপদী ভাষার মর্যাদার মানদণ্ড হিসাবে নিম্নলিখিতগুলিকে নির্ধারণ করে "ধ্রুপদী ভাষা" হিসাবে ভাষার একটি নতুন বিভাগ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে:
ক) এর প্রাথমিক গ্রন্থগুলির উচ্চ প্রাচীনত্ব / এক হাজার বছর ধরে রেকর্ড রাখার ইতিহাস।
খ) প্রাচীন সাহিত্য / গ্রন্থের একটি আকর, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বক্তাদের দ্বারা মূল্যবান ঐতিহ্য হিসাবে বিবেচিত হয়।
গ. সাহিত্যের ঐতিহ্য অবশ্যই মৌলিক হতে হবে এবং অন্য ভাষিক সম্প্রদায় থেকে ধার করা যাবে না।
ভারত সরকার, এখনও অবধি নিম্নলিখিত ভাষাগুলিকে ধ্রুপদী ভাষার মর্যাদা প্রদান করেছে:
ভাষা |
ভাষা বিজ্ঞপ্তির তারিখ |
তামিল |
12/10/2004 |
সংস্কৃত |
25/11/2005 |
তেলুগু |
31/10/2008 |
কন্নড় |
31/10/2008 |
মালয়ালম |
08/08/2013 |
তামিল |
12/10/2004 |
***
SKC/PKS/KMD
(Release ID: 2061877)
Visitor Counter : 39