বস্ত্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

'স্বচ্ছতা হি সেবা ২০২৪'-এর অধীনে বস্ত্রশিল্প মন্ত্রকের পরিচ্ছন্নতা অভিযান, স্বাস্থ্য শিবির এবং বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ

Ministry of Textiles implements cleanliness drives, health checkups, and waste management initiatives under ‘Swachhata Hi Seva 2024

Posted On: 27 SEP 2024 6:35PM by PIB Agartala

নয়াদিল্লী, ২৭ সেপ্টেম্বর, ২০২৪: বস্ত্রশিল্প মন্ত্রক, এর অধীনস্ত বিভিন্ন রাষ্ট্রায়ত্ব সংস্থা, স্বায়ত্তশাসিত সংস্থা এবং বিধিবদ্ধ সংস্থার কার্যালয়সমূহের মাধ্যমে "স্বভাব স্বচ্ছতা - সংস্কার স্বচ্ছতা" থিমের অধীনে 'স্বচ্ছতা হি সেবা ২০২৪' প্রচারাভিযান পালন করেছে। মন্ত্রকের উর্ধ্বতন আধিকারিকরা মন্ত্রকের বিভিন্ন বিভাগের পরিচ্ছন্নতা উদ্যোগ পরিদর্শনের জন্য উদ্যোক্তা ভবনে বস্ত্র মন্ত্রকের বিভাগ পরিদর্শন করেন। 'স্বচ্ছতা হি সেবা' অভিযানের অধীনে, জাতীয় টেক্সটাইল কর্পোরেশন "সাফাই মিত্র সুরক্ষা শিবির" এর মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে।

জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড আগামীর জন্য এক স্বাস্থ্যকর পরিবেশ এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করতে জনবহুল এলাকা এবং জলাশয়সমূহ পরিষ্কার করার উদ্যোগ নেয়। তেমনি, কার্যালয় চত্বরে স্বচ্ছতা বিষয়ক কার্যক্রম গ্রহণ করা হয়। এছাড়াও, বস্ত্র মন্ত্রক সাফাই মিত্রের স্বাস্থ্য এবং সুস্থতার জন্য সংবেদনশীলতার উপর একটি কর্মশালার আয়োজন করেছে।

তেমনি উন্নয়ন কমিশনারের কার্যালয় (হ্যান্ডলুমস) স্বচ্ছতা হি সেবা কার্যক্রম এর অধীনে তাঁত পরিষেবা কেন্দ্র (ডব্লিউএসসি) এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজি এর উদ্যোগে ফেলে দেওয়া জিনিসপত্র থেকে কারুশিল্প সামগ্রী যেমন ম্যুরাল, ভাস্কর্য, আলংকারিক জিনিসপত্র তৈরী করার ও কার্যালয় সজ্জার পদক্ষেপ নেয় । সর্দার বল্লভভাই প্যাটেল স্কুল অফ টেক্সটাইল অ্যান্ড ম্যানেজমেন্ট এর উদ্যোগে "সাফাই মিত্র সুরক্ষা শিবির" স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এছাড়াও, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি স্বচ্ছতা হি  সেবা অভিযানের মধ্য দিয়ে কার্যালয়ের অতি পুরোনো ফাইলপত্র বাতিল করে। সেন্ট্রাল কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডও এই প্রচারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।  তেমনি, ২৬ শে সেপ্টেম্বর শাখা কার্যালয়গুলোতে সমস্ত কর্মচারী পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয় এবং ভারত নগরে বাঙ্কার কলোনিতে স্বচ্ছতার জন্য  শ্রমদান করে।

উন্নয়ন কমিশনারের কার্যালয় (হস্তশিল্প) প্রাঙ্গনে এবং বাইরে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এই অভিযানে, সংস্থার কর্মকর্তারা দুটি রঙের বিন তৈরি করে সমস্ত শুকনো বর্জ্য এবং ভেজা বর্জ্য পৃথক আবর্জনা বাক্সে রাখার উদ্যোগ নেয়, যেমন, ভেজা বর্জ্যের জন্য লাল এবং শুকনো বর্জ্যের জন্য সবুজ রঙের বাক্স ব্যবহার করা হয়।

***

SKC/SG/KMD


(Release ID: 2059994) Visitor Counter : 31


Read this release in: English