আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রক
শৌচ স্বাস্থ্যবিধি : অন্ধ্রপ্রদেশের পোন্নাপল্লীতে সত্যনারায়ণম্মার সাফল্য
স্বচ্ছ ভারতের দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্য রেখে এক মৎস্যজীবীর প্রয়াস সমাজকে রূপান্তরিত করেছে
Posted On:
25 SEP 2024 11:46AM by PIB Agartala
নয়াদিল্লি, 24 সেপ্টেম্বর 2024: অন্ধ্রপ্রদেশের নরসাপুর শহরের কেন্দ্রস্থলে পোন্নাপল্লী ওয়ার্ডে অবস্থিত এক সম্প্রদায় একসময় উন্মুক্ত স্থানে শৌচকর্মের জন্য পরিচিত ছিল৷ মৌলিক শৌচ স্বাস্থ্যবিধির পরিষেবাও সেখানে সীমিত আকারে প্রাপ্ত ছিল। তা সত্বেও একটি বস্তির বিশাল জনসংখ্যা উন্মুক্ত স্থানেই মলত্যাগকে আদর্শ হিসাবে গ্রহণ করেছিল। এই পরিবেশের মধ্যেও, সত্যনারায়ণম্মা নামে এক মহিলা সেই স্থিতাবস্থা মেনে নিতে অপারগ ছিলেন। পোলিওর কারণে ভিন্নভাবে সক্ষম মৎস্যজীবী এবং দুই সন্তানের জননী সত্যনারায়ণম্মা তাঁর সম্প্রদায়ের পরিবর্তনের দ্যোতক হয়ে ওঠেন। অসুস্থতার সাথে তার ব্যক্তিগত অভিজ্ঞতা তাকে স্যানিটেশনের গুরুত্ব সম্পর্কে গভীরভাবে সচেতন করে তুলেছিল, যা তাকে কেবল তার পরিবারের জন্যই নয়, পুরো ওয়ার্ডের বাসিন্দাদের সামনে একটি পার্থক্য তৈরি করে দেখানোর জন্য তাকে উৎসাহিত করে।

অবশেষে সুষ্ঠ শৌচ ব্যবস্থার স্বপ্ন বাস্তবায়িত হয়। ধন্যবাদ দিতে হয় পোন্নাপল্লী ওয়ার্ডের মানুষকে তাঁদের অক্লান্ত পরিশ্রমের জন্য। উন্মুক্ত স্থানে মলত্যাগ মুক্ত এলাকা (ওডিএফ) হিসেবে মর্যাদা অর্জন করেছে পোন্নাপল্লী ওয়ার্ড, যা শহরের জন্য একটি মাইলফলক এবং তৃণমূল স্তরের শক্তির একটি স্থায়ী প্রমাণ।
এই রূপান্তরটি স্বচ্ছ ভারত মিশনের দশম বার্ষিকী উপলক্ষে চালু হওয়া জাতীয় স্বভাব স্বচ্ছতা সংস্কার স্বচ্ছতা (৪এস) অভিযানের সাথে সাযূজ্যপূর্ণ। ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর, ২০২৪ পর্যন্ত চলা এই প্রচারাভিযানটি বার্ষিক স্বচ্ছতাই সেবা আন্দোলনের লক্ষ্যগুলিকে প্রতিধ্বনি করে পরিচ্ছন্নতা ও স্যানিটেশনের সংস্কৃতিকে সকলকে লালন করার জন্য ভারতের চলমান প্রচেষ্টাকে তুলে ধরে। মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে দেশ যখন স্বচ্ছ ভারত দিবসের অভিমুখে এগিয়ে চলেছে, তখন পোন্নাপল্লির মতো সম্প্রদায়ের কাহিনী দেখিয়ে দেয় , একটি সাধারণ কারণের জন্য নাগরিকরা ঐক্যবদ্ধ হলে কী অর্জন করতে পারে -এর শক্তিশালী প্রতীক হয়ে ওঠে। ফোর এস প্রচারাভিযানটি কেবল পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য নয়, স্যানিটেশন অনুশীলনের প্রতি দায়িত্ববোধ এবং গর্বকে জাগিয়ে তোলা, অনেকটা সত্যনারায়ণম্মা এবং তাঁর সহকর্মী মহিলারা তাদের ওয়ার্ডে যা অর্জন করেছিলেন তার মতো।

স্বচ্ছ ভারত অভিযানের সুদূরপ্রসারী প্রভাব এর পর্যায়ক্রমিক সাফল্যের মধ্যে স্পষ্ট। ২৪ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত, ভারত জুড়ে ৪,৫৭৬ টি শহর খোলা মলত্যাগ মুক্ত (ওডিএফ), যার অর্থ খোলা মলত্যাগের অভ্যাসটি সফলভাবে নির্মূল হয়েছে। উপরন্তু, ৩,৯১৩টি শহর ওডিএফ+ মর্যাদা অর্জন করেছে, যা কেবল খোলা জায়গায় মলত্যাগ দূরীকরণই নয়, টয়লেট ব্যবহার এবং পাবলিক এবং কমিউনিটি টয়লেটগুলির যথাযথ রক্ষণাবেক্ষণকেও নির্দেশ করে। তদুপরি, ১,৪২৯ টি শহর ওডিএফ ++ স্থিতিতে পৌঁছেছে, মল কাদা এবং বর্জ্য নিকাশি ব্যবস্থার উন্নত ব্যবস্থাপনা প্রদর্শন করে, দক্ষ বর্জ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থাকে নিশ্চিত করে।
গ্রামীণ অঞ্চলে, মিশনটি ৫,৫৪,১৫০টি গ্রামকে ওডিএফ প্লাস স্ট্যাটাস অর্জনের সাথে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, যা উন্নত স্যানিটেশন সুবিধা এবং অনুশীলনের ইঙ্গিত। এর মধ্যে ৩ লক্ষ ৩৬৮টি গ্রামকে ওডিএফ প্লাস প্লাস মডেল গ্রাম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। উপরন্তু, ১,৩০,২৩৮টি গ্রামকে ওডিএফ প্লাস মডেল ভেরিফায়েড গ্রাম হিসাবে যাচাই করা হয়েছে, যাতে তারা টেকসই স্যানিটেশন অনুশীলনের কঠোর মানদণ্ড পূরণ করে।
এই সংখ্যাগুলি পরিসংখ্যানের চেয়ে বেশি, কারণ এই সংখ্যা আসলে রূপান্তরিত, স্বাস্থ্যকর সম্প্রদায় এবং সত্যনারায়ণম্মার মতো ব্যক্তিদের সম্মিলিত সংকল্পের প্রতিনিধিত্ব করে। পোন্নাপল্লী ওয়ার্ডে তাঁর কাজ একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ভারতের মিশনের দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে, এমন একটি দৃষ্টিভঙ্গি যা দেশজুড়ে পরিবর্তনের অনুপ্রেরণা অব্যাহত রাখে।
স্বচ্ছ ভারত মিশন তার দ্বিতীয় দশকে প্রবেশ করার সাথে সাথে নিশ্চিত করে যে পোন্নাপল্লীর মতো সম্প্রদায় কেবল ওডিএফ নয় বরং আগামী প্রজন্মের জন্য তাদের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি বজায় রাখার জন্য জ্ঞান এবং সংস্থান দিচ্ছে। এই আকর্ষণীয় পরিসংখ্যানের পিছনে সত্যনারায়ণম্মার মতো গল্প লুকিয়ে রয়েছে যেখানে - ব্যক্তিগত প্রচেষ্টা বা সমষ্টিগত ক্রিয়াকে প্রজ্বলিত করে। স্বচ্ছ ভারত মিশন শুধু শৌচাগার তৈরি করেনি; মানসিকতাকে নতুন আকার দিয়েছে। সত্যনারায়ণম্মার যাত্রা দেখিয়েছে যে সত্যিকারের রূপান্তর পরিকাঠামোর বাইরেও পৌছুতে পারে - মানুষ কীভাবে স্যানিটেশন উপলব্ধি করে এবং অনুশীলন করে তা পরিবর্তন করে।
References: • Satyanarayanamma's Sanitation Success in Ponnapalli
***
SKC/DM/KMD
(Release ID: 2059338)