আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রক
azadi ka amrit mahotsav

স্বচ্ছ ভারত মিশন: উদ্ভাবনার সাথে মহিলাদের স্বাস্থ্যবিধির রূপান্তর

ভারতের স্বাস্থ্যবিধি অভিযানে এক দশকের অগ্রগতির উদযাপন

Swachh Bharat Mission: Transforming Women’s Sanitation with Innovation
Celebrating a Decade of Progress in India's Sanitation Drive

Posted On: 16 SEP 2024 1:20PM by PIB Agartala

নয়াদিল্লী, ১৬ সেপ্টেম্বর ২০২৪: ভারতে যথাযথ শৌচ-স্বাস্থ্যবিধি সুবিধার অভাবের কারণে মহিলারা দীর্ঘকাল ধরে নানাভাবে প্রভাবিত হয়েছে, সর্বজনীন স্থানগুলোতে সুরক্ষা, গোপনীয়তা এবং মর্যাদার ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রতিবন্ধকতা দেখা গেছে। এটি স্বীকার করে, স্বচ্ছ ভারত মিশন নারী-বান্ধব শৌচালয় তৈরির উপর দৃঢ় নজর  দিয়েছে, যা এই গুরুত্বপূর্ণ প্রয়োজনগুলি পূরণ করে। সর্বজনীন স্যানিটেশন বা শৌচ-স্বাস্থ্যবিধি রক্ষায় প্রচেষ্টা ত্বরান্বিত করার জন্য, ভারতের প্রধানমন্ত্রী ২০১৪-র ২রা অক্টোবর  স্বচ্ছ ভারত মিশন চালু করেছিলেন, যা ভারতের পরিচ্ছন্নতা অভিযানে একটি রূপান্তরকারী পরিবর্তনকে চিহ্নিত করে।

যেহেতু দেশ আজ স্বচ্ছ ভারত মিশনের এক দশক উদযাপন করছে এবং 'স্বচ্ছতা হি সেবা ২০২৪' প্রচারাভিযান "স্বভাব স্বচ্ছতা, সংস্কার স্বচ্ছতা" থিমের অধীনে সপ্তম বছরে পদার্পণ করছে, সম্মিলিত পদক্ষেপ এবং নাগরিকদের অংশগ্রহণ এই কর্মসূচির অগ্রভাগে রয়েছে। এই প্রচেষ্টাগুলি থেকে উঠে আসা সবচেয়ে প্রভাবশালী উদ্যোগগুলির মধ্যে একটি হল অন্তর্ভুক্তিমূলক শৌচ-স্বাস্থ্যবিধি সুবিধার উন্নয়ন, বিশেষ করে মহিলাদের জন্য।



নারী-বান্ধব শৌচ-স্বাস্থ্যবিধি নিশ্চিত করার ক্ষেত্রে অসাধারণ উদ্ভাবনের মধ্যে রয়েছে কর্ণাটকের স্ত্রী টয়লেট। ব্যাঙ্গালোরের ম্যাজেস্টিক-এ জনবহুল কে এস আর টি সি বাস টার্মিনালে অবস্থিত, স্ত্রী টয়লেট হল কীভাবে স্ক্র্যাপ যানবাহনকে জনস্বাস্থ্যের প্রয়োজন মেটাতে পুনরায় ব্যবহার করা যেতে পারে তার একটি প্রধান উদাহরণ। এই সুবিধাটি ভারতীয়- এবং পশ্চিমা-শৈলীর কমোড, একটি ইনসিনারেটর, একটি স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন এবং শিশুদেরর খাওয়ানো এবং ডায়াপার পরিবর্তনের জন্য একটি নির্দিষ্ট স্থান সহ বৈশিষ্ট্যগুলির একটি বিস্তৃত পরিসরের সাথে ডিজাইন করা হয়েছে। উপরন্তু, সৌর সেন্সর লাইট, একটি দীর্ঘস্থায়ী সৌর শক্তি সিস্টেম দ্বারা চালিত, নিশ্চিত করে যে এই স্থানটি সবসময় ভালভাবে আলোকিত এবং সুরক্ষিত থাকে। মহিলাদের জন্য, বিশেষ করে ছোট বাচ্চাদের, মায়েদের জন্য, স্ত্রী টয়লেট  জনবহুল  এলাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয় ও নিরাপদ সুবিধা হয়ে উঠেছে। তা লিঙ্গ-সংবেদনশীল পরিকাঠামোর দিক থেকেও একটি অপরিহার্য পদক্ষেপ বলে বিবেচিত হচ্ছে।


একইভাবে, নয়ডায় গড়ে ওঠা পিঙ্ক টয়লেটও দৃষ্টান্ত, যা, বিশেষভাবে মহিলা এবং মেয়েদের জরুরি প্রয়োজনের জন্য তৈরি করা হয়েছে। এতেও মহিলাদের সুবিধা, নিরাপত্তা এবং গোপনীয়তার উপর জোর দেওয়া হয়েছে। ২০১৯-র আগস্ট-এ তাদের চালু হওয়ার পর থেকে, এই টয়লেটগুলি শহরাঞ্চলে একটি অপরিহার্য সুবিধা হয়ে উঠেছে, সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত বিনামূল্যে চলছে। পিঙ্ক বা গোলাপী টয়লেটগুলি স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন এবং ইনসিনারেটর থেকে শুরু করে স্তন্যপান করানো মায়েদের জন্য নির্ধারিত স্থান দেওয়া, স্নান এবং চেঞ্জিং রুম, বিশ্রামের জায়গা পর্যন্ত বিভিন্ন বৈশিষ্ট্য সরবরাহ করে। ও ডি এফ প্লাস প্লাস মানদণ্ডের সাথে সামঞ্জস্য রেখে, এই টয়লেটগুলিকে পরিষ্কার, স্বাস্থ্যকর এবং অন্তর্ভুক্ত করার জন্য ডিজাইন করা হয়েছে, যাতে দিব্যংঙ্গজনদের জন্য আসন এবং ক্রমাগত উন্নতির জন্য তথ্য-প্রযুক্তি-জ্ঞাপন -নির্ভর প্রতিক্রিয়া সিস্টেমের মতো বৈশিষ্ট্য রয়েছে।

সর্বজনীন স্যানিটেশন নিশ্চিত করার এই যাত্রাপথে, মহিলা-বান্ধব টয়লেট তৈরি করা স্বাস্থ্যবিধি, সুরক্ষা এবং সবার জন্য মর্যাদার প্রতি ভারতের ক্রমবর্ধমান প্রতিশ্রুতির প্রামাণ্য ব্যবস্থা হিসেবে পরিগণিত হয়েছে। কর্ণাটকের স্ত্রী টয়লেট এবং নয়ডায় পিঙ্ক টয়লেটের মতো উদ্যোগগুলি প্রমাণ করে, উদ্ভাবনী পরিকাঠামো মহিলাদের নিরাপদ, পরিষ্কার এবং সুবিধা প্রদান করে তাদের জীবনকে গভীরভাবে পরিবর্তন করতে পারে।  যেহেতু স্বচ্ছ ভারত মিশন এক দশক পূর্ণ করেছে এবং তার 'স্বচ্ছতা হি সেবা ২০২৪' প্রচারাভিযানের সাথে অনুপ্রাণিত করে চলেছে, সেক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশনের উপর লক্ষ্য শুধুমাত্র জনস্বাস্থ্যের জন্য এক ধাপ এগিয়ে নয়, ভারতে মহিলাদের জন্য আরও ন্যায়সঙ্গত এবং ক্ষমতায়িত ভবিষ্যতের দিকে একটি ধাপ এগিয়ে যাওয়া।

References:

https://www.myscheme.gov.in/schemes/sbm-g-i

https://sbmurban.org/new-age-toilets

https://swachhbharatmission.ddws.gov.in/about_sbm

https://x.com/CeoNoida/status/1426881579427635207

https://ksrtc.karnataka.gov.in/new-page/Sthree%20Toilet/en
 

**

SKC/SG/KMD


(Release ID: 2058641) Visitor Counter : 26


Read this release in: English