স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক
আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার ছয় বছরে এর আওতায় এসেছে ১২ কোটি পরিবার
Transforming Healthcare: Six Years of Ayushman Bharat PM-JAY
प्रविष्टि तिथि:
23 SEP 2024 5:21PM by PIB Agartala
নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর,২০২৪: প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ২০১৮-র ২৩ সেপ্টেম্বরেই এই খরচ সাশ্রয়কর ও নিশ্চিত স্বাস্থ্য সেবা বীমা যোজনা গরিব ও মধ্যবিত্ত মানুষের জন্য সূচনা করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। আই ছয় বছরে এই যোজনা গরিব মানুষের মধ্যে বিপুল আশার আলো সঞ্চারিত করেছে। বিগত ছয় বছরেএই যোজনায় স্বাস্থ্য সেবার ক্ষেত্রে বিপুল রূপান্তর সম্ভব হয়েছে এর অধীনে, সুবিধাপ্রাপকদের জন্য ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ সরকারের তহবিল থেকে মেটানো হয়। এই ছয় বছরে এই যোজনার অন্তভুক্ত হয়েছে ১২ কোটি পরিবার। সারা বিশ্বে এরকম প্রকল্পগুলোর মধ্যে এটি বৃহত্তম।

গত ছয় বছরে, পিএম-জে এ ওয়াই ভারতে গভীর-শিকড়ে গ্রথিত স্বাস্থ্য বৈষম্যকে মোকাবিলা করার প্রচেষ্টা নিয়েছে। ২০১১-র আর্থ-সামাজিক জাতি জনগণনার উপর ভিত্তি করে জনসংখ্যার ৪০% দরিদ্রতম জনসংখ্যাকে অগ্রাধিকার দিয়েছে। এই প্রকল্প বিত্ত অনুযায়ী স্বাস্থ্যসেবা ব্যবস্থা থেকে সমন্বিত ও চাহিদা-ভিত্তিক স্বাস্থ্য সেবা দেওয়ার দিকে একটি দৃষ্টান্তমূলক পরিবর্তনকে সূচিত করেছে। যার মধ্য দিয়ে সুস্থায়ী উন্নয়ন লক্ষ্যসূমহ (এসডিজি) পূরণে দেশের অঙ্গীকারের অনুসারী হয় গিয়েছে এবং "কেউ যেন পেছনে পড়ে না থাকে"-র নীতিকে নিশ্চিত করছে।

চলতি বছরের ১ সেপ্টেম্বর পর্যন্ত আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় বিভিন্ন অনুমোদিত হাসপাতালে ভর্তি হয়ে বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা গ্রহনের মাধ্যমে আর্থিক সাশ্রয়ের সুযোগ পেয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ।এর মধ্যে হৃদযন্ত্রের বাইপাস অস্ত্রোপচারের জন্য মোট ৬০,২২১ জন ভর্তি হয়ে ৯০৪.৪৯ কোটি টাকা, কোরোনারী এঞ্জিওপ্লাষ্টির জন্য মোট ৪,৭১,৫১৯ জন ভর্তি হয়ে ৪,৬৩৫.২৩ কোটি টাকা, হার্ট ভালভ সার্জারীতে ৩২,৪৬২ জন ভর্তি হয়ে ৭২০.০৭ কোটি টাকা সাশ্রয়ের সুবিধা পেয়েছেন।

একইভাবে গলব্লাডার বাদ দেওয়ার অস্ত্রোপচারে ১৮,১৬৮ জন হাসপাতালে ভর্তি হয়ে ২০.৩৬ কোটি টাকা, চোখের ছানির অস্ত্রোপচারের জন্য ২২,৪৩,৭৬৫ জন ভর্তি হয়ে ১,৬৯২.৯৬ কোটি টাকা সাশ্রয়ের সুবিধে পেয়েছেন। অ্যাপেনডিক্স বাদ দেওয়ার অস্ত্রোপচারে ১,৪০,৬৩৮ জন ভর্তি হয়ে ২৫৩.৯৪ কোটি টাকা মাথার অস্ত্রোপচারে ৬৬,২১৯ জন ভর্তি হয়ে ১৭৯.০৫ কোটি টাকা, উচ্চ মাত্রার ঝুঁকিপূর্ণ গভাবস্থায় প্রসবের জন্য ভর্তি হয়ে ১,৬৯,১৯৬ জন ২০৬.৮৮ কোটি টাকা সাশ্রয়ের সুবিধা পেয়েছেন। হাঁটু প্রতিস্থাপনের অস্ত্রোপচারের লক্ষ্যে ১,৫৪,৫৩৮ জন ভর্তি হয়ে ১৩১৯.০৪ কোটি টাকা সাশ্রয়ের আওতাভূক্ত হয়েছেন।হিপ রিপ্লেসমেন্ট সার্জারিতে (কোমরে প্রতিস্থাপনমূলক অস্ত্রোপচারে) অনুমোদিত হাসপাতালে ভর্তি হয়ে ৭২,৩৪৫ জন ৭৮৭.৫৪ কোটি টাকা সাশ্রয়ের আওতায় এসেছেন। একইভাবে জন্মগত ঠোঁট কাটার ত্রুটি সারাইয়ের অস্ত্রোপচারে ২২৮১ জন হাসপাতালে ভর্তি হয়ে ৩.৯৮ কোটি টাকা সাশ্রয়ের সুবিধা পেয়েছেন, মূত্রাশয়ের পথে পাথর সরানোর অস্ত্রোপচারে ৩,৭৭,৯০৪ জন রোগী ১৪২৩.২০ কোটি টাকা পর্যন্ত সাশ্রয়ের সুবিধার আওতায় এসেছেন। এছাড়া ফুসফুসের ক্যান্সার, মুখের ক্যান্সার এবং স্তন ক্যান্সারের চিকিৎসাতেও অনুমোদিত হাসপাতালের মাধ্যমে ব্যাপক অংশের মানুষ বিপুল খরচ বাঁচাতে সুবিধা পেয়েছেন।
***
SKC/KMD
(रिलीज़ आईडी: 2058073)
आगंतुक पटल : 113
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English