পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ন মন্ত্রক
azadi ka amrit mahotsav g20-india-2023

রাজ্য সমূহের আয় ও সংশ্লিষ্ট আয়-সমষ্টি নিয়ে আঞ্চলিক প্রশিক্ষণ কর্মশালা - আগামী ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর

Regional Training Workshop on State Income & Related Aggregates

Posted On: 22 SEP 2024 1:06PM by PIB Agartala

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর, ২০২৪: কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের উদ্যোগে রাজ্যসমূহের আভ্যন্তরীন আয় ও সংশ্লিষ্ট সমষ্টিগত আয়ের উপর এক আঞ্চলিক প্রশিক্ষণ কর্মশালা ত্রিপুরায় অনুষ্ঠিত হবে। ত্রিপুরার অৰ্থনীতি ও পরিসংখ্যান দপ্তরের সহযোগিতায় এই কর্মশালা চলবে আগামী ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। ত্রিপুরা সরকার আয়োজিত এই কর্মশালায় কর্ণাটক, মেঘালয়, রাজস্থান, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, নাগাল্যান্ড, মণিপুর, দিল্লি, ওড়িশা, সিকিম, অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশের মতো ১৩ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অংশ নেবে। কর্মশালায় মোট রাজ্য অভ্যন্তরীণ উৎপাদন (জিএসডিপি) এবং সংশ্লিষ্ট আয় সমষ্টি বা ইনকাম এগ্রিগেটস সমূহকে পরিমাপ করার উপর আলোকপাত করা হবে। এছাড়া, বিভিন্ন রাজ্যের অর্থনীতি ও পরিসংখ্যান দপ্তরের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক জিএসডিপি সম্পর্কিত বোঝাপড়া ও পরিকল্পনা ও নীতি নির্ধারণে জিএসডিপি এর ভূমিকা সম্পর্কে বোঝাপড়া আরো উন্নত করার পদক্ষেপ নেওয়া হবে।

***

SKC/KMD



(Release ID: 2057623) Visitor Counter : 16


Read this release in: English