তথ্য ও সম্প্রচার মন্ত্রক"
azadi ka amrit mahotsav g20-india-2023

ভারত আগামী বছরের শুরুর দিকে বিশ্ব অডিও ভিজ্যুয়াল এবং বিনোদন শীর্ষক সম্মেলন আয়োজন করবে, যা মিডিয়া এবং বিনোদন শিল্পের সমগ্র অংশকে জুড়বে

India to host World Audio Visual & Entertainment Summit early next year, covering the entire gamut of Media and Entertainment industry

Posted On: 20 SEP 2024 5:08PM by PIB Agartala

হায়দ্রাবাদ, ২০ সেপ্টেম্বর ২০২৪: ভারত সরকার আগামী বছরের শুরুর দিকে ৫ থেকে ৯ ফেব্রুয়ারী ভারতের মিডিয়া এবং বিনোদন শিল্পকে শক্তিশালী করতে এবং এর বিশ্বব্যাপী প্রভাব বিস্তার করতে ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট (ওয়েভস) আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছে৷


আজ  হায়দ্রাবাদের জওহরলাল নেহরু আর্কিটেকচার অ্যান্ড ফাইন আর্টস ইউনিভার্সিটিতে (জেএনএএফইউ) ওয়েভের প্রচারের জন্য একটি রোডশোতে বক্তব্য রাখতে গিয়ে, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব শ্রী সঞ্জয় জাজু বলেন যে ওয়েভস হবে প্রথমবারের মতো বিশ্বব্যাপী সামিট যা মিডিয়া এবং বিনোদন শিল্পের সমগ্র অংশ জুড়ে থাকবে। ইভেন্টে অংশগ্রহণ করে, শ্রী জয়েশ রঞ্জন, তেলেঙ্গানা সরকারের আইটি, ইলেকট্রনিক্স এবং যোগাযোগ বিভাগের বিশেষ মুখ্য সচিব বলেছেন যে এই সেক্টরে উদ্ভাবনকে উন্নীত করার জন্য রাজ্যের একটি কিউরেটেড ইকোসিস্টেম রয়েছে এবং এটিকে জাতীয় স্তরে নিয়ে যেতে পেরে আনন্দিত হবে।

 

শ্রী জাজু বলেন যে ওয়েভস এবং মিডিয়া ও বিনোদন  শিল্প এবং প্রযুক্তির মধ্যে ঘনিষ্ঠ সমন্বিত প্রচেষ্টা দেখতে পাবে। ওয়েভস -এর লক্ষ্য হল একটি প্রিমিয়ার ফোরাম, বিকশিত M&E শিল্পের ল্যান্ডস্কেপের মধ্যে সংলাপ, বাণিজ্য সহযোগিতা এবং উদ্ভাবনকে উৎসাহিত করা।এই শীর্ষ সম্মেলন সুযোগগুলি অন্বেষণ করতে, চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে, ভারতে বাণিজ্য আকর্ষণ করতে এবং সেক্টরের ভবিষ্যত গঠনের জন্য শিল্প নেতাদের, স্টেকহোল্ডারদের এবং উদ্ভাবকদের আহ্বান করবে৷ আগের দিন তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব শ্রী সঞ্জয় জাজু ফিল্ম অ্যাসোসিয়েশন এসেক্টরের শিল্প ক্ষেত্রে শীর্ষ কর্মকর্তাদের সাথে দেখা করেন। হায়দ্রাবাদের সিবিএফসি আঞ্চলিক অফিস দ্বারা আয়োজিত সভায়, তিনি চলচ্চিত্র শিল্পের মুখোমুখি পাইরেসির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কঠোরভাবে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। শ্রী জাজু গেমিং শিল্পের স্টেকহোল্ডারদের সরকারী সহায়তারও আশ্বাস দিয়েছেন।

শ্রী অজয় ধোকে, যেন এফ ডি  সি -র জি এম  এবং ওয়েভস -এর সিইও, শ্রী রাজেন্দ্র সিং, সি বি এফ সি-র  সিইও, শ্রীমতি শিফালি কুমার এবং  সি বি এফ সি-র হায়দ্রাবাদ কার্যালয়ের  ইও শ্রী রাহুল গৌলিক বৈঠকে অংশ নেন।

**** 

SKC/SG/KMD



(Release ID: 2057240) Visitor Counter : 13


Read this release in: English