উপজাতি কল্যাণ বিষয়ক মন্ত্রক
azadi ka amrit mahotsav g20-india-2023

প্রধানমন্ত্রী জনজাতিয় উন্নত গ্রাম অভিযানে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

এই মিশনের লক্ষ্য হল উচ্চাকাঙ্ক্ষী জেলাগুলিতে ৬৩,০০০-এরও অধিক জনজাতি প্রধান গ্রাম এবং জনজাতি বসতির সামগ্রিক উন্নতি ও পরিপূর্ণতা অর্জন; এরজন্য ৭৯,১৫৬ কোটি টাকার বাজেট বরাদ্দ অনুমোদন

Posted On: 18 SEP 2024 3:22PM by PIB Agartala

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর, ২০২৪: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ জনজাতি অধ্যুষিত গ্রাম এবং উচ্চাকাঙ্ক্ষী জেলাগুলিতে জনজাতি পরিবারসমূহের জন্য পরিপূর্ণতা অর্জনের লক্ষ্যমাত্রা গ্রহণ করে জনজাতি সম্প্রদায়ের আর্থ-সামাজিক অবস্থার উন্নতির জন্য মোট ৭৯,১৫৬ কোটি টাকার (এরমধ্যে কেন্দ্রীয় অংশঃ ৫৬,৩৩৩ কোটি এবং রাজ্যের অংশঃ২২,৮২৩ কোটি টাকা) ব্যয়-বরাদ্দ সহ প্রধানমন্ত্রী জনজাতিয় উন্নত  গ্রাম অভিযান (পিএমজেইউএ) অনুমোদন করেছে।

২০২৪-২৫ সালের বাজেট ভাষণে প্রদত্ত ঘোষণা অনুযায়ী, এই প্রকল্পের অধীনে প্রায় ৬৩,০০০ গ্রামকে অন্তর্ভুক্ত করা হবে, যার ফলে ৫ কোটিরও বেশি জনজাতি ভুক্ত  মানুষ উপকৃত হবেন। সাথে এর মধ্যে অন্তর্ভুক্ত হবে ৩০টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৪৯ টি জনজাতি অধ্যুষিত জেলা এবং ২৭৪০ টি ব্লক অন্তর্ভুক্ত করবে।

২০১১ সালের জনগণনা অনুসারে ভারতে তফশিলী জনজাতির জনসংখ্যা ১০.৪৫ কোটি এবং সারা দেশে ৭০৫ টিরও বেশি উপজাতি সম্প্রদায় রয়েছে, যারা প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলে বসবাস করে। প্রধানমন্ত্রী জনজাতিয় উন্নত  গ্রাম অভিযানের লক্ষ্য হল ভারত সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সামাজিক পরিকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা, জীবিকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ফাঁকগুলি পূরণ করা এবং প্রধানমন্ত্রী জনমন (প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান)-এর শিক্ষা ও সাফল্যের ভিত্তিতে জনজাতি অঞ্চল ও সম্প্রদায়ের জন্য সামগ্রিক ও সুস্থায়ী উন্নয়ন নিশ্চিত করা।

এই মিশনে ২৫টি কর্মসূচি রয়েছে যা ১৭টি মন্ত্রক এর নিয়ন্ত্রণে বাস্তবায়িত হবে। প্রতিটি মন্ত্রক ও দফতর  তফশিলী জনজাতিদের জন্য উন্নয়ন কর্মপরিকল্পনা (ডিএপিএসটি)-এর আওতায় বরাদ্দকৃত তহবিলের মাধ্যমে আগামী ৫ বছরের নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই প্রকল্প বাস্তবায়নের জন্য দায়বদ্ধ থাকবে, যাতে নিম্নলিখিত লক্ষ্যগুলি অর্জন করা যায়ঃ

লক্ষ্য ১: সুদৃঢ় পরিকাঠামো তৈরী করা:

ক) যোগ্য পরিবারের জন্য পাকা বাড়ি এবং অন্যান্য সুযোগ-সুবিধাঃ  যোগ্য তফসিলি জনজাতি (এসটি) পরিবারগুলি পিএমএওয়াই (গ্রামীণ)-এর আওতায় পাকা বাড়ি সহ  নলের জল (জল জীবন মিশন) এবং বিদ্যুৎ সংযোগ ও সরবরাহ (আরডিএসএস) পাবে। যোগ্য তফসিলি জনজাতি পরিবারগুলি আয়ুষ্মান ভারত কার্ড (পিএমজেএওয়াই)-এর সুবিধাও পাবে।

খ) গ্রামের পরিকাঠামোর উন্নয়নঃ এসটি অধ্যুষিত গ্রামগুলির জন্য স্বাস্থ্য, পুষ্টি এবং শিক্ষার উন্নতির জন্য পরিকাঠামো (এনএইচএম, সমগ্র শিক্ষা এবং পোষণ) নিশ্চিত করার জন্য সমস্ত আবহাওয়ার উপযোগী উন্নত সড়ক সংযোগ (পিএমজিএসওয়াই), মোবাইল সংযোগ (ভারত নেট) এবং ইন্টারনেটের সুবিধার বিস্তার  প্রদান করা।

লক্ষ্য ২: অর্থনৈতিক ক্ষমতায়নের প্রসার

গ) দক্ষতা বিকাশ, শিল্পোদ্যোগী করার উদ্যোগের প্রসার এবং জীবিকার উন্নতি (স্ব-নির্ভর কর্মসংস্থান)- প্রশিক্ষণের সুযোগ প্রদান (স্কিল ইন্ডিয়া মিশন/জেএসএস) এবং প্রতি বছর দশম/দ্বাদশ শ্রেণির পরে এসটি সম্প্রদায়ের শিক্ষার্থীদেরকে  দীর্ঘমেয়াদী দক্ষতা বিকাশ কোর্সে প্রবেশাধিকার নিশ্চিত করা। এছাড়াও, জনজাতি বহুমুখী বিপণন কেন্দ্রের (টিএমএমসি) মাধ্যমে বিপণন সহায়তা, পর্যটকদের বাড়িতে থাকা, কৃষি, পশুপালন এবং মৎস্যচাষের মাধ্যমে এফআরএ লিজধারীদের সহায়তা প্রদান করা হচ্ছে।

লক্ষ্য ৩:  উত্তম শিক্ষার সার্বজনীন সুযোগঃ

(ঘ) শিক্ষা: বিদ্যালয় ও উচ্চ শিক্ষায় মোট ভর্তির অনুপাত (জি. ই. আর) জাতীয় পর্যায়ে নিয়ে আসা; জেলা/ব্লক স্তরে বিদ্যালয়গুলিতে উপজাতি ছাত্রাবাস স্থাপনের মাধ্যমে এসটি শিক্ষার্থীদের জন্য গুণমান সম্মত শিক্ষাকে সাশ্রয়ী ও সহজলভ্য (সমগ্র শিক্ষা অভিযান) করা।

লক্ষ্য ৪: স্বাস্থ্যকর জীবন এবং মর্যাদাকর বার্ধক্যঃ

স্বাস্থ্য: তপশিলি জনজাতি পরিবারদের জন্য উত্তম স্বাস্থ্য পরিষেবার সুযোগ-সুবিধা নিশ্চিত করা, শিশু মৃত্যুর হার (আইএমআর), মাতৃমৃত্যু হার (এমএমআর) -এর ক্ষেত্রে জাতীয় মান অর্জন এবং সমতল অঞ্চলে ১০ কিলোমিটারের বেশি এবং পার্বত্য অঞ্চলে ৫ কিলোমিটারের বেশি দূরত্বে স্বাস্থ্য উপকেন্দ্র থাকলে, এমন অবস্থায় সেইসব এলাকার জন্য মোবাইল মেডিকেল ইউনিটের মাধ্যমে টিকাদান নিশ্চিত করা (জাতীয় স্বাস্থ্য মিশন) হবে।

 ***

SKC/ADK/KMD



(Release ID: 2056531) Visitor Counter : 19


Read this release in: English