রাসায়নিক ও সার মন্ত্রক
azadi ka amrit mahotsav

ফসফেটিক এবং পটাসিক (পিএকে) সারের উপর রবি মরসুম, ২০২৪ এর জন্য পুষ্টি ভিত্তিক ভর্তুকির (এনবিএস) হার এর অনুমোদন দিয়েছে

Cabinet approves Nutrient Based Subsidy (NBS) rates for Rabi Season, 2024 on Phosphatic and Potassic (P&K) fertilizers

Posted On: 18 SEP 2024 3:15PM by PIB Agartala

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর ২০২৪: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরো হিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ফসফেটিক এবং পটাসিক সারের (পি এন্ড কে)  উপর রবি মরশুম, ২০২৪ এ ১-১০-২০২৪ থেকে ৩১-০৩-২০২৫ পর্যন্ত পুষ্টি ভিত্তিক ভর্তুকির হার স্থির করার জন্য রাসায়নিক ও সার মন্ত্রকের প্রস্তাবের অনুমোদন দিয়েছে।

এরজন্য সম্ভাব্য বাজেটের প্রয়োজন হবে প্রায় ২৪,৪৭৫.৫৩ কোটি টাকা।

এর মাধ্যমে ভর্তুকিযুক্ত সাশ্রয়ী মূল্যে এবং যুক্তিসঙ্গত মূল্যে কৃষকদের সারের প্রাপ্যতা নিশ্চিত করা হবে। সাম্প্রতিককালে আন্তর্জাতিক স্তরে সার ও উপকরণের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে পি অ্যান্ড কে সারের উপর এই ভর্তুকি প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সাশ্রয়ী মূল্যে কৃষকদের কাছে এই সার যাতে পৌছায় তা নিশ্চিত করার জন্য পি অ্যান্ড কে সারের উপর ভর্তুকি অনুমোদিত হারের ভিত্তিতে সরবরাহ করা হবে।
সরকার সার উৎপাদক/ আমদানিকারকদের মাধ্যমে কৃষকদের ভর্তুকি মূল্যে ২৮ গ্রেডের পি অ্যান্ড কে সার সরবরাহ করছে। পি অ্যান্ড কে সারের ভর্তুকি এনবিএস স্কিম এর মাধ্যমে ০১-০৪-২০১০ থেকে প্রদান করা হচ্ছে। কৃষকবান্ধব দৃষ্টিভঙ্গি অনুসারে, সরকার কৃষকদের কাছে সুলভ মূল্যে পিএন্ডকে সারের প্রাপ্যতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সার ও উপকরণের আন্তর্জাতিক মূল্য যেমন ইউরিয়া, ডিএপি, এমওপি এবং সালফারের সাম্প্রতিক প্রবণতার পরিপ্রেক্ষিতে, সরকার ফসফেটিক এবং পটাসিক (পি অ্যান্ড কে) সারের উপর ০১-১০-২৪ থেকে ৩১-০৩-২৫ পর্যন্ত কার্যকর রবি মরশুমের জন্য এনবিএস হার অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে। সার সংস্থাগুলিকে অনুমোদিত এবং বিজ্ঞাপিত হার অনুযায়ী ভর্তুকি সরবরাহ করা হবে যাতে কৃষকদের কাছে সাশ্রয়ী মূল্যে সার সরবরাহ করা যায়।


*** 

SKC/DM/KMD


(Release ID: 2056528) Visitor Counter : 32


Read this release in: English