কেন্দ্রীয় মন্ত্রিসভা
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় মন্ত্রিসভা দুই বছরের জন্য ১০,৯০০ কোটি টাকা বরাদ্দ সহকারে উদ্ভাবনী যানবাহন বৃদ্ধিতে "পিএম ইলেকট্রিক ড্রাইভ রেভোলিউশন ইন ইনোভেটিভ ভেহিকেল এনহ্যান্সমেন্ট" (পিএম ই-ড্রাইভ) প্রকল্প অনুমোদন করেছে

Posted On: 11 SEP 2024 8:13PM by PIB Agartala

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর, ২০২৪: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশে বৈদ্যুতিন পরিবহণের প্রসারে “পিএম ইলেকট্রিক ড্রাইভ রেভোলিউশন ইন ইনোভেটিভ ভেহিকেল এনহ্যান্সমেন্ট (পিএম ই-ড্রাইভ) স্কিম” রূপায়ণের জন্য ভারী শিল্প মন্ত্রকের প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের জন্য দুই বছরের জন্য ১০,৯০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

পরিকল্পনার মূল উপাদানগুলি হলঃ

ই-২ ডব্লিউ, ই-৩ ডব্লিউ, ই-অ্যাম্বুলেন্স, ই-ট্রাক এবং অন্যান্য উদীয়মান বৈদ্যুতিন যানবাহনের ব্যবহারে উত্সাহিত দেবার জন্য ৩৬৭৯ কোটি টাকার ভর্তুকি/চাহিদা ভিত্তিক উৎসাহ দেওয়া হয়েছে। এই প্রকল্পে ২৪.৭৯ লক্ষ ই-২ ডব্লিউ, ৩.১৬ লক্ষ ই-৩ ডব্লিউ এবং ১৪,০২৮ ই-বাস এর জন্য সহায়তা দেওয়া হবে ।

ই ভি ক্রেতাদের জন্য ই-ভাউচার চালু করা হচ্ছে যাতে এমএইচআই প্রকল্পের আওতায় চাহিদা ভিত্তিক উৎসাহ মূলক সহায়তা পাওয়া যাবে। বৈদ্যুতিন যানবাহন কেনার সময়, ক্রেতাকে আধার অনুমোদিত ই-ভাউচার স্কিম পোর্টালে জারি করা হবে। ই-ভাউচার ডাউনলোড করার জন্য একটি লিঙ্ক ক্রেতার নিবন্ধিত মোবাইল নম্বরে পাঠানো হবে।

এই ই-ভাউচারটি ক্রেতার স্বাক্ষরিত হবে এবং এই প্রকল্পের আওতায় চাহিদা ভিত্তিক উৎসাহমূলক আর্থিক সহায়তা পাওয়ার জন্য ডিলারের কাছে উপস্থাপন করা হবে। এরপর, ই-ভাউচারটিও ডিলারের স্বাক্ষরিত হবে এবং পিএম ই-ড্রাইভ পোর্টালে আপলোড করা হবে। স্বাক্ষরিত ই-ভাউচারটি ক্রেতা এবং ডিলারের কাছে এসএমএসের মাধ্যমে পাঠানো হবে। এই প্রকল্পের আওতায় ডিমান্ড ইনসেনটিভের প্রতিদান দাবি করার উদ্দেশ্যে ও. ই.এম-দের জন্য স্বাক্ষরিত ই-ভাউচার প্রয়োজন হবে।

এই প্রকল্পের আওতায় ই-অ্যাম্বুলেন্স চালুর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এটি ভারত সরকারের একটি নতুন উদ্যোগ, যার অধীনে রোগীদের আরামদায়ক পরিবহনের জন্য ই-অ্যাম্বুলেন্সের ব্যবহারকে উৎসাহিত করা হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক এবং অন্যান্য প্রাসঙ্গিক সংশ্লিষ্টদের সাথে পরামর্শ করে ই-অ্যাম্বুলেন্সের জন্য কর্মক্ষমতা এবং সুরক্ষা মান রাখা হবে।

রাজ্য পরিবহণ নিগম (এসটিইউ)/গণপরিবহন সংস্থাগুলির দ্বারা ১৪০২৮ টি ই-বাস সংগ্রহের জন্য ৪৩৯১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, আহমেদাবাদ, সুরাট, ব্যাঙ্গালোর, পুনে এবং হায়দরাবাদ-এই নয়টি শহরে সিইএসএল-এর মাধ্যমে চাহিদা পূরণ করা হবে। রাজ্যগুলির সঙ্গে পরামর্শ করে আন্তঃনগর এবং আন্তঃরাজ্য ই-বাসগুলিকেও  সহায়তা করা হবে।

এমওআরটিএইচ ভেহিকেল স্ক্র্যাপিং স্কিমের নির্দেশিকা অনুসরণ করে অনুমোদিত স্ক্র্যাপিং সেন্টারগুলির (আরভিএসএফ) মাধ্যমে পুরানো এসটিইউ বাসগুলি স্ক্র্যাপ করার পরে যে শহর/রাজ্যগুলিতে বাস বরাদ্দ করা হচ্ছে তাদের বাসগুলিকে প্রথম অগ্রাধিকার দেওয়া হবে।

ট্রাকগাড়ি বায়ু দূষণে সবচেয়ে বেশি অবদান রাখে। এই প্রকল্পটি দেশে ই-ট্রাক চলাচলকে জোরদার করবে। ই-ট্রাকের প্রচারের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর আওতায় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক কর্তৃক অনুমোদিত ভেহিকেল স্ক্র্যাপিং সেন্টার (আরভিএসএফ) থেকে যাদের স্ক্র্যাপিং শংসাপত্র রয়েছে তাদের উৎসাহ  দেওয়া হবে।

এই প্রকল্পটি বৈদ্যুতিক যানবাহন পাবলিক চার্জিং স্টেশন (ইভিপিসিএস) স্থাপনের প্রচারের মাধ্যমে বৈদ্যুতিন যানবাহন ক্রেতাদের উদ্বেগের কারণ দূর করতে পারে। এই ইভিপিসি এস নির্বাচিত শহরগুলিতে এবং নির্বাচিত মহাসড়কগুলিতে স্থাপন করা হবে। এই প্রকল্পে ই-৪ ডব্লিউ-এর জন্য ২২,১০০ ফাস্ট চার্জার, ই-বাসের জন্য ১৮০০ ফাস্ট চার্জার এবং ই-২ ডব্লিউ/৩ডব্লিউ-এর জন্য ৪৮৪০০ ফাস্ট চার্জার স্থাপনের প্রস্তাব করা হয়েছে। ইভি পিসিএস-এর জন্য ব্যয় হবে ২০০০ কোটি টাকা।

***

SKC/KMD


(Release ID: 2054065) Visitor Counter : 47


Read this release in: English