প্রধানমন্ত্রীর দপ্তর
প্রধানমন্ত্রী, প্যারালিম্পিকে পুরুষদের হাইজাম্পে ব্রোঞ্জ পদক জেতায় মারিয়াপ্পান থাঙ্গাভেলুকে অভিনন্দন জানিয়েছেন
Prime Minister Shri Narendra Modi congratulates athlete Mariyappan Thangavelu for winning Bronze in Men's High Jump
Posted On:
04 SEP 2024 10:31AM by PIB Agartala
নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর, ২০২৪: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, চলতি প্যারিস প্যারালিম্পিকসে পুরুষদের হাইজাম্প টি-৬৩ ইভেন্টে ব্রোঞ্জ পদক জেতায় মারিয়াপ্পান থাঙ্গাভেলুকে অভিনন্দন জানিয়েছেন।
প্যারালিম্পিকসে পর পর তিনটি পর্বে জয়ের ধারা অক্ষুণ্ন রাখার ক্ষেত্রে তাঁর দক্ষতা এবং ধারাবাহিকতার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।
সামাজিক মাধ্যম এক্স -এ প্রধানমন্ত্রী লিখেছেন;
“পুরুষদের হাইজাম্প টি৬৩ ইভেন্টে ব্রোঞ্জ পদক জেতায় মারিয়াপ্পান থাঙ্গাভেলুকে অভিনন্দন। প্যারালিম্পিকে পর পর তিনটি পর্বেই পদক জেতা প্রশংসার দাবি রাখে। তাঁর দক্ষতা, ধারাবাহিকতা এবং প্রত্যয় নিঃসন্দেহে অসাধারণ। #Cheer4Bharat”
***
SKC/SG/KMD
(Release ID: 2051830)
Visitor Counter : 41