নারী ও শিশু কল্যাণ মন্ত্রক
ই-প্রশাসন ২০২৪- পোষণ ট্র্যাকার উদ্যোগের সাফল্যে জাতীয় পুরস্কার পেলো নারী ও শিশু কল্যাণ মন্ত্রক মিশন পোষণ ২.০: বৃদ্ধিকে পথ দেখাচ্ছে, জীবনধারা রূপান্তরীত করছে
Mission Poshan 2.0: Tracking Growth, Transforming Lives
Posted On:
04 SEP 2024 12:35PM by PIB Agartala
নয়াদিল্লি, ০৪ সেপ্টেম্বর, ২০২৪: শূন্য থেকে ছয় বছর বয়সের শিশুদের স্বাস্থ্য ও কল্যাণ সাধনকে সুনিশ্চিত করার লক্ষ্যে এক তাৎপর্যময় পদক্ষেপের মাধ্যমে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের যে অভিযাত্রা সেই পথরেখায় ‘মিশন পোষণ ২.০’ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। এই ‘মিশন পোষণ ২.০’-এর আওতায় কোটি কোটি শিশুর স্বাস্থ্যগত বিকাশ ও শারীরিক বৃদ্ধি নিশ্চিত হচ্ছে।
শিশু মাসিক শারীরিক বিকাশের হার ও ধরণ নিয়ন্ত্রণ করা হচ্ছে পোষণ ট্র্যাকার উদ্যোগের মধ্যমে। এ ছাড়াও এটাই হল এই বছরের ‘রাষ্ট্রীয় পোষণ মাস ২০২৪’-এর মূলভাব। পোষণ ট্র্যাকার কর্মসূচি অত্যন্ত সাফল্যের সঙ্গে বৃদ্ধি সম্পর্কিত সমস্যাগুলিকে চিহ্নিত করতে পেরেছে এবং এগুলির মোকাবিলা করতে সক্ষম হয়েছে। এই পোষণ ট্র্যাকার কর্মসূচি লক্ষ্যযুক্ত হস্তক্ষেপ এবং উন্নত মানের পুষ্টিবিধানের কার্যকর ফলাফল অর্জন করার জন্য পথ খুলে দিচ্ছে।
কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রক পোষণ ট্র্যাকার উদ্যোগের নিরিখে ই-প্রশাসন ২০২৪-এর অধীনে মঙ্গলবার মুম্বাইয়ে জাতীয় পুরস্কার গ্রহণ করেছে। সরকারের প্রক্রিয়করণ পুনর্বিন্যাস এবং ডিজিটাল রূপান্তরের জন্য পোষণ ট্র্যাকার উদ্যোগকে এই পুরস্কার দেওয়া হল। শিশুদের জন্য এক সুস্বাস্থ্যকর ভবিষ্যৎকে সুনিশ্চিত করে চলেছে পোষণ ট্র্যাকার এবং একই সঙ্গে শিশুদের পুষ্টিকর বিকাশ ও শারীরিক বৃদ্ধির নিয়ন্ত্রণ ও পর্যালোচনা করা হচ্ছে সময়ের সঙ্গে তাল মিলিয়ে।
পোষণ ট্র্যাকার ২.০ বিশ্ব স্বাস্থ্য সংস্থা-র বৃদ্ধি ক্রমতালিকার মাধ্যমে শিশুদের বৃদ্ধির ধরণকে সুচিত ও চিহ্নিত করতে সহায়তা কর । এটা শিশুদের স্বাস্থ্যগত হালনাগাদ নিয়ন্ত্রণ করতে একটি অপরিহার্য মাধ্যম। এই ক্রমতালিকাটি শিশুদের শারীরিক বিকাশের গতিপ্রকৃতির এক দৃষ্টিগ্রাহ্য চিত্র তুলে ধরে। তা ছাড়া ক্রমতালিকাটি শিশুদের বয়স ও লিঙ্গ অনুয়ায়ী তাদের ওজন ও উচ্চতার মতো দিকগুলির নৃতাত্বিক পরিমাপ নির্ধারণ ও নিয়ন্ত্রণের কাজকে সহজতর করে তোলে। পোষণ ট্র্যাকারের মাধ্যমে শিশুদের বৃদ্ধির গতিপ্রকৃতির এই দৃষ্টিগ্রাহ্য চিত্র একটি শিশুর পুষ্টিগত অবস্থা যাচাই করতে এবং কোনো রকম ত্রুটি-বিচ্যুতি বা ঘাটতি থাকলে তা আগাম সনাক্ত করতে পারেন এ দেশের অঙ্গনওয়াড়ি কর্মীরা। ফলে ট্র্যাকারের মাধ্যমে তাঁরাও সক্ষম হয়েছেন। এর ফলে অঙ্গনওয়াড়ি কর্মীরা আগে থেকেই ব্যবস্থা গ্রহণ করতে পারেন।
পোষণ ট্র্যাকার হল অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত একটি তথ্য ও প্রযুক্তি নির্ভর যান্ত্রিক ব্যবস্থা, যা শিশুদের বৃদ্ধি সংক্রান্ত সমস্যাগুলিকে সময় মতো চিহ্নিত করতে সহায়তা করে। দেশের প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে (এডব্লিউসি) পাওয়া যায় এই ‘বৃদ্ধি পরিমাপক ডিভাইস’ (জিএমডি)। এর মাধ্যমে সঠিকভাবে ডাটা এন্ট্রি করা যায়। ফলে এর মাধ্যমে প্রাপ্ত সঠিক তথ্য ও পরিসংখ্যান এবং নিয়মিত নিয়ন্ত্রণের দ্বারা কর্মসূচিটি অত্যন্ত নজরকাড়া সাফল্য অর্জন করতে পেরেছে। বর্তমানে পোষণ ট্র্যাকার ২.০-র আওতায় সারা দেশের শূন্য থেকে ছয় বছর বয়সের ৮ কোটি ৯০ লক্ষ শিশুকে নিয়ে আসা হয়েছে। সেই সঙ্গে মাত্র এক মাস সময় কালে উল্লেখযোগ্য সংখ্যক ৮ কোটি ৫৭ লক্ষ শিশুর মাসিক নিয়মিত বিকাশের পরিমাপ করে নজরকাড়া সাফল্য অর্জন করেছে পোষণ ট্র্যাকার ২.০ কর্মসূচি।
***
SKC/SRC/KMD
(Release ID: 2051757)
Visitor Counter : 52