তথ্য ও সম্প্রচার মন্ত্রক"
মন্ত্রিসভা ২৩৪ টি নতুন শহরে প্রাইভেট এফএম রেডিও চালু করার অনুমোদন দিয়েছে
মাতৃভাষায় স্থানীয় বিষয়বস্তু বাড়াতে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করার সম্ভাবনা নিয়ে যাওয়া
নতুন এলাকায় অনেক উচ্চাকাঙ্ক্ষী, বাম জঙ্গিপনা প্রভাবিত এবং সীমান্ত এলাকা অন্তর্ভুক্ত
Posted On:
28 AUG 2024 3:32PM by PIB Agartala
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা বেসরকারী এফএম রেডিও-তৃতীয় ধাপ নীতির অধীনে ২৩৪ টি নতুন শহরে ৭৩০ টি চ্যানেলের জন্য ৭৮৪.৮৭ কোটি টাকার আনুমানিক রিজার্ভ মূল্য সহ আরোহী ই-নিলামের তৃতীয় ব্যাচের অনুমোদন দিয়েছে।
অনুমোদিত শহরের রাজ্যভিত্তিক তালিকা এবং নতুন নিলামের জন্য অনুমোদিত বেসরকারী এফএম চ্যানেলের সংখ্যা পরিশিষ্ট হিসাবে সংযুক্ত করা হয়েছে। অনুমোদিত তালিকা অনুযায়ী ত্রিপুরার বিলোনিয়া শহরে ৩টি নতুন বেসরকারি এফ এম স্টেশন খোলার কথা রয়েছে।
পণ্য ও পরিষেবা কর (জিএসটি) ব্যতীত মোট রাজস্বের ৪% হিসাবে এফএম চ্যানেলের বার্ষিক লাইসেন্স ফি (এএলএফ) নেওয়ার প্রস্তাবও মন্ত্রিসভা অনুমোদন করেছে৷ এটি ২৩৪ টি নতুন শহরের জন্য প্রযোজ্য হবে।
২৩৪ টি নতুন শহরে প্রাইভেট এফএম রেডিও রোলআউট এই শহরে এফএম রেডিওর অপ্রতুল চাহিদা পূরণ করবে, যা এখনও বেসরকারী এফএম রেডিও সম্প্রচার দ্বারা উন্মোচিত রয়ে গেছে এবং মাতৃভাষায় নতুন/স্থানীয় বিষয়বস্তু নিয়ে আসবে।
এটি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে, স্থানীয় উপভাষা ও সংস্কৃতিকে উৎসাহিত করবে এবং 'স্থানীয়দের জন্য সোচ্চার' উদ্যোগের দিকে পরিচালিত করবে।
অনুমোদিত শহরগুলির মধ্যে অনেকগুলি উচ্চাকাঙ্ক্ষী জেলা এবং বাম জঙ্গিপনা প্রভাবিত এলাকাও রয়েছে। এইসব এলাকায় বেসরকারী এফএম রেডিও স্থাপন করা হলে এসব এলাকায় সরকারি ও প্রশাসনের উন্নয়নের প্রক্রিয়াকে পৌঁছানোর কাজ আরও জোরদার হবে।
২৩৪ টি নতুন শহরে বেসরকারি ৭৩০ টি এফ এম স্টেশন অনুমোদনের তালিকা:
৭৩০ টি চ্যানেল সহ ২৩৪ টি নতুন শহর / শহরের তালিকা
|
নং
|
শহর/শহরের নাম
|
চ্যানেল উপলভ্য
|
আন্দামান ও নিকোবর
|
১
|
পোর্ট ব্লেয়ার
|
৩
|
অন্ধ্রপ্রদেশ
|
১
|
অ্যাডোনি
|
৩
|
২
|
অনন্তপুরম
|
৩
|
৩
|
ভীমবরাম
|
৩
|
৪
|
চিলাকালুরিপেট
|
৩
|
৫
|
চিরালা
|
৩
|
৬
|
চিত্তুর
|
৩
|
৭
|
কাড্ডাপাহ
|
৩
|
৮
|
ধর্মভরম
|
৩
|
৯
|
এলুরু
|
৩
|
১০
|
গুন্টাকাল
|
৩
|
১১
|
হিন্দুপুর
|
৩
|
১২
|
কাকিনাড়া
|
৪
|
১৩
|
কুর্নুল
|
৪
|
১৪
|
মছলিপত্তনম
|
৩
|
১৫
|
মদনপল্লী
|
৩
|
১৬
|
নন্দিয়াল
|
৩
|
১৭
|
নরসারাওপেট
|
৩
|
১৮
|
ওঙ্গোল
|
৩
|
১৯
|
প্রদাতুর
|
৩
|
২০
|
শ্রীকাকুলাম
|
৩
|
২১
|
তাড়পাত্রি
|
৩
|
২২
|
বিজয়নগরম
|
৩
|
আসাম
|
১
|
ডিব্রুগড়
|
৩
|
২
|
যোরহাট
|
৩
|
৩
|
নগাঁও (নওগাং)
|
৩
|
৪
|
শিলচর
|
৩
|
৫
|
তেজপুর
|
৩
|
৬
|
তিনসুকিয়া
|
৩
|
বিহার
|
১
|
আরাহ
|
৩
|
২
|
ঔরঙ্গাবাদ
|
৩
|
৩
|
বাঘা
|
৩
|
৪
|
বেগুসরাই
|
৩
|
৫
|
বেত্তিয়া
|
৩
|
৬
|
ভাগলপুর
|
৪
|
৭
|
বিহার শরীফ
|
৩
|
৮
|
ছাপরা
|
৩
|
৯
|
দ্বারভাঙ্গা
|
৩
|
১০
|
গয়া
|
৪
|
১১
|
কিষাণগঞ্জ
|
৩
|
১২
|
মতিহারি
|
৩
|
১৩
|
মুঙ্গের
|
৩
|
১৪
|
পূর্ণিয়া
|
৪
|
১৫
|
সহরসা
|
৩
|
১৬
|
সাসারাম
|
৩
|
১৭
|
সীতামারহি
|
৩
|
১৮
|
সিওয়ান
|
৩
|
ছত্তিশগড়
|
১
|
অম্বিকাপুর
|
৩
|
২
|
জগদলপুর
|
৩
|
৩
|
কোরবা
|
৩
|
দমন ও দিউ
|
১
|
দমন
|
৩
|
গুজরাট
|
১
|
আমরেলি
|
৩
|
২
|
ভুজ
|
৩
|
৩
|
বোটাড
|
৩
|
৪
|
দাহোদ
|
৩
|
৫
|
গান্ধীধাম
|
৩
|
৬
|
জেটপুর নবগড়
|
৩
|
৭
|
পাটন
|
৩
|
৮
|
সুরেন্দ্রনগর দুধরেজ
|
৩
|
হরিয়ানা
|
১
|
আমবালা
|
৩
|
২
|
ভিওয়ানি
|
৩
|
৩
|
জিন্দ
|
৩
|
৪
|
কৈথাল
|
৩
|
৫
|
পানিপথ
|
৩
|
৬
|
রেওয়ারি
|
৩
|
৭
|
রোহতক
|
৩
|
৮
|
সিরসা
|
৩
|
৯
|
থানেসার
|
৩
|
জে ও কে
|
১
|
অনন্তনাগ
|
৩
|
ঝাড়খণ্ড
|
১
|
বোকারো স্টিল সিটি
|
৩
|
২
|
দেওঘর
|
৩
|
৩
|
ধানবাদ
|
৪
|
৪
|
গিরিডিহ
|
৩
|
৫
|
হাজারীবাগ
|
৩
|
৬
|
মেদিনীনগর (ডাল্টনগঞ্জ)
|
৩
|
কর্ণাটক
|
১
|
বাগলকোট
|
৩
|
২
|
বেলগাঁও
|
৪
|
৩
|
বেল্লারী
|
৪
|
৪
|
বিদার
|
৩
|
৫
|
বিজাপুর
|
৪
|
৬
|
চিকমাগালুর
|
৩
|
৭
|
চিত্রদুর্গ
|
৩
|
৮
|
দাভানগেরে
|
৪
|
৯
|
গাদাগ বেতিগেরি
|
৩
|
১০
|
হাসান
|
৩
|
১১
|
হোসপেট
|
৩
|
১২
|
কোলার
|
৩
|
১৩
|
রাইচুর
|
৩
|
১৪
|
শিমোগা
|
৪
|
১৫
|
তুমকুর
|
৩
|
১৬
|
উদুপি
|
৩
|
কেরালা
|
১
|
ইচ্ছা (ক্লান্ত)
|
৩
|
২
|
পালাক্কাড়
|
৩
|
লাক্ষাদ্বীপ
|
১
|
কাভারাত্তি
|
৩
|
মধ্যপ্রদেশ
|
১
|
বেতুল
|
৩
|
২
|
বুরহানপুর
|
৩
|
৩
|
ছত্তরপুর
|
৩
|
৪
|
ছিন্দওয়ারা
|
৩
|
৫
|
দামোহ
|
৩
|
৬
|
গুণ
|
৩
|
৭
|
ইটারসি
|
৩
|
৮
|
খান্ডোয়া
|
৩
|
৯
|
খারগোন
|
৩
|
১০
|
মন্দসৌর
|
৩
|
১১
|
মুরওয়ারা (কাটনি)
|
৩
|
১২
|
নিমাচ
|
৩
|
১৩
|
রতলাম
|
৩
|
১৪
|
রেওয়া
|
৩
|
১৫
|
সাগর
|
৪
|
১৬
|
সাতনা
|
৩
|
১৭
|
সেওনি
|
৩
|
১৮
|
শিবপুরী
|
৩
|
১৯
|
Syncrouls
|
৩
|
২০
|
বিদিশা
|
৩
|
মহারাষ্ট্র
|
১
|
অচলপুর
|
৩
|
২
|
বর্ষা
|
৩
|
৩
|
চন্দ্রপুর
|
৪
|
৪
|
গন্ডিয়া
|
৩
|
৫
|
লাতুর
|
৪
|
৬
|
মালেগাঁও
|
৪
|
৭
|
নন্দুরবার
|
৩
|
৮
|
ওসমানাবাদ
|
৩
|
৯
|
উদগীর
|
৩
|
১০
|
ওয়ার্ধা
|
৩
|
১১
|
ইয়াভাতমাল
|
৩
|
মণিপুর
|
১
|
ইম্ফল
|
৪
|
মেঘালয়
|
১
|
জোয়াই
|
৩
|
মিজোরাম
|
১
|
লুংলেই
|
৩
|
নাগাল্যান্ড
|
১
|
ডিমাপুর
|
৩
|
২
|
কোহিমা
|
৩
|
৩
|
মোকুকচুং
|
৩
|
ওড়িশা
|
১
|
বলেশ্বর
|
৩
|
২
|
বারিপদা
|
৩
|
৩
|
বহরমপুর
|
৪
|
৪
|
ভদ্রক
|
৩
|
৫
|
পুরী
|
৩
|
৬
|
সম্বলপুর
|
৩
|
পাঞ্জাব
|
১
|
আবোহর
|
৩
|
২
|
বার্নালা
|
৩
|
৩
|
ভাতিন্ডা
|
৩
|
৪
|
ফিরোজপুর
|
৩
|
৫
|
হোশিয়ারপুর
|
৩
|
৬
|
লুধিয়ানা
|
৪
|
৭
|
মোগা
|
৩
|
৮
|
মুক্তসার
|
৩
|
৯
|
পাঠানকোট
|
৩
|
রাজস্থান
|
১
|
আলওয়ার
|
৪
|
২
|
বাঁশওয়ারা
|
৩
|
৩
|
বেওয়ার
|
৩
|
৪
|
ভরতপুর
|
৩
|
৫
|
ভিলওয়াড়া
|
৪
|
৬
|
চিত্তৌরগড়
|
৩
|
৭
|
চুরু
|
৩
|
৮
|
ধৌলপুর
|
৩
|
৯
|
গঙ্গানগর
|
৩
|
১০
|
হনুমানগড়
|
৩
|
১১
|
হিন্দাউন
|
৩
|
১২
|
ঝুনঝুনু
|
৩
|
১৩
|
মাকরানা
|
৩
|
১৪
|
নাগৌর
|
৩
|
১৫
|
পালি
|
৩
|
১৬
|
সাওয়াই মাধোপুর
|
৩
|
১৭
|
সিকার
|
৩
|
১৮
|
সুজনগড়
|
৩
|
১৯
|
টঙ্ক
|
৩
|
তামিলনাড়ু
|
১
|
কুন্নুর
|
৩
|
২
|
ডিন্ডিগুল
|
৩
|
৩
|
করাইকুড়ি
|
৩
|
৪
|
কারুর
|
৩
|
৫
|
নাগেরকয়েল / কন্যাকুমারী
|
৩
|
৬
|
নেভেলি
|
৩
|
৭
|
পুদুক্কোট্টাই
|
৩
|
৮
|
রাজাপালায়ম
|
৩
|
৯
|
তাঞ্জাভুর
|
৩
|
১০
|
তিরুভান্নামালাই
|
৩
|
১১
|
ভানিয়াম্বাদি
|
৩
|
তেলেঙ্গানা
|
১
|
আদিলাবাদ
|
৩
|
২
|
করিমনগর
|
৩
|
৩
|
খাম্মাম
|
৩
|
৪
|
কোঠাগুদেম
|
৩
|
৫
|
মাহবুবনগর
|
৩
|
৬
|
মাঞ্চেরিয়াল
|
৩
|
৭
|
নালগোন্ডা
|
৩
|
৮
|
নিজামাবাদ
|
৪
|
৯
|
রামাগুন্ডাম
|
৩
|
১০
|
সূর্যপেট
|
৩
|
ত্রিপুরা
|
১
|
বেলোনিয়া
|
৩
|
উত্তরপ্রদেশ
|
১
|
আকবরপুর
|
৩
|
২
|
আজমগড়
|
৩
|
৩
|
বাদাউন
|
৩
|
৪
|
বাহরাইচ
|
৩
|
৫
|
বালিয়া
|
৩
|
৬
|
বান্দা
|
৩
|
৭
|
বস্তি
|
৩
|
৮
|
দেওরিয়া
|
৩
|
৯
|
এতাহ
|
৩
|
১০
|
ইতাওয়াহ
|
৩
|
১১
|
ফৈজাবাদ/ অযোধ্যা
|
৩
|
১২
|
ফারুখাবাদ কাম ফতেগড়
|
৩
|
১৩
|
ফতেহপুর
|
৩
|
১৪
|
গাজীপুর
|
৩
|
১৫
|
গোন্ডা
|
৩
|
১৬
|
হারদোই
|
৩
|
১৭
|
জৌনপুর
|
৩
|
১৮
|
লখিমপুর
|
৩
|
১৯
|
ললিতপুর
|
৩
|
২০
|
মৈনপুরী
|
৩
|
২১
|
মথুরা
|
৩
|
২২
|
মৌনাথ ভঞ্জন (জেলা) মাও)
|
৩
|
২৩
|
মির্জাপুর কুম বিন্ধ্যাচল
|
৩
|
২৪
|
মোরাদাবাদ
|
৪
|
২৫
|
মুজাফফরনগর
|
৪
|
২৬
|
ওরাই
|
৩
|
২৭
|
রায়বরেলি
|
৩
|
২৮
|
সাহারানপুর
|
৪
|
২৯
|
শাহজাহানপুর
|
৪
|
৩০
|
শিকোহাবাদ
|
৩
|
৩১
|
সীতাপুর
|
৩
|
৩২
|
সুলতানপুর
|
৩
|
উত্তরাখণ্ড
|
১
|
হলদওয়ানি কাম কাঠগোদাম
|
৩
|
২
|
হরিদ্বার
|
৩
|
পশ্চিমবঙ্গ
|
১
|
আলিপুরদুয়ার
|
৩
|
২
|
বহরমপুর
|
৪
|
৩
|
বালুরঘাট
|
৩
|
৪
|
বনগাঁ
|
৩
|
৫
|
বাঁকুড়া
|
৩
|
৬
|
বর্ধমান
|
৪
|
৭
|
দার্জিলিং
|
৩
|
৮
|
ধুলিয়ান
|
৩
|
৯
|
ইংলিশ বাজার (মালদহ)
|
৪
|
১০
|
খড়গপুর
|
৩
|
১১
|
কৃষ্ণনগর
|
৩
|
১২
|
পুরুলিয়া
|
৩
|
১৩
|
রায়গঞ্জ
|
৩
|
২৩৪
|
মোট
|
৭৩০
|
***
SKC/SG/KMD
(Release ID: 2049646)
Visitor Counter : 57