স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

রেপকো ব্যাঙ্ক কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ-র হাতে সরকারের লভ্যাংশ হিসেবে ১৯.০৮ কোটি টাকার চেক তুলে দেন

Posted On: 23 AUG 2024 10:19AM by PIB Agartala

রেপকো ব্যাঙ্ক (রেপেটরিয়েটস কো-অপারেটিভ ফিনান্স এন্ড ডেভেলপমেন্ট ব্যাঙ্ক) আজ শুক্রবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ-র হাতে সরকারের লভ্যাংশ হিসেবে ১৯.০৮ কোটি টাকার একটি চেক তুলে দিয়েছে।

রেপকো ব্যাঙ্কের চেয়ারম্যান শ্রী ই. সান্থানম এবং ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) শ্রী ও.এম. গোকুল ২০২৩-২৪ আর্থিক বছরের জন্য ভারত সরকারের ৭৬.৩২ কোটি টাকার মূলধনী শেয়ারের  ২৫% হারে লভ্যাংশ হিসাবে ১৯.০৮ কোটি টাকার এই চেক অর্পণ করেন। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব শ্রী অজয় কুমার ভাল্লা ও মন্ত্রকের ওএসডি শ্রী গোবিন্দ মোহন। 

রেপকো ব্যাঙ্ক হল স্বরাষ্ট্র মন্ত্রকের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন ভারত সরকারের একটি উদ্যোগ। ২০২৩-২৪ আর্থিক বছরে এই ব্যাংক সামগ্রিক ব্যবসা করার হিসেবে ১১% প্রবৃদ্ধি অর্জন করেছে। আজ এই ব্যাঙ্ক সামগ্রিক ব্যবসাকে ২০,০০০ কোটি টাকার উপরে নিয়ে যেতে সমর্থ হয়েছে, যা এক বড় সাফল্য।

***

SKC/SG


(Release ID: 2048365) Visitor Counter : 37


Read this release in: English