প্রধানমন্ত্রীর দপ্তর
প্রথম জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে সমগ্র জাতিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
प्रविष्टि तिथि:
23 AUG 2024 9:39PM by PIB Agartala
প্রথম জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে শুক্রবার সমগ্র জাতিকে হার্দিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় এ সম্পর্কে তাঁর ভাবনা ভাগ করে নিয়ে বলেছেন, মহাকাশ বিষয়ক ক্ষেত্রে ভারতের উল্লেখযোগ্য সাফল্য গভীর গর্বের বিষয়।
“প্রথম জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা। আমরা মহাকাশ বিষয়ক ক্ষেত্রে আমাদের দেশের সাফল্যের কথা গভীর গর্বের সঙ্গে স্মরণ করছি। এ ছাড়া এই দিনটি হল আমাদের মহাকাশ বিজ্ঞানীদের অবদানের বিষয়ে উচ্ছ্বসিত ভাষায় প্রশংসা করারও দিবস,” উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী মোদী।
মহাকাশ ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতি সরকারের প্রতিশ্রুতির উপর আলোকপাত করে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, “আমাদের সরকার এই ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত এক গুচ্ছ ভবিষ্যৎমুখী সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং আমরা আগামী দিনগুলিতে আরোও অনেক বেশি কাজ করব।”
***
SKC/SRC
(रिलीज़ आईडी: 2048187)
आगंतुक पटल : 64
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English