তথ্য ও সম্প্রচার মন্ত্রক"

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব সূচনা করলেন ‘ক্রিয়েট ইন ইন্ডিয়া চ্যালেঞ্জ-সিজন ১’-এর অন্তর্ভুক্ত “ওয়েভস” (WAVES) এর ২৫ টি চ্যালেঞ্জের (প্রতিযোগিতা)

নিউ মিডিয়া ক্রিয়েটরদের সক্ষমতা বাড়াতে সরকার বিশ্বমানের বিশ্ববিদ্যালয় ও সুবিধা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে

চলচ্চিত্র শিল্প ক্ষেত্রে নতুন প্রযুক্তি ও সরঞ্জাম ব্যবহারের বিপুল সুযোগ রয়েছে; এর মধ্য দিয়ে ২-৩ লক্ষ নতুন কর্মসংস্থান সম্ভব: কেন্দ্রীয় মন্ত্রী

Posted On: 22 AUG 2024 8:11PM by PIB Agartala

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব আজ (বৃহস্পতিবার) ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিটের (ওয়েভস/WAVES)এর ‘ক্রিয়েট ইন ইন্ডিয়া চ্যালেঞ্জ-সিজন ১’-এর অংশ হিসেবে ২৫ টি চ্যালেঞ্জের সূচনা করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী বৈষ্ণব বলেন, আজকের এই উদ্বোধন ক্রমবর্ধমান এবং রূপান্তরের দিকে অগ্রসরমান ভারতীয় অর্থনীতির প্রতিফলন। বর্তমানে একটি সম্পূর্ণ নতুন 'ক্রিয়েটর- অর্থনীতি বা সৃজক অর্থনীতি তৈরি হয়েছে। এবং তা প্রধানমন্ত্রীর কথাতে স্বীকৃতি পেয়েছে, যা প্রতিফলিত হয়েছে ২০২৪ সালের মার্চে প্রথমবারের মতো ন্যাশনাল ক্রিয়েটর এওয়ার্ড বা জাতীয় সৃজক পুরস্কার প্রদানের মাধ্যমে।

ক্রমবর্ধমান সৃজক  অর্থনীতিঃ সুযোগ, পরিকাঠামো এবং কর্মসংস্থান সৃষ্টি

অর্থনীতিতে সৃজকদের অবদানের মাধ্যমে বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, সৃজক অর্থনীতি একটি চমৎকার হাতিয়ার হয়ে উঠেছে, বিশেষ করে আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, জীবনযাত্রা, যোগব্যায়াম, পরম্পরাগত চিকিৎসা পদ্ধতি এবং আমাদের রন্ধনশৈলীর বৈচিত্র্য প্রদর্শনের জন্য। ভারত সরকার এই অর্থনীতিকে উৎসাহিত করতে সব রকমের পদক্ষেপ নেবে এবং সুতরায়, এই ক্ষেত্রে প্রতিভা ও দক্ষতার বিকাশের জন্য এবং সংশ্লিষ্ট প্রয়োজনীয় পরিকাঠামো তৈরী দাঁড় করতে আমাদের নিশ্চয়তা দেওয়া দরকার। সৃজকদের ঘিরে অর্থনীতিকে আরও উন্নত করতে, সরকার বিশ্বমানের প্রতিভা উন্নয়ন কর্মসূচি এবং পরিকাঠামো তৈরি করার দিকে নজর দিয়েছে। তিনি আরও বলেন, পরিকল্পনা রয়েছে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় ও প্রয়োজনীয় সুবিধাবলি স্থাপন করার, যার মধ্য দিয়ে গণমাধ্যম ও বিনোদন শিল্প ক্ষেত্রে কাজ করার জন্য সৃজকদের দক্ষতা বৃদ্ধি হয়।

চলচ্চিত্র নির্মাণে নতুন প্রযুক্তির ব্যবহারঃ কর্মসংস্থান সৃষ্টি

আমাদের বহুবিধ শক্তি ও সামর্থ্যের মধ্যে অন্যতম একটি হলো চলচ্চিত্র নির্মাণ শিল্প, এই কথার ওপর জোর দিয়ে শ্রী অশ্বিনী বৈষ্ণব উল্লেখ করেন আজকের যুগে চলচ্চিত্র নির্মাণ ক্ষেত্রে নতুন প্রযুক্তি এবং প্রযুক্তি নির্ভর সরঞ্জাম ব্যবহারের বিপুল সুযোগ রয়েছে যার মধ্য দিয়ে  কর্মসংস্থান সৃষ্টিরও বিরাট সুযোগকে নিশ্চিত করতে হবে। তিনি বলেন, এই প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে এই ক্ষেত্রটিতে ২-৩ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে।

সামাজিক দায়বদ্ধতা

কেন্দ্রীয় মন্ত্রী পাশাপাশিভাবে এটাও স্মরণ করিয়ে দেন যে, এই ক্ষেত্রকে ঘিরে এক নতুন অভিযাত্রার মধ্য দিয়ে সমাজের যাতে কোনওরকম  ক্ষতি না হয় তা নিশ্চিত করতে হবে এবং এই দায়িত্ব কেবল সরকারের নয়, সমাজ, শিল্প এবং আমাদের সকলেরও। তিনি আরও বলেন, এই ক্ষেত্রের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে ‘ওয়েভস’ -এর আয়োজন করা হচ্ছে এবং ভবিষ্যতে তা একটি বড় বৈশিষ্টপূর্ণ আয়োজন হিসেবে আবির্ভূত হতে চলেছে।

এদিনের এই অনুষ্ঠানে অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব শ্রী সঞ্জয় জাজু, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অতিরিক্ত সচিব শ্রীমতী নীরজা শেখর, ফিকি-র মহা নির্দেশক শ্রীমতী জ্যোতি ভিজ, সিআইআই-এর মিডিয়া ও বিনোদন সংক্রান্ত জাতীয় কমিটির ভাইস চেয়ারম্যান শ্রী বীরেন ঘোষ প্রমুখ।

‘ভারতে ডিজাইন করুন এবং বিশ্বের জন্য ডিজাইন করুন’

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রকের সচিব শ্রী সঞ্জয় জাজু উল্লেখ করেন যে, এই উদ্যোগ ভারতের সৃজনশীলতার বাস্তুতন্ত্রকে পরিপুষ্ট করা ও উন্নীত করার লক্ষ্যে গৃহীত বর্তমান পরিকল্পনার মধ্যে একটি তাৎপর্য্য পূর্ণ মাইলফলক হয়ে উঠেছে। তিনি আরও বলেন, “৭৮ তম স্বাধীনতা দিবসের ভাষণে আমাদের প্রধানমন্ত্রী ‘ডিজাইন ইন ইন্ডিয়া, ডিজাইন ফর দ্য ওয়ার্ল্ড’ বা ‘ভারতে ডিজাইন করুন এবং বিশ্বের জন্য ডিজাইন করুন’ বলে যে দূরদর্শী আহ্বান রেখেছেন তার সাথে দারুণভাবে মিশে রয়েছে।

‘ক্রিয়েট ইন ইন্ডিয়া চ্যালেঞ্জ-সিজন ১’

দেশের শীর্ষস্থানীয় শিল্প সমিতি এবং সংস্থাগুলি দ্বারা আয়োজিত এই চ্যালেঞ্জগুলি অ্যানিমেশন, চলচ্চিত্র নির্মাণ, গেমিং, সঙ্গীত এবং ভিজ্যুয়াল আর্টস সহ বহুবিধ শাখাকে অন্তর্ভুক্ত করছে। এবং এই চ্যালেঞ্জগুলি ওয়েবস-এর মূল অনুষ্ঠান আয়োজনের আগে করা হচ্ছে।

ক্রিয়েট ইন ইন্ডিয়া' চ্যালেঞ্জের -সিজন ১ -এর তালিকা :

১) মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া কর্তৃক অ্যানিমে চ্যালেঞ্জ

2) ড্যান্সিং এটমস কর্তৃক অ্যানিমেশন চলচ্চিত্র নির্মাতাদের প্রতিযোগিতা

৩) ইন্ডিয়া গেম ডেভেলপার কনফারেন্স কর্তৃক গেম জ্যাম

৪) এস্পোর্টস ফেডারেশন অফ ইন্ডিয়া কর্তৃক এস্পোর্টস টুর্নামেন্ট

৫) ই-গেমিং ফেডারেশন কর্তৃক সিটি কোয়েস্টঃ শেডস অফ ভারত

৬)ইন্ডিয়ান ডিজিটাল গেমিং সোসাইটি কর্তৃক হ্যান্ডহেল্ড এডুকেশন্যাল ভিডিও গেম ডেভেলপমেন্ট

৭) ইন্ডিয়ান কমিকস অ্যাসোসিয়েশন কর্তৃক কমিকস ক্রিয়েটর চ্যাম্পিয়নশিপ

৮)ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং হুইসেলিং উডস ইন্টারন্যাশনাল কর্তৃক তরুণ চলচ্চিত্র নির্মাতা চ্যালেঞ্জ

৯) ওয়েভেল্যাপস এবং এক্সডিজি কর্তৃক এক্স আর ক্রিয়েটর হ্যাকাথন

১০)ইনভিডিও কর্তৃক এআই চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতা

১১) ইন্ডিয়ান ব্রডকাস্টিং অ্যান্ড ডিজিটাল ফাউন্ডেশন কর্তৃক ওয়েভস প্রোমো ভিডিও চ্যালেঞ্জ

১২) ইন্ডিয়া সেলুলার অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশন কর্তৃক ট্রুথ-টেল হ্যাকাথন

১৩) কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশন কর্তৃক কমিউনিটি রেডিও কন্টেন্ট চ্যালেঞ্জ

১৪) ইন্ডিয়ান মিউজিক ইন্ডাস্ট্রি কর্তৃক  থিম সঙ্গীত প্রতিযোগিতা

১৫) অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া কর্তৃক ওয়েভস হ্যাকাথনঃ অ্যাডসপেন্ড অপ্টিমাইজার 

১৬)ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া কর্তৃক ওয়েভস এ-আই আর্ট ইনস্টলেশন চ্যালেঞ্জ

১৭) ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া কর্তৃক ওয়েব এক্সপ্লোরার

১৮) ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া কর্তৃক রিল মেকিং চ্যালেঞ্জ-

১৯) ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অফ ইন্ডিয়া-ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন কর্তৃক ফিল্ম পোস্টার মেকিং প্রতিযোগিতা

২০)  এভিটিআর মেটা ল্যাবস কর্তৃক ভার্চ্যুয়াল ইনফ্লুয়েন্সার সৃজন প্রতিযোগিতা

২১)  প্রসার ভারতী কর্তৃক ব্যাটল অফ ব্যান্ডস

২২) প্রসার ভারতী কর্তৃক  সিম্ফনি অফ ইন্ডিয়া

২৩) ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড কর্তৃক ইন্ডিয়া: এ বার্ডস আই ভিউ

২৪) কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি কর্তৃক পাইরেসি বিরোধী চ্যালেঞ্জ

২৫) ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্তৃক ট্রেলার তৈরির প্রতিযোগিতা

চ্যালেঞ্জগুলিতে অংশ নিতে নিবন্ধীকরণ শীঘ্রই উন্মুক্ত হবে। আরও তথ্যের জন্য, অনুগ্রহ করে wavesindia.org ওয়েবসাইট দেখতে হবে।

***

SKC/KMD



(Release ID: 2047980) Visitor Counter : 13


Read this release in: English