প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লীতে একটি কারখানায় দুর্ঘটনায় প্রাণহানিতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী

Prime Minister condoles loss of lives due to mishap at a factory in Anakapalle, Andhra Pradesh

Posted On: 22 AUG 2024 6:56AM by PIB Agartala

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লীতে একটি কারখানায় দুর্ঘটনায় বহু লোকের জীবনহানিতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। শ্রী মোদী এই দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। 
দুর্ঘটনায় মৃতদের নিকট আত্মীয়ের জন্য প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে এককালীন ২ লক্ষ টাকা ও আহতদের জন্য ৫০ হাজার টাকা অর্থ সাহায্য ঘোষণা করেছেন তিনি। 

প্রধানমন্ত্রীর দফতর থেকে ‘এক্স’-এ এক বার্তায় বলা হয়েছে ; 
“আনাকাপল্লীর কারখানায় দুর্ঘটনায় প্রাণহানিতে অত্যন্ত মর্মাহত। এই দুর্ঘটনায় যারা তাঁদের নিকট আত্মীয়দের হারিয়েছেন, তাঁদের প্রতি রইল সমবেদনা। আহতরা দ্রুত আরোগ্য লাভ করুন। দুর্ঘটনায় মৃতদের নিকট আত্মীয়ের জন্য প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে এককালীন ২ লক্ষ টাকা ও আহতদের জন্য ৫০ হাজার টাকা অর্থ সাহায্য করা হবে”। 

*** 

SKC/DM/KMD


(Release ID: 2047787) Visitor Counter : 44


Read this release in: English