অর্থমন্ত্রক
সামুদ্রিক পণ্য রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে বাজেটের ঘোষণাকে স্বাগত জানালো এমপেডা
Posted On:
26 JUL 2024 6:29PM by PIB Kolkata
কলকাতা, ২৬ জুলাই, ২০২৪
সামুদ্রিক পণ্য রপ্তানির ক্ষেত্রে সহায়তার প্রশ্নে কেন্দ্রীয় বাজেট ২০২৪ - ২৫-এর প্রস্তাবগুলি অত্যন্ত ইতিবাচক বলে মনে করে মেরিন প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি (এমপেডা)। এই বাজেটে দেশে মৎস্যচাষের প্রসার ও সমুদ্রজাত খাদ্য রপ্তানিতে গুরুত্ব দেওয়া হয়েছে।
চিংড়ির প্রজনন বাড়ানোর লক্ষ্যে নিউক্লিয়াস ব্রিডিং সেন্টারের (এনবিসি) নেটওয়ার্ক গড়ে তোলার জন্য পর্যাপ্ত আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। এই উদ্যোগ মাছ আমদানির ওপর নির্ভরশীলতা কমাবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি বার্ষিক ১৫০ কোটি টাকা সাশ্রয় হবে। প্রজননক্ষম মাছের খরচ ৫০% হ্রাস পেলে ব্রিডিং সেন্টারের মালিকরা বিশেষভাবে উপকৃত হবেন। চিংড়ি বীজের খরচ ৩০ শতাংশ কমলে উপকৃত হবেন প্রায় ১ লক্ষ মাছচাষী।
সামুদ্রিক খাদ্যপণ্য প্রক্রিয়াকরণ ও রপ্তানির প্রসারে সহায়তার হাত বাড়িয়ে দেবে জাতীয় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাঙ্ক (নাবার্ড)। এবাবদ ব্যয়ের ৮০ শতাংশ মেটাবে সরকার এবং সুদের ক্ষেত্রেও সুবিধা পাওয়া যাবে। পরিকাঠামো উন্নয়ন তহবিল থেকে বাড়তি সুবিধাদানের ফলে ৬৩৯টি রপ্তানি প্রক্রিয়াকরণ ইউনিট উপকৃত হবে।
চিংড়ি ও মাছের খাদ্য উৎপাদনে ব্যবহৃত আরও নানা উপাদান এখন পুরোপুরি শুল্কমুক্ত করা হবে। আরও বেশ কয়েকটি এই ধরনের উপাদানে শুল্ক কমানো হয়েছে।
আন্তর্জাতিক বাজারে চিংড়ি মেশানো রুটি, ফিসফিঙ্গার প্রভৃতির বিপুল চাহিদা রয়েছে। এসব তৈরিতে আবশ্যিক উপাদান হল, আগে থেকে গুঁড়ো করে রাখা রুটি পাউডার। এর ওপর ৩০% আমদানি শুল্ক তুলে দেওয়া হয়েছে।
এমপেডা-র চেয়ারম্যান শ্রী ডি ভি স্বামী মনে করেন, সামুদ্রিক খাদ্য রপ্তানিতে ভারতকে শীর্ষে নিয়ে যেতে এই বাজেট গুরুত্বপূর্ণ অবদান রাখবে। অদূর ভবিষ্যতে সামুদ্রিক খাদ্যপণ্য রপ্তানির পরিমাণ বর্তমানের ৬৪০০ কোটি টাকা থেকে বেড়ে ৭০০০ কোটি টাকায় পৌঁছবে বলে আশা করা হচ্ছে।
ভারতের রপ্তানি ক্ষেত্রে আয়ের প্রশ্নে সামুদ্রিক পণ্যের গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। গত অর্থবর্ষে এ বাবদ ৬০,০০০ কোটি টাকার সর্বকালীন রেকর্ড তৈরি হয়েছে।
PG/AC/SKD
(Release ID: 2037934)
Visitor Counter : 24