স্বরাষ্ট্র মন্ত্রক

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহের পৌরহিত্যে নয়াদিল্লিতে বন্যা মোকাবিলার প্রস্তুতি পর্যালোচনা নিয়ে অনুষ্ঠিত হল উচ্চ পর্যায়ের বৈঠক

ব্রহ্মপুত্র নদের জল ঘুরিয়ে দেওয়ার জন্য উত্তরপূর্বাঞ্চলে ৫০টি বড় জলাশয় নির্মাণ করা উচিত, এই জলাশয়গুলো বন্যা মোকাবিলার পাশাপাশি কৃষি, সেচ ও পর্যটনের উন্নয়নে সহায়তা করবে
(Union Home Minister and Minister of Cooperation Shri Amit Shah chairs a high-level meeting to review the preparedness of flood management in New Delhi today)

Posted On: 23 JUN 2024 4:22PM by PIB Agartala

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহের পৌরহিত্যে আজ নয়াদিল্লিতে অনুষ্ঠিত হল বন্যা ব্যবস্থাপনার প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক। দেশে বন্যার বিপদ কমিয়ে আনার জন্য একটি সামগ্রিক ও সুদূরপ্রসারী নীতি প্রণয়নের জন্য দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। গত বছর গৃহীত সিদ্ধান্তগুলোর পরিপ্রেক্ষিতে নেওয়া পদক্ষেপগুলোরও পর্যালোচনা হয় বৈঠকে।

স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার নতুন প্রযুক্তি ও বন্যা ব্যবস্থাপনার জন্য তাদের নেটওয়ার্ক-এর বিষয়ে খোঁজ নেন। হিমবাহের হ্রদ ভাঙা বন্যা (গ্ল্যাসিয়াল লেক আউটবার্স্ট ফ্লাড) মোকাবিলার প্রস্তুতিরও পর্যালোচনা করেন। তিনি বন্যা ও জল ব্যবস্থাপনায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) প্রদত্ত উপগ্রহ চিত্রের ব্যবহারের উপরে জোর দিয়েছেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায়মন্ত্রী এনিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের দুর্যোগ ব্যবস্থাপনা 'জিরো ক্যাজুয়াল্টি অ্যাপ্রোচ’ অর্থাৎ একজন নাগরিক যাতে হতো না হয়, এই পন্থা নিয়ে এগিয়ে চলেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বন্যা ব্যবস্থাপনার ক্ষেত্রে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের(এনডিএমএ)জারি করা পরামর্শগুলি সময়মতো বাস্তবায়িত করার আহ্বান জানিয়েছেন। তিনি ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) এবং কেন্দ্রীয় জল কমিশনকে (সিডব্লিউসি) বন্যার পূর্বাভাসে ব্যবহৃত সরঞ্জামগুলির পুনঃ-ক্রমাঙ্কন প্রক্রিয়া যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার নির্দেশ দিয়েছেন। সিকিম ও মণিপুরে সাম্প্রতিক বন্যার বিষয়ে বিস্তারিত সমীক্ষা করে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে প্রতিবেদন জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগগুলিকে নির্দেশ দিয়েছেন তিনি। সঙ্গে সমস্ত বড় বাঁধের বন্যার গেটগুলি যাতে ভালো অবস্থায় থাকে, তা নিশ্চিত করারও নির্দেশ দিয়েছেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বন্যার সময় রাস্তাঘাটের জলাবদ্ধতা মোকাবিলায় প্রাকৃতিক নিষ্কাশন ব্যবস্থা সড়ক নির্মাণের পরিকল্পনার একটি অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত। তিনি বলেন, উত্তর-পূর্বাঞ্চলে কমপক্ষে ৫০টি বড় জলাশয় নির্মাণ করা উচিত, যাতে ব্রহ্মপুত্র নদের জল সেই জলাশয়গুলিতে সরিয়ে সংরক্ষণ করা যায়। তিনি বলেন, এর ফলে স্বল্প ব্যয়ে কৃষি, সেচ ও পর্যটনের বিকাশ ঘটবে এবং বন্যা মোকাবিলায় সহায়তা পাওয়া যাবে এবং এর মাধ্যমে শেষ পর্যন্ত স্থানীয় অর্থনীতি লাভবান হবে।

শ্রী অমিত শাহ দাবানল প্রতিরোধে যথাযথ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রককে নির্দেশ দিয়েছেন। তিনি আবহাওয়া দফতরের (আইএমডি) বজ্রপাত সংক্রান্ত সতর্কতামূলক তথ্য এসএমএস, টিভি, এফএম রেডিও এবং অন্যান্য মাধ্যমে সময়মতো জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া উচিত বলে উল্লেখ করে বিভিন্ন বিভাগের তৈরি করা আবহাওয়া, বৃষ্টিপাত এবং বন্যা সতর্কতা সম্পর্কিত বিভন্ন অ্যাপ-কে একসঙ্গে নিয়ে আসার প্রয়োজনীয়তার উপর জোর দেন, যাতে এর সুবিধা জনসাধারণের কাছে পৌঁছাতে পারে।

এই বৈঠকে আইএমডি, সিডব্লিউসি, এনডিআরএফ এবং এনডিএমএ-এর পক্ষ থেকে বিস্তারিত তথ্য উপস্থাপনা করা হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী শ্রী সি আর পাটিল, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী নিত্যানন্দ রাই, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, নদী উন্নয়ন ও গঙ্গা পুনরুজ্জীবন, ভূবিজ্ঞান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের সচিবগণ, রেল বোর্ডের চেয়ারপার্সন, এনডিএমএ-র সদস্য ও বিভাগীয় প্রধান, এনডিআরএফ ও আইএমডি-র মহানির্দেশক, এনএইচএআই-এর চেয়ারম্যান এবং সিডব্লিউসি সহ অন্যান্য সংশ্লিষ্ট দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা।

SKC/AD/KMD



(Release ID: 2028144) Visitor Counter : 20


Read this release in: English