রেলমন্ত্রক
কলকাতা মেট্রোর ক্রমবিবর্তন তুলে ধরবে বিআইটিএম
Posted On:
16 MAY 2024 4:15PM by PIB Kolkata
কলকাতা, ১৬ মে, ২০২৪
মেট্রো রেল কলকাতার অন্যতম জীবনরেখা। ভারতের প্রাচীনতম এই মেট্রো পরিষেবা ক্রমাগত তার শাখা-প্রশাখা বিস্তার করে চলেছে। সম্প্রতি দেশের প্রথম নদীর নীচ দিয়ে মেট্রো রেল পরিষেবা শুরু হয়েছে কলকাতাতে। শহরের সবচেয়ে সহজ ও ব্যয়সাশ্রয়ী যাতায়াতের মাধ্যম মেট্রো রেল। বর্তমানে হাওড়া ময়দান পর্যন্ত এই পরিষেবা বিস্তৃত হয়েছে। এরফলে, হাওড়া ও সংলগ্ন জেলাগুলির জনগণ সহজেই যাতায়াত করতে পারছেন।
সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে কলকাতা মেট্রো রেলের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। আর, একে মান্যতা দিতেই বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম (বিআইটিএম) কলকাতা মেট্রোর এই ক্রমাগত পরিবর্তনকে একটি গ্যালারিতে প্রদর্শন করবে।
আন্তর্জাতিক সংগ্রহশালা এক্সপো-র অঙ্গ হিসেবে ১৮ মে এর সূচনা হবে। দর্শকরা কলকাতায় নদীর নীচে এই মেট্রো ব্যবস্থার একটি ক্ষুদ্র সংস্করণ দেখতে পারবেন। থ্রি-ডি মডেলটি দেখাবে কিভাবে নদীর নীচ দিয়ে মেট্রো যাতায়াত করে। অন্য একটি থ্রি-ডি মডেলের মাধ্যমে দেখানো হবে ভূগর্ভস্থ মেট্রো স্টেশন ও মাটির উপরে মেট্রো স্টেশনগুলির বিভিন্ন স্তর। দর্শকরা কলকাতা মেট্রোর পুরনো টিকিট, টোকেন এবং স্মার্ট কার্ডও এই প্রদর্শনীতে দেখতে পাবেন। বিআইটিএম – এর নির্দেশক শ্রী এস চৌধুরী সবরকম সহায়তার জন্য মেট্রো রেলের জেনারেল ম্যানেজার শ্রী পি উদয় কুমার রেড্ডি, চিত্র গ্রাহক এবং প্রদর্শনীতে যাঁরা ছবি দেবেন তাঁদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন। আগামী দিনে পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা, বিজ্ঞান অনুসন্ধিৎসু, গবেষক সহ মেট্রো রেলের যাত্রীরা এই গ্যালারি থেকে অনেক কিছু জানতে পারবেন।
PG/PM/SB
(Release ID: 2020816)
Visitor Counter : 56