নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav

লোকসভা নির্বাচনের ষষ্ঠ পর্বের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন

Posted On: 29 APR 2024 4:29PM by PIB Kolkata

কলকাতা, ২৯ এপ্রিল, ২০২৪

 

নির্বাচন কমিশন আজ সাধারণ নির্বাচনের ষষ্ঠ পর্বের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এই পর্বে পশ্চিমবঙ্গ সহ সাতটি রাজ্যে ভোটগ্রহণ হবে ২৫ মে, ২০২৪। ঐদিন ৫৭টি লোকসভা কেন্দ্রে ভোট নেওয়া হবে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের আটটি। পশ্চিমবঙ্গ ছাড়াও সেদিন ভোট হবে বিহার, হরিয়ানা, ঝাড়খণ্ড, ওড়িশা, উত্তরপ্রদেশ এবং দিল্লি রাজধানী অঞ্চলে। 

পশ্চিমবঙ্গে তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম (তপশিলি উপজাতি), মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং বিষ্ণপুর (তপশিলি জাতি) লোকসভা আসনে আগামী ২৫ মে সাধারণ নির্বাচনের ষষ্ঠ পর্বে ভোট নেওয়া হবে। ভোটগ্রহণ শুরু হবে সকাল ৭টায়, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

তমলুকে ১,৯২৮টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। কাঁথিতে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ১,৮৭৬, ঘাটাল, ঝাড়গ্রাম (তপশিলি উপজাতি), মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং বিষ্ণুপুর (তপশিলি জাতি) আসনে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা যথাক্রমে ২,০৯৫, ২,০১৮, ১,৯৪৫, ১,৯০৩, ১,৯৪৫ এবং ১,৮৯০টি। 

 
 PG/AP/DM


(Release ID: 2019090) Visitor Counter : 74
Read this release in: English