নির্বাচন কমিশন
azadi ka amrit mahotsav

পিআইবি সাধারণ নির্বাচন ২০২৪ সম্পর্কে তথ্যের জন্য মিডিয়া ফেলিসিটেশন পোর্টাল এর সূচনা করেছে

PIB Launches a Media Facilitation Portal for Information on General Election 2024

Posted On: 27 MAR 2024 3:31PM by PIB Agartala

নয়াদিল্লি, ২৭ মার্চ, ২০২৪।। সংবাদ মাধ্যমকে সুবিধা দিতে পিআইবি সাধারণ নির্বাচন ২০২৪ সম্পর্কে তথ্য জানানোর জন্য মিডিয়া ফেলিসিটেশন পোর্টাল-এর সূচনা করেছে৷

প্রেস ইনফরমেশন ব্যুরো একটি মাইক্রোসাইট শুরু করেছে৷ মাইক্রোসাইটের ঠিকানাঃ https://pib.gov.in/elect2024/index.aspx ৷ এই একটি মাত্র বিরতিবিন্দু হিসেবে, অর্থাৎ ওয়ান স্টপ ফেলিসিটেশন পোর্টালের রয়েছে সংবাদ মাধ্যম কর্মীদের জন্য সাধারণ নির্বাচন ২০২৪ সম্পর্কে সংবাদ পরিবেশনের কাজ করতে নানা ধরনের বিষয়৷ পোর্টালটির রয়েছে নিম্নবর্ণিত বৈশিষ্ট্যগুলিঃ

১৷ একটি ডিজিটাল ফ্লিপ বুক: এই ফ্লিপ বুকটিতে বিভিন্ন আগ্রহোদ্দীপক বিশ্লেষণাবলী এবং তথ্য-পরিসংখ্যান সমৃদ্ধ রচনা সমূহ বিস্তৃতভাবে সংকলিত৷ সংবাদ মাধ্যমের কর্মীরা তাঁদের নিবন্ধ লেখার জন্য এইসব তথ্য ব্যবহার করতে পারেন৷

২৷ সাংবাদিকরা যাতে ভারতের নির্বাচন কমিশন-এর ওয়েবসাইটের সংশ্লিষ্ট অংশে বিচরণ করতে পারেন সেই জন্য মাধ্যম হিসেবে কার্যকর সংযোগ বা লিংক দেওয়া যেতে রয়েছে৷

৩৷ একটি তথ্যসূত্র হিসেবে এবং সহজেই তথ্য-পরিসংখ্যান হাতের মুঠোয় আনতে বহুবিধ ইনফ্রোগ্রাফিক্স-এর সংস্থান রাখা হয়েছে৷

৪৷ সাধারণ নির্বাচন ২০২৪-এর বিভিন্ন পর্বের জন্য নির্ধারিত নির্ঘন্ট সম্পর্কে সদা প্রস্তুত গণনাকারী হিসেবে একটি সংস্থান রাখা হয়েছে৷

৫৷ ভারতের নির্বাচন কমিশন সম্পর্কে প্রকৃত সময় ভিত্তিক হালনাগাদ তথ্যাবলী আপলোড করা হয়েছে৷

৬৷ সহজে যোগাযোগের জন্য একটি প্রদত্ত আবেদন পন্থা সহ জাতীয় ও রাজ্য স্তরের ভারতের নির্বাচন কমিশন-এর অন্তর্গত আধিকারিকদের সম্পর্কে তথ্য দেওয়া রয়েছে৷

৭৷ সংবাদ মাধ্যমের জন্য পথপ্রদর্শক সহ ভারতের নির্বাচন কমিশন-এর একটি সংকলন একেবারে প্রস্তুতকৃত অবস্থায় পাওয়া যাচ্ছে৷

৮৷ সংবাদ মাধ্যমের কর্মীদের সাম্প্রতিকতম ঘটনাবলী সম্পর্কে অবহিত করা হবে৷

***

SKC/SRC/KMD


(Release ID: 2016469) Visitor Counter : 120


Read this release in: English