তথ্য ও সম্প্রচার মন্ত্রক"
azadi ka amrit mahotsav

আগামী দু'বছরে ভারতের প্রতিরক্ষা রফতানি ৪০ হাজার কোটি টাকায় পৌঁছাবে: কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর

प्रविष्टि तिथि: 14 MAR 2024 10:08AM by PIB Agartala

নয়াদিল্লি, ১৩ মার্চ, ২০২৪৷৷ সরকার আত্মরক্ষামূলক ক্ষমতা বাড়াতে দৃঢ়প্রতিজ্ঞ। একথা বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর৷ তিনি জানান, ভারতের প্রতিরক্ষা উৎপাদন আজ ১ লক্ষ কোটি টাকা এবং প্রতিরক্ষা রপ্তানির পরিমাণ ১৬ হাজার কোটি টাকার। আগামী দু'বছরে এই রফতানি মূল্য ৪০ হাজার কোটি টাকায় উন্নীত হবে।

মন্ত্রী আরও বলেন, যুদ্ধ যে কোনও দেশের জন্যই ধ্বংসাত্মক এবং চারবার যুদ্ধে জড়িয়ে পড়া ভারতের চেয়ে আর কোনও দেশই এটি ভাল জানে না। আজ নয়াদিল্লিতে একটি বই প্রকাশ অনুষ্ঠানে ভাষণ দানের সময় শ্রী ঠাকুর প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির বিবৃতি পুনর্ব্যক্ত করেন যে এটি যুদ্ধের সময় নয়, আলোচনা ও আলোচনার সময় ছিল। 

মন্ত্রী আরও বলেন, ইসরায়েল একটি জাতি হিসাবে কঠিন পরিস্থিতিতে টিকে আছে এবং তা সত্বেও সহনশীলতার একটি উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে এবং এটি এমন একটি দেশ যে উদ্ভাবনে নেতৃত্ব দিচ্ছে। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হলোকাস্টের ভয়াবহতা কাটিয়ে উঠে আজ ইসরায়েল এমন একটি দেশ যে নিজের পায়ে দাঁড়িয়ে আছে।

*****

SKC/DM/KMD


(रिलीज़ आईडी: 2014467) आगंतुक पटल : 97
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English