তথ্যওসম্প্রচারমন্ত্রক

আরকিউরিয়া ২০২৪-এর মাধ্যমে ‘প্রায় মুছে যাওয়া নিউ দিল্লি টাইমস’, ‘ছুটি’, ‘ভবানী ভাওয়াই’-এর মতো ছায়াছবিগুলির পুনরুদ্ধারের উদ্যোগ এবং সেগুলির প্রদর্শনের ব্যবস্থা উৎসবের আকারে-উদ্যোক্তা এসআরএফটিআই

Posted On: 13 MAR 2024 6:34PM by PIB Kolkata

কলকাতা, ১৩ মার্চ, ২০২৪

 

সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে ১৬ থেকে ২২ মার্চ পর্যন্ত সাত দিন ধরে অনুষ্ঠিত হতে চলেছে আরকিউরিয়া। ‘আরকাইভিং’, ‘কিউরেশন’, এবং ‘রেস্টোরেশন’ এই তিনটি শব্দ মিলিয়ে তৈরি হয়েছে আরকিউরিয়া। এই সাতদিনের অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের জন্য কর্মশালার পাশাপাশি, আন্তর্জাতিক প্রেক্ষাপটে ছবির সংরক্ষণ-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। প্রখ্যাত চলচ্চিত্র নির্দেশক বিধু বিনোদ চোপরা সহ বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে ই-কথোপকথন হবে এই উৎসবে। এছাড়াও থাকছে বিশেষ প্রদর্শনী।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্বখ্যাত জাপানি চলচ্চিত্র পরিচালক নোয়ামি কাওয়াসে। তিনি সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্যও রাখবেন। এই উৎসবে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার সচিব শ্রী সঞ্জয় জাজুর আশার কথা রয়েছে। কলকাতা প্রেস ক্লাবে আজ এক সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন এসআরএফটিআই-এর অধিকর্তা শ্রী হিমাংশু শেখর খাটুয়া। 

এই চলচ্চিত্র উৎসবে দেখানো হবে প্রায় মুছে যাওয়া থেকে উদ্ধার করা মৃণাল সেনের ছবি ‘ওকা উড়ি কথা’, একইভাবে উদ্ধার করা তপনস সিনহার ‘আদমি আউর অউরত’, অরুন্ধতী দেবীর ‘ছুটি’, রমেশ শর্মার ‘নিউ দিল্লি টাইমস’- সহ একগুচ্ছ ছায়াছবি। উৎসবে মোট ২১টি এধরনের ছবি দেখানো হবে।

SSS/AC/SKD



(Release ID: 2014440) Visitor Counter : 27


Read this release in: English