তথ্য ও সম্প্রচার মন্ত্রক"

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর আমাজন প্রাইম-এর ওটিটি প্ল্যাটফর্ম-এ ”স্বরাজ’-এর প্রথম অধিবেশনের সূচনা করলেন

'স্বরাজ’ হল ভারতের স্বাধীনতা সংগ্রামের অগণিত বীরের এবং তাঁদের অবিচল সাহসিকতার কাহিনিঃ শ্রী অনুরাগ সিং ঠাকুর

দূরদর্শন সর্দার বল্লভভাই প্যাটলের ১৫০-তম জন্ম বার্ষিকী উপলক্ষে নতুন ধারাবাহিক ‘সর্দারঃ দ্য গেম চেঞ্জার’-এর সূচনা করল

Posted On: 13 MAR 2024 11:26AM by PIB Agartala

মুম্বাই, ১৩, মার্চ ২০২৪।। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর আমাজন প্রাইম-এর ওটিটি প্ল্যাটফর্ম-এ ”স্বরাজ’-এর প্রথম ভাগের সূচনা করলেন। মঙ্গলবার মুম্বাইয়ে নতুন এই ঐতিহাসিক ধারাবাহিক চিত্রের সুচনা করতে গিয়ে শ্রী ঠাকুর বলেন, “আজ এ এক গৌরবের মুহূর্ত আমাদের জন্য এবং আমাদের স্বধীনতার সেই সব অনুচ্চারিত মহান বীরেরা দেশের জন্য তাঁদের সমস্ত কিছু ত্যাগ করেছিলেন তাঁদের সকলের আমরা প্রকৃত অর্ঘ্য অর্পণ করছি। তিনি জানান, এই ধারাবাহিকটি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জাতীয় প্রচারকর্ম “আজাদি কা অমৃত মহোৎসব” থেকে গৃহীত অনুপ্রেরণার মাধ্যমে শুরু করা হয়েছে। তিনি বলেন, এই ধারাবাহিকটির সূচনা করা হয়েছিল ২০২২-এর আগস্ট মাসে, এগুলি হল ভারতের স্বাধীনতা সংগ্রামের সেই সব বীরত্বপূর্ণ কাহিনি যেই কাহিনিগুলি সম্পর্কে খুবই অল্প সংখ্যক লোকজন জানেন। “এইগুলি হল সেইসব যুদ্ধ যেগুলি ইতিহাসের পাতায় কোথাও যেন হারিরয়ে গিয়েছে”’, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বললেন। তিনি আরোও বললেন, ”স্বরাজ’ হল ভারতের স্বাধীনতা সংগ্রামের অগণিত বীরের এবং তাঁদের অবিচল সাহসিকতার কাহিনি।

  

ধারাবাহিকটি সম্পর্কে বিস্তারিত বিবরণ দিতে গিয়ে শ্রী ঠাকুর বলেন, এই ধারাবাহিকে আমাদের দেশের সমস্ত প্রান্ত থেকে স্বাধীনতা সংগ্রামের অনুচ্চারিত বীরদের কথা তুলে ধরা হয়েছে। মন্ত্রী বলেন, এটা আমাদের ঔপনিবেশিকতার অর্থ, উৎস এবং এর ফলাফলকে বুঝতে সাহায্য করে। তিনি আরোও বলেন, অতীতে ভারতের ইতিহাস বিদেশী আক্রমণকারী ও শাসকরা তাদের রাজনৈতিক, আদর্শগত এবং অর্থনৈতিক স্বার্থসিদ্ধির দৃষ্টিকোণ থেকে লিখেছিল। যুগান্তকারী এই ধারাবাহিকটিতে “স্বরাজ”-এর ধারণাটিকে অঙ্কিত করতে একটি ব্যাপকতর ও মহত্তর প্রেক্ষাপটে উপস্থাপন করা হয়েছে, তিনি উল্লেখ করেন। সেই সঙ্গে তিনি আরোও বলেন, এই ধারাবাহিক জাতীয় ও আন্তর্জাতিক উভয় অংশের দর্শক-শ্রোতাদের এই দেশের উদ্দীপনা এবং ঔপনিবেশিক শাসকদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করতে আমাদের যে সুদীর্ঘ ৫০০ বছরের নিরন্তর ও অক্লান্ত সংগ্রাম তা বুঝতে সাহায্য করবে। কোনো একজন ব্যক্তি যে তার সমৃদ্ধ ইতিহাস সম্পর্কে গৌরবান্বিত হয় তার গুরুত্ব নিয়ে কথা বলতে গিয়ে শ্রী ঠাকুর বলেন, যারা তাদের সমৃদ্ধ ঐতিহাসিক উত্তরাধিকারকে নিয়ে গৌরববোধ করে না, তারা কখনোই একটি সুমহান ভবিষ্যৎ  সৃষ্টি করতে পারে না। আমরা যদি দেশের জন্য এক সুমহান ভবিষ্যৎ সৃষ্টি করতে চাই, তা হলে তরুণ প্রজন্মের মধ্যে আমাদের সমৃদ্ধ ইতিহাসের উত্তরাধিকার সম্পর্কে গৌরববোধকে প্রোথিত করে দিতে হবে, এ কথাও বললেন তিনি। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পুনরায় উচ্চারণ করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুদক্ষ, সক্ষম ও পারঙ্গম নেতৃত্বের আওতায় ‘অমৃতকাল’-এর পরবর্তী ২৫ বছরে আমরা ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে  এক মহত্তর গতিময়তা নিয়ে এগিয়ে যাব।

  

এই ধারাবাহিকটি নির্মাণের কাজে ‘প্রসার ভারতী’-র ভূমিকার উপর আলোকপাত করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ‘আকাশবাণী ও দূরদর্শন’  বিভিন্ন সময়ে বিভিন্ন স্মরণীয় অনুষ্ঠান ও কর্মসূচির মাধ্যমে  সাধারণ নাগরিককে সঠিক লক্ষ্যে ও অভিমুখে আবেগ এবং উদ্দীপনার সঙ্গে সমাবেশিত ও পরিচালিত  করার মাধ্যমে যে ভূমিকা পালন করেছে তার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।

মন্ত্রী, সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০ তম জন্মবার্ষিকী স্মরণে ১০ ই মার্চ, ২০২৪ তারিখে দূরদর্শন দ্বারা চালু করা একটি নতুন ৫২ পর্বের সিরিয়াল "সর্দার: দ্য গেম চেঞ্জার" সম্পর্কে সমাবেশকে অবহিত করেন।

SKC/SRC/KMD



(Release ID: 2014265) Visitor Counter : 36


Read this release in: English