সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক
azadi ka amrit mahotsav

শ্রী নীতিন গড়করি অরুণাচল প্রদেশের জাতীয় মহাসড়ক-৯১৩-এর উপর আটটি প্যাকেজের ২৬৫ কিলোমিটার রাস্তা নির্মাণের জন্য ৬৬২১.৬২ কোটি টাকা মঞ্জুর করেছেন

Posted On: 12 MAR 2024 5:51PM by PIB Agartala

নয়াদিল্লি, ১২ মার্চ ২০২৪।। শ্রী নীতিন গড়করি সীমান্ত মহাসড়ক হিসেবে মর্যাদাপ্রাপ্ত অরুণাচল প্রদেশের জাতীয় মহাসড়ক-৯১৩-এর উপর আটটি প্যাকেজের ২৬৫ কিলোমিটার রাস্তা নির্মাণের জন্য ৬৬২১.৬২ কোটি টাকার বরাদ্দ মঞ্জুর করেছেন এবং এই নির্মাণ কাজ সম্পাদন করা হবে ইপিসি মোড ব্যবহার করে যা  একটি মধ্যবর্তী রাস্তার আকৃতিতে রূপান্তরিত হবে।

তিনি বলেন, এই উদ্যোগের ১,৩ ও ৫ নম্বর প্যাকেজগুলি হুরি-তালিহা বিভাগের অন্তর্গত, দুইটি প্যাকেজ অতিক্রম করবে বিলে-মিগ্গিন বিভাগের মধ্য দিয়ে, প্যাকেজ ২ ও ৪ নম্বর বিস্তারিত থাকছে খারসাং-মাইয়ো-গান্ধীগ্রাম-বিনয়নগর বিভাগের মধ্য দিয়ে নির্মিত হবে এবং  ১ নম্বর প্যাকেজটি অতিক্রম করবে বোমডিলা-নাফ্রা-লাদে ভিভাগের ভেতর দিয়ে।

মন্ত্রী বলেন, এই সব মহাসড়কের উন্নয়নের মাধ্যমে এই অঞ্চলের সীমান্ত সড়ক যোগাযোগ যেমন সম্প্রসারিত হবে, তেমনি এখানকার আর্থ-সামাজিক বিকাশের লক্ষ্যে যে সব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেগুলিকেও দেখভাল করা হবে। সীমান্ত মহাসড়ক নির্মাণের ফলে আশা করা হচ্ছে মানুষের মধ্যে পরিযায়ী হওয়ার প্রবণতা অনেক গুণ হ্রাস পাবে এবং এর ফলে অরূণাচল প্রদেশের সীমান্ত এলাকাগুলিতে পরিযায়ী হওয়ার বিপরীত প্রবণতা বৃদ্ধি পাবে।

মন্ত্রী আরোও বলেন, এ ছাড়াও  এই সব সড়ক যোগাযোগ বৃদ্ধির ফলে শুধু সড়ক পরিকাঠামোকেই উন্নত করবে না, উপরন্তু এই অঞ্চলে নদীগুলির মাধ্যমে জলবিদ্যুৎ প্রকল্পও নির্মাণ করা সম্ভব হবে ব্যাপক হারে।

**** 

SKC/SRC/KMD
 


(Release ID: 2013826) Visitor Counter : 60


Read this release in: English