কেন্দ্রীয় মন্ত্রিসভা

‘উত্তরপূর্ব ট্রান্সফরমেটিভ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন স্কিম, ২০২৪’-এর অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা

Posted On: 07 MAR 2024 9:28PM by PIB Agartala

নয়াদিল্লি, ৭ মার্চ ২০২৪।। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রকের ‘শিল্প প্রসার ও অভ্যন্তরীণ বাণিজ্য দফতরের’ প্রস্তাবিত ‘উত্তরপূর্ব ট্রান্সফরমেটিভ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন স্কিম, ২০২৪ (UNNATI-2024)-এর অনুমোদন দিল। এই কেন্দ্রীয় প্রকল্পটি বিজ্ঞপ্তির তারিখ থেকে শুরু করে ৮ বছরের প্রতিশ্রুতিবদ্ধ দায়বদ্ধতা সহ ১০ বছর সময়ের জন্য এই প্রকল্প, যার জন্য ব্যয় ধরা হয়েছে ১০,০৩৭ কোটি টাকা।

প্রকল্পটিকে দুটি অংশে ভাগ করা হয়েছে। প্রথম অংশটি হচ্ছে যোগ্য ইউনিটগুলোকে প্রণোদনা প্রদান করার জন্য, যার জন্য ব্যয় ৯৭৩৭ কোটি টাকা এবং দ্বিতীয় অংশটি হচ্ছে প্রকল্পের রূপায়ণ ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থার জন্য, যেখানে ব্যয় হবে বাকি ৩০০ কোটি টাকা।এই প্রকল্পটিতে প্রায় ২১৮০টি আবেদনকে সহায়তা করা হবে এবং এর সঙ্গে প্রকল্পের সময়ের মধ্যে প্রত্যক্ষ ভাবে অন্তত ৮৩,০০০ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

দশ বছরের এই প্রকল্পটি আগামী ৩১ মার্চ ২০৩৪ সাল পর্যন্ত কার্যকর থাকবে। প্রকল্পে নিবন্ধীকরণের জন্য আবেদন পত্র জমা নেওয়া হবে ৩১ মার্চ ২০২৭ পর্যন্ত। প্রকল্পের অধীনে শিল্পোন্নত জেলা এবং শিল্পের ক্ষেত্রে পিছিয়ে পড়া জেলা, এই দুই ভাগে ভাগ করে কাজ হবে।

রাজ্যগুলোর সহযোগিতায় শিল্প প্রসার ও অভ্যন্তরীণ বাণিজ্য দফতর (DPIIT) এই প্রকল্পটিকে রূপায়িত করবে। রূপায়ণের ক্ষেত্রে জাতীয় ও রাজ্য পর্যায়ে নজরদারি করবে বিভিন্ন কমিটি। যার মধ্যে আছে ডিপিআইআইটি’র সচিবের নেতৃত্বাধীন স্টিয়ারিং কমিটি, রাজ্যের মুখ্যসচিবের নেতৃত্বাধীন রাজ্য পর্যায়ের কমিটি, রাজ্যের শিল্প দফতরের সচিবের নেতৃত্বাধীন সচিব পর্যায়ের কমিটি।

ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে শিল্পের বিকাশ এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য কেন্দ্রীয় ক্ষেত্রের প্রকল্প হিসাবে UNNATI (উত্তরপূর্ব ট্রান্সফরমেটিভ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন স্কিম), ২০২৪ নামের এই শিল্প-উন্নয়ন প্রকল্প তৈরি করেছে। প্রকল্পের মূল উদ্দেশ্য হল, লাভজনক কর্মসংস্থান তৈরি করা, যাতে সংশ্লিষ্ট এলাকাকে সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এটি উৎপাদন ও পরিষেবা ক্ষেত্রে উৎপাদনশীল অর্থনৈতিক কর্মকাণ্ড সৃষ্টি করবে।

উত্তরপূর্বাঞ্চলে শিল্পের উন্নয়নে নতুন বিনিয়োগকে আকৃষ্ট করা প্রয়োজন। পাশাপাশি বর্তমানে যা আছে তার পরিচর্যার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতার অগ্রগতি এবং সুস্থায়ী উন্নয়নের উপর জোর দেওয়া দরকার। তবে এই অঞ্চলের শিল্পের অগ্রগতির সঙ্গে এখানকার পরিবেশকেও রক্ষা করা প্রয়োজন। যে কারণে এই প্রকল্পটিতে পুনর্নবীকরণ বিদ্যুৎ, বৈদ্যুতিন গাড়ির চার্জিং স্টেশন ইত্যাদির দিকে যেমন জোর দেওয়া হবে, তেমনি পরিবেশের জন্য ক্ষতিকর বিষয়গুলো যেমন প্লাস্টিক, সিমেন্ট ইত্যাদির শিল্পকে এই প্রকল্পের নেতিবাচক তালিকায় রাখা হবে।

***

SKC/AD/KMD



(Release ID: 2012539) Visitor Counter : 40


Read this release in: English