অর্থ মন্ত্রক
৮.৩৫% এসবিআই আরটিএস আইএসইউ জিওআই এসপিএল বন্ড ২০২৪ এর পরিশোধ
Posted On:
05 MAR 2024 9:08PM by PIB Agartala
নয়াদিল্লি, ৫ মার্চ, ২০২৪।। ৮.৩৫% এসবিআই আরটিএস আইএসইউ জিওআই স্পেশাল বন্ড ২০২৪ ' এর বকেয়া ব্যালেন্স ২৭ মার্চ, ২০২৪ -এ সমমূল্যে পরিশোধযোগ্য। উল্লিখিত তারিখ থেকে এর উপর কোনও সুদ জমা হবে না। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১ এর অধীনে কোনও রাজ্য সরকার কর্তৃক ঋণ পরিশোধের দিনে ছুটি ঘোষণা করা হলে, ঋণ/গুলি আগের কার্যদিবসে সেই রাজ্যের প্রদানকারী অফিসগুলি দ্বারা পরিশোধ করা হবে।
গভর্নমেন্ট সিকিউরিটিজ রেগুলেশনস, ২০০৭ এর উপপ্রবীধান ২৪(২) ও ২৪(৩) অনুযায়ী সাবসিডিয়ারি জেনারেল লেজার বা কনস্টিটিউয়েন্ট সাবসিডিয়ারি জেনারেল লেজার অ্যাকাউন্ট বা স্টক সার্টিফিকেট আকারে রক্ষিত সরকারি সিকিউরিটির নিবন্ধিত হোল্ডারকে মেয়াদপূর্তির অর্থ তার ব্যাংক হিসাবের প্রাসঙ্গিক বিবরণ অন্তর্ভুক্ত করে বা তহবিল প্রাপ্তির সুবিধা রয়েছে এমন কোনও ব্যাংকে ধারকের অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে পে-অর্ডারের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে। সিকিউরিটিজের ক্ষেত্রে অর্থ প্রদানের উদ্দেশ্যে, মূল গ্রাহক বা এই জাতীয় সরকারী সিকিউরিটিজের পরবর্তী হোল্ডাররা তাদের ব্যাংক অ্যাকাউন্টের প্রাসঙ্গিক বিবরণ আগে থেকেই জমা দিতে পারবেন। তবে, বৈদ্যুতিন উপায়ে তহবিল প্রাপ্তির জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট/ম্যান্ডেটের প্রাসঙ্গিক বিবরণের অনুপস্থিতিতে, নির্ধারিত তারিখে ঋণ পরিশোধের সুবিধার্থে, ধারকরা ঋণ পরিশোধের নির্ধারিত তারিখের ২০ দিন আগে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পাবলিক ডেট অফিস, ট্রেজারি/সাব-ট্রেজারি এবং শাখাগুলিতে (যেখানে তারা সুদ প্রদানের জন্য নিবন্ধিত হন) যথাযথভাবে ডিসচার্জ করা সিকিউরিটিজগুলি টেন্ডার করতে পারেন।
এসবের মূল্য প্রাপ্তির পদ্ধতির বিশদ বিবরণ পূর্বোক্ত যে কোনও অর্থ প্রদানকারী অফিস থেকে পাওয়া যেতে পারে।
***
SKC/TD/KMD
(Release ID: 2011765)
Visitor Counter : 72